একটি পরমাণুতে তিনটি মৌলিক কণিকা বিদ্যমা।। এগুলো হলো- ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। নিউট্রন চার্জ নিরপেক্ষ। প্রোটন ধনাত্মক আধানযুক্ত এবং ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত। যেহেতু কেন্দ্রে অবস্থিত ধনাত্মক আধানযুক্ত প্রোটনের সমানসংখ্যক ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন কেন্দ্রের বাহিরে অবস্থান করে,তাই পরমাণুতে মোট আধাRead more
একটি পরমাণুতে তিনটি মৌলিক কণিকা বিদ্যমা।। এগুলো হলো- ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। নিউট্রন চার্জ নিরপেক্ষ। প্রোটন ধনাত্মক আধানযুক্ত এবং ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত।
যেহেতু কেন্দ্রে অবস্থিত ধনাত্মক আধানযুক্ত প্রোটনের সমানসংখ্যক ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন কেন্দ্রের বাহিরে অবস্থান করে,তাই পরমাণুতে মোট আধান শূন্য হয়। তাই একটি পরমাণু সাধারণ অবস্থায় চার্জ নিরপেক্ষ থাকে।
সামগ্রিক ভাবে কোন মৌল বা পরমাণু চার্জবিহীন। কারণ রাদারফোর্ডের পরমাণুর মডেল থেকে আমরা জানি কোন পরমাণুর একটি কেন্দ্রিকা থাকে যাকে নিউক্লিয়াস বলা হয়। এই নিউক্লিয়াস ধণাত্মক চার্জযুক্ত প্রোটন এবং চার্জ-নিরপেক্ষ নিউট্রন দিয়ে গঠিত। এবার, পরমাণুতে নিউক্লিয়াসের বাইরে ধণাত্মক চার্জযুক্ত প্রোটন সংখ্যার সমান সংখ্যক ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকে।
তাই, সামগ্রিক ভাবে কোন পরমাণু নিরপেক্ষ।
See less
লোহার ল্যাটিন নাম হলো Ferrum (ফের্রুম)।
লোহার ল্যাটিন নাম হলো Ferrum (ফের্রুম)।
See less