চিকন জি-আই পাইপ দিয়ে আর্থিং করার কাজটি টেকনিক্যাল, এটি একজন ভালো ইলেক্ট্রিশিয়ানের মাধ্যমে করানো উচিৎ। যেসব ইলেক্টিক যন্ত্রপাতির বহিরাবরণ ধাতুর তৈরি, সেসব যন্ত্রপাতির বডি আর্থিং করতে হয়। বাসাবাড়ী, দোকান ইত্যাদি লো- ভোল্টেজ (২২০/৪৪০ ভোল্ট) গ্রাহকের জন্য আর্থ রেজিস্টেন্সের মান ৫ ওহম এর নিচে হতে হবে।
চিকন জি-আই পাইপ দিয়ে আর্থিং করার কাজটি টেকনিক্যাল, এটি একজন ভালো ইলেক্ট্রিশিয়ানের মাধ্যমে করানো উচিৎ। যেসব ইলেক্টিক যন্ত্রপাতির বহিরাবরণ ধাতুর তৈরি, সেসব যন্ত্রপাতির বডি আর্থিং করতে হয়। বাসাবাড়ী, দোকান ইত্যাদি লো- ভোল্টেজ (২২০/৪৪০ ভোল্ট) গ্রাহকের জন্য আর্থ রেজিস্টেন্সের মান ৫ ওহম এর নিচে হতে হবে।
See less
চোখেরি জলে লেখা কতো যে কবিতা, গানটির লিরিক্স নিম্নরূপ- চোখেরি জলে লেখা কতো যে কবিতা। ঝরে পড়ে প্রতিদিনি তোমারি নামে। যেদিনি চোখের জল শুকিয়ে যাবে। মনে রেখো সেদিন আমার মরন হবে। ভুলে যদি যাও তুমি এই আমাকে। পারবে না ভুলে যেতে স্মৃতি গুলোকে। সব কিছু এখানেই জানি পড়ে রবে। ধুকে ধুকে জীবনটাকে পাড়ি দিতে হবRead more
চোখেরি জলে লেখা কতো যে কবিতা, গানটির লিরিক্স নিম্নরূপ-
চোখেরি জলে লেখা কতো যে কবিতা।
See lessঝরে পড়ে প্রতিদিনি তোমারি নামে।
যেদিনি চোখের জল শুকিয়ে যাবে।
মনে রেখো সেদিন আমার মরন হবে।
ভুলে যদি যাও তুমি এই আমাকে।
পারবে না ভুলে যেতে স্মৃতি গুলোকে।
সব কিছু এখানেই জানি পড়ে রবে।
ধুকে ধুকে জীবনটাকে পাড়ি দিতে হবে।
চোখেরি জলে…..
কষ্টরা জমা হয়ে কাঁদে দিন-রাত্রি।
নীরব রাতের সাথে আমি একা যাত্রী।
আঁধার এখন আমার বড় ভাল লাগে।
মনে হয় কে যেনো পিছু থেকে ডাকে।
চোখেরি জলে…..