Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people’s questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people’s questions & connect with other people.
আপনার পাসওয়ার্ড ভুলেগেছেন? তাহলে আপনার ইমেইল এড্রেসটি লিখুন।প্রথমত, একটি কনফার্মেশন লিঙ্ক সহ ইমেইল যাবে উক্ত লিঙ্কে ক্লিক করে কনফার্ম করতে হবে।দ্বিতীয়ত, আরও একটা মেইল যাবে, যেখানে আপনার নতুন পাসওয়ার্ড উল্লেখ করা থাকবে, সেই পাসওয়ার্ড ব্যবহার করে আপনি লগিন করতে পারবেন।(বিঃদ্রঃ আপনার ইনবক্সে মেইল না পৌঁছালে স্প্যাম ফোল্ডার চেক করুন)
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
অনেক সময় বেগুন ঢলে পড়ে যায়, এই রোগের লক্ষণ ও প্রতিরোধ ব্যবস্থা কী?
বেগুনের ঢলে পড়ে যায়, এই রোগের লক্ষণ ও প্রতিরোধ ব্যবস্থা নিম্নরূপ- লক্ষণ: Ralstonia solanacearum নামক ব্যাকটেরিয়া দ্বারা এ রোগ হয়ে থাকে। যেকোন বয়সের গাছে এই রোগের আক্রমণ হতে পারে। আক্রান্ত গাছ হঠাৎ ঢলে পড়ে অর্থাৎ সকালে সুস্থ ও বিকালে ঢলে পড়ে। ২-৩ দিন পরে গাছ ধীরে ধীরে শুকিয়ে যায়। প্রাথমিক অবস্থায় গাছRead more
বেগুনের ঢলে পড়ে যায়, এই রোগের লক্ষণ ও প্রতিরোধ ব্যবস্থা নিম্নরূপ-
লক্ষণ:
প্রতিরোধ:
- আক্রান্ত গাছ তুলে মাটিতে পুঁতে ফেলতে হবে।
- আক্রান্ত জমিতে সোলানেসি পরিবারের (বেগুন, টমেটো, আলু, মরিচ ইত্যাদি) ২-৩ বছর চাষ না করা
- জমি তৈরির সময় দানাদার কীটনাশক ( ফুরাডান/কার্বোফুরান) ৩ কেজি/একর মাটির সাথে মিশিয়ে দিতে হবে।
- চারা রোপণের ২০-২৫ দিন আগে ব্লিচিং পাউডার ২.৬ কেজি/বিঘা শেষ চাষে ব্যবহার করতে হবে।
- আক্রান্ত গাছে কপার অক্সিক্লোরাইড ( সানভিট/কুপ্রাভিট ) ৪ গ্রাম/লিটার পানি অথবা বর্দোমিকচার ( ১০০ গ্রাম তুঁতে ও ১০০ গ্রাম পাথুরে চুন ১০ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
- ৭-১০ লিটার পানিতে ১ গ্রাম স্ট্রেপ্টোমাইসিন/প্লাটোমাইসিন মিশিয়ে তাতে চারা ১৫-২০ মিনিট ডুবিতে রাখলে উপকার পাওয়া যায়।
See lessঅনেক সময় কলার পাতা জ্বলসে যেতে দেখা যায়। এটা কি রোগ এবং এর লক্ষণ ও প্রতিকার কী?
কলার পাতা জ্বলসে যাওয়া হলো কলার সিগাটোকা রোগ। এ রোগের লক্ষণ এবং প্রতিকার নিম্নরূপ- লক্ষণ: ১. প্রাথমিকভাবে ৩য় বা ৪র্থ পাতায় ছোট ছোট হলুদ দাগ দেখা যায়। ২. ক্রমশ দাগগুলো বড় হয় ও বাদামি রং ধারণ করে। ৩. একাধিক দাগ বড় দাগের সৃষ্টি করে এবং পাতা পুড়ে যাওয়ার মত দেখায়। প্রতিকার: ১. পরিস্কার পরিচ্ছন্ন চাষাবাদRead more
কলার পাতা জ্বলসে যাওয়া হলো কলার সিগাটোকা রোগ।
এ রোগের লক্ষণ এবং প্রতিকার নিম্নরূপ-
লক্ষণ:
১. প্রাথমিকভাবে ৩য় বা ৪র্থ পাতায় ছোট ছোট হলুদ দাগ দেখা যায়।
২. ক্রমশ দাগগুলো বড় হয় ও বাদামি রং ধারণ করে।
৩. একাধিক দাগ বড় দাগের সৃষ্টি করে এবং পাতা পুড়ে যাওয়ার মত দেখায়।
প্রতিকার:
১. পরিস্কার পরিচ্ছন্ন চাষাবাদ ও আক্রান্ত গাছ সংগ্রহ করে পুতে ফেলা।
See less২. দূরত্ব বজায় রেখে চারা রোপন করা, বাগানের আশে পাশে মুড়ি গাছ না রাখা।
৩. সুষম মাত্রায় সার ব্যবহার ও শস্য পর্যায় অবলম্বন করা,পানি নিকাশের ব্যাবস্থা রাখা।
৪. আক্রান্ত গাছের সাকার ব্যাবহার না করে Tissue culture sucker ব্যাবহার।
৫. ক্যাবরিওটপ ৩ গ্রাম অথবা, টিল্ট-২৫০ ইসি ০. ৫ মিঃলি অথবা, অটোস্টিন ২ গ্রাম অথবা, পোটেন্ট ২৫০ ইসি = ১ মিলি/লিটার পানিতে মিশিয়ে ১০-১৫ দিন পর পর স্প্রে করা।
অনেকেই বলে গ্যাস্ট্রিক-আলসারের মহৌষধ ব্রোকলি। এটি কতটুকু সত্য?
আমেরিকান ক্যানসার রিসার্চ ইনস্টিটিউটের তালিকায় ক্যানসার প্রতিরোধী দশম খাবার হিসেবে স্থান করে নিয়েছে ব্রোকলি। এতে উচ্চমাত্রায় বিভিন্ন রকমের পুষ্টি, আঁশ, ভিটামিন সি, ভিটামিন কে, আয়রন ও পটাশিয়াম রয়েছে। অন্যান্য সবজির চেয়ে ব্রোকলিতে প্রোটিনের পরিমাণ তুলনামূলক বেশি। ব্রোকলির পুষ্টি উপাদান: কাঁচা ব্রোকলিতRead more
আমেরিকান ক্যানসার রিসার্চ ইনস্টিটিউটের তালিকায় ক্যানসার প্রতিরোধী দশম খাবার হিসেবে স্থান করে নিয়েছে ব্রোকলি। এতে উচ্চমাত্রায় বিভিন্ন রকমের পুষ্টি, আঁশ, ভিটামিন সি, ভিটামিন কে, আয়রন ও পটাশিয়াম রয়েছে। অন্যান্য সবজির চেয়ে ব্রোকলিতে প্রোটিনের পরিমাণ তুলনামূলক বেশি।
ব্রোকলির পুষ্টি উপাদান: কাঁচা ব্রোকলিতে ৯০ ভাগই পানি থাকে। এতে কার্বোহাইড্রেটের পরিমাণ ৭ শতাংশ, প্রোটিন ৩ শতাংশ এবং চর্বি নেই বললেই চলে। এতে ক্যালরির পরিমাণও কম। ৯১ গ্রাম ব্রোকলির মধ্যে ৩১ ক্যালরি থাকে।
ব্রোকলিতে রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। যেমন-
১. ব্রোকলির বিটা ক্যারোটিন ও সেলিনিয়াম যৌথ ও ভিটামিন সি প্রোস্টেট, কোলন, ফুসফুস, যকৃৎ, স্তন ও প্যানক্রিয়াটিক ক্যানসারের বিরুদ্ধে লড়তে সহায়তা করে।
২. ব্রোকলিতে প্রচুর ভিটামিন এ রয়েছে। ত্বকে ব্যাকটেরিয়া সংক্রমণ হতে বাধা দেয়। সর্দি-কাশিও ঠেকাতেও কার্যকরী ব্রোকলি।
৩. ব্রোকলিতে চর্বি ও ক্যালরি কম কিন্তু আঁশ বেশি। বেশি লৌহ থাকায় ডায়েটের সময় ব্রোকলি থেকে ঝিম ধরা ভাব দূর হয়।
৪. ব্রোকলিতে লেবুর দ্বিগুণ ও আলুর সাত গুণ ভিটামিন সি রয়েছে। ভিটামিন সি ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী। এতে ডায়াটারি আঁশ থাকায় কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে।
৫. গ্যাসট্রিক আলসার ও গ্যাসট্রাইটিস প্রতিরোধে দারুণ কার্যকর ব্রোকলি। বাঁধাকপির চেয়ে এতে অনেক বেশি ভিটামিন ইউ (মেথিওনাইনের উপজাত) থাকে। এতে সালফরাফেন নামের উপাদান থাকে যা গ্যাসট্রিক অ্যালসার ও ক্যানসার প্রতিরোধ করে।
See lessঅনুকরণ ও অনুসরণ এর মধ্যে মৌলিক কোনো পার্থক্য আছে কি?
অনেক ক্ষেত্রে ‘অনুসরণ’ ও ‘অনুকরণ’ শব্দ দুটিকে সমার্থক হিসেবে ব্যবহার করা যায়। তবে শব্দ দুটির বিশদ ব্যবহারে কিছুটা পার্থ্যক্য রয়েছে। অনুকরণ হচ্ছে ‘অনুরূপ-করণ’। সাধারণত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যে রকম কাজ করে, ঠিক একই রকম কাজ করাই হচ্ছে অনুকরণ। অর্থাৎ, ‘নকল’ বা ‘সদৃশীকরণ’ অর্থে ‘অনুকরণ’ শব্দটি ব্যবহRead more
অনেক ক্ষেত্রে ‘অনুসরণ’ ও ‘অনুকরণ’ শব্দ দুটিকে সমার্থক হিসেবে ব্যবহার করা যায়। তবে শব্দ দুটির বিশদ ব্যবহারে কিছুটা পার্থ্যক্য রয়েছে।
অনুকরণ হচ্ছে ‘অনুরূপ-করণ’। সাধারণত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যে রকম কাজ করে, ঠিক একই রকম কাজ করাই হচ্ছে অনুকরণ।
অর্থাৎ, ‘নকল’ বা ‘সদৃশীকরণ’ অর্থে ‘অনুকরণ’ শব্দটি ব্যবহার করা হয়। অনুকরণ করা ভালো নয়। এটি নেতিবাচকভাবে দেখা হয়।
পরীক্ষার হলে কারও খাতা দেখে অবিকল বা প্রায় অবিকল লেখা অনুকরণের পর্যায়ে পড়ে। আবার, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যে চিন্তা-চেতনা নিয়ে কাজ করে, সেই চিন্তা-চেতনা অনুকরণ করাই হচ্ছে ‘অনুসরণ’।
অনুসরণ, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক দিয়েও কিছুটা ব্যাখ্যা করা যায়। ‘অনুগমন’ অর্থে ‘অনুসরণ’ শব্দটি ব্যবহার করা হয়।
অনুসরণ, চিন্তার সঙ্গে নতুন চিন্তা যুক্ত করে। তাই এটি ইতিবাচক। উত্তরটি ভাল লাগলে অবশ্যই ভোট করবেন। ধন্যবাদ।
See lessঅণু কি?
অণু কি: কোন মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা ঐ পদার্থের গুণাবলি অক্ষুণ্ন রেখে স্বাধীনভাবে অবস্থান করতে পারে, কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, সেই ক্ষুদ্রতম কণাকে অণু বলে।
অণু কি: কোন মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা ঐ পদার্থের গুণাবলি অক্ষুণ্ন রেখে স্বাধীনভাবে অবস্থান করতে পারে, কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, সেই ক্ষুদ্রতম কণাকে অণু বলে।
See lessঅজু কিভাবে করতে হয়?
অজু করার নিয়ম: অজু করার জন্য বসার জায়গা উঁচু এবং পবিত্র স্থানে কিবলামুখী হয়ে অজু করা মুস্তাহাব। পানি ঢেলে নিতে হয় এমন পাত্র হলে তা বাম দিকে রাখা, আর হাত দিয়ে তুলে নিতে হলে পানির পুকুর বা হাউজ ডানে রেখে বসা মুস্তাহাব। অজুতে নাকে পানি দেয়ার নিয়ম ও ডান হাত দিয়ে নাকে পানি দিবে এবং বাম হাত দ্বারাRead more
অজু করার নিয়ম: অজু করার জন্য বসার জায়গা উঁচু এবং পবিত্র স্থানে কিবলামুখী হয়ে অজু করা মুস্তাহাব। পানি ঢেলে নিতে হয় এমন পাত্র হলে তা বাম দিকে রাখা, আর হাত দিয়ে তুলে নিতে হলে পানির পুকুর বা হাউজ ডানে রেখে বসা মুস্তাহাব। অজুতে নাকে পানি দেয়ার নিয়ম ও ডান হাত দিয়ে নাকে পানি দিবে এবং বাম হাত দ্বারা নাক ঝাড়বে। বাম হাতের কনিষ্ঠাঙ্গুলের অগ্রভাগ দিয়ে নাক পরিস্কার করবে। এ ছাড়া কনিষ্ঠ ও বৃদ্ধাঙ্গুল দিয়েও নাক পরিস্কার করা যায়। তিন বার নাকে পানি দেয়া সুন্নাত। উভয় হাতে পানি নিয়ে সমস্ত মুখমন্ডল ধৈত করবে। কপালের চুলের গােড়া থেকে থুতনীর নীচ এবং এক কানের লতি হতে অপর কানের লতি পর্যন্ত এমন ভাবে পানি পাৈছানাে যাতে করে একটি পশম পরিমান জায়গাও শুকনাে না থাকে। ঘন দাড়ি হলে খিলাল করে দিতে হবে। কনুই সহ হাত ধৈত করার নিয়ম ও হাতের তালুতে পানি নিয়ে আঙ্গুলের অগ্রভাগ থেকে ধৌত শুরু করবে, কনুই পর্যন্ত পানি পৌছার পর হাতের অগ্রভাগ নীচু করবে যাতে করে ধৌত করা পানি আঙ্গুলের অগ্রভাগ দিয়ে নীচে গড়িয়ে পড়ে ।মাথা মাসাহ করার নিয়ম ও মাথার চার ভাগের এক ভাগ মাসাহ করা ফরয । সম্পূর্ণ মাথা মাসাহ করা সুন্নাত। পানিতে হাত ডুবায়ে বা হাতে পানি নিয়ে ঝেড়ে ফেলবে। তারপর ভেজা হাত একবার মাথায় ফিরাবে। দুই হাত ভিজিয়ে হাতের পুরাে তা আঙ্গুলের পেটসহ মাথার অগ্রভাগে রেখে মাথা জুড়ে পেছনের দিকে টেনে নিয়ে মাসাহ করবে। গােড়ালীসহ পা ধৌত করার নিয়ম ও ডান হাত দিয়ে পায়ের সামনের অংশে পানি ঢালা সুন্নাত। বাম হাত দিয়ে পা ও পায়ের তলদেশ মর্দন করা মুস্তাহাব। পায়ের আঙ্গুল খিলাল করা সুন্নাতে মুয়াক্কাদাহ। প্রথমে ডান পায়ের কনিষ্ঠা ও অনামিকা আঙ্গুলীদ্বয়ের মাঝে নীচ থেকে আঙ্গুল প্রবেশ করায়ে বাম পাতের কনিষ্ঠা আঙ্গুল দ্বারা খিলাল করবে। ডান পায়ের বৃদ্ধা আঙ্গুলে গিয়ে শেষ করবে। তারপর বাম বাম হাতের কনিষ্ঠা আঙ্গুল দ্বারা বাম পায়ের বৃদ্ধা আঙ্গুল থেকে কনিষ্ঠা আঙ্গুলে গিয়ে শেষ করবে।
See lessছাগলের গিট ফুলে যাওয়া (Arthritis) রোগের চিকিৎসা/ঔষধ কি?
ছাগলের রোগ: ছাগলের গিট ফুলে যাওয়া (Arthritis of Goat) চিকিৎসা/ঔষধপত্রঃ For a Goat (একটি ছাগলের জন্য) Rx- (১) Inj. Arthrivet/Inj. Kop Vet/Inj. Ketochem Vet 10 ml × 2 vials ব্যবহারের নিয়ম: ৩ মি.লি মাংসপেশীতে পর পর ৫ দিন দিতে হবে। (২) Inj. Renamycin 10 ml/Inj. Oxytet 10 ml/Inj. Otetra Vet 10 mRead more
ছাগলের রোগ: ছাগলের গিট ফুলে যাওয়া (Arthritis of Goat) চিকিৎসা/ঔষধপত্রঃ
For a Goat (একটি ছাগলের জন্য)
Rx-
(১) Inj. Arthrivet/Inj. Kop Vet/Inj. Ketochem Vet 10 ml × 2 vials
ব্যবহারের নিয়ম: ৩ মি.লি মাংসপেশীতে পর পর ৫ দিন দিতে হবে।
(২) Inj. Renamycin 10 ml/Inj. Oxytet 10 ml/Inj. Otetra Vet 10 ml/Inj. Tetravet 10 ml x 2 vials
ব্যবহারের নিয়ম: ৩-৪ মি.লি মাংসপেশীতে পর পর ৫ দিন দিতে হবে।
(৩) Inj. Renacin Vet/Inj. Histacin Vet/Inj. Astavet/Inj. Antihistavet 10 ml x 5 vials
ব্যবহারের নিয়ম: ৫-১০ মি.লি মাংসপেশীতে পর পর ৪ দিন।
See lessছাগল/ভেড়ার পক্স রোগের চিকিৎসা/ঔষধ কি?
ছাগলের রোগ: ছাগল/ভেড়ার পক্স (Pox of Sheep/Goat) চিকিৎসা/ঔষধপত্রঃ For a Goat (একটি ছাগলের জন্য) Rx- (১) Sol. Viodin 10%/Sol. Povicep/Sol. Povidine 100 ml × 1 bot ব্যবহারের নিয়ম: আক্রান্ত স্থানে তুলা দিয়ে দিনে ২-৩ বার পরিষ্কার করতে হবে। অথবা, Pink Spray 60ml × ১ বোতল। ব্যবহারের নিয়ম: আক্রান্ত স্থাRead more
ছাগলের রোগ: ছাগল/ভেড়ার পক্স (Pox of Sheep/Goat) চিকিৎসা/ঔষধপত্রঃ
For a Goat (একটি ছাগলের জন্য)
Rx-
(১) Sol. Viodin 10%/Sol. Povicep/Sol. Povidine 100 ml × 1 bot
ব্যবহারের নিয়ম: আক্রান্ত স্থানে তুলা দিয়ে দিনে ২-৩ বার পরিষ্কার করতে হবে।
অথবা,
Pink Spray 60ml × ১ বোতল।
ব্যবহারের নিয়ম: আক্রান্ত স্থানে ৩-৪ বার স্প্রে করতে হবে।
(২) Inj. Salidone Vet/Inj. Diadin/Sulfasol Vet 30 ml x 2 vials
ব্যবহারের নিয়ম: ১০-১২ মি.লি শিরায়/মাংসে ১ম দিন এবং পরের দিন থেকে ৫-৬ মি.লি শিরায়/মাংসে পর পর ৩ দিন দিতে হবে।
See lessছাগলের শরীরের উপরে ক্ষত রোগের চিকিৎসা/ঔষধ কি?
ছাগলের রোগ: শরীরের উপরে ক্ষত (External Womund on Body) চিকিৎসা/ঔষধপত্রঃ For a Calf/Goat (একটি বাছুর/ছাগলের জন্য) Rx- (১) Inj. Renacin/Inj. Astavet/Inj. Niravet/Inj. Antihistavet 10 ml x 1 vial ব্যবহারের নিয়ম: ২-৩ মি.লি মাংসপেশীতে পর পর ৩-৫ দিন দিতে হবে। (২) Powder Sumid-Vet/Sulpha-Vet/NilamiRead more
ছাগলের রোগ: শরীরের উপরে ক্ষত (External Womund on Body) চিকিৎসা/ঔষধপত্রঃ
For a Calf/Goat (একটি বাছুর/ছাগলের জন্য)
Rx-
(১) Inj. Renacin/Inj. Astavet/Inj. Niravet/Inj. Antihistavet 10 ml x 1 vial
ব্যবহারের নিয়ম: ২-৩ মি.লি মাংসপেশীতে পর পর ৩-৫ দিন দিতে হবে।
(২) Powder Sumid-Vet/Sulpha-Vet/Nilamide 10 gm
অথবা,
Tab. Renamycin/Tab. Oxyvet/Tab. Vetomycin Bolus Dust
ব্যবহারের নিয়ম: আক্রান্ত স্থান Antiseptic ঔষধ দ্বারা ধুয়ে Somidvet Powder or Renamycin Tab, গুঁড়া করে আক্রান্ত স্থানে লাগাতে হবে ভাল না হওয়া পর্যন্ত।
(৩) Inj. Strepto-P/Inj. Streptopen 0.5 gm/Inj. SP Vet 0.5 gm/Inj. Penstrep-G 0.5 gm x 5 vials
ব্যবহারের নিয়ম: ১ ভায়াল ঔষধ ৫ মি.লি বিশুদ্ধ পানির সঙ্গে মিশিয়ে দিনে একবার করে মোট ৫টি ইঞ্জেকশন মাংসপেশীতে দিতে হবে।
See lessছাগলের চোখে প্রদাহ রোগের চিকিৎসা/ঔষধ কি?
ছাগলের রোগ: চোখ প্রদাহ (Conjuntivitis) চিকিৎসা/ঔষধপত্রঃ For a Nanny/She Goat (একটি ছাগীর জন্য) Rx- (১) Opsophenicol Eye Drop 5 ml/Eye Drop. A-Phenicol Chloramex Eye Drops/Ocutrex Eye Drops × 1 tube ব্যবহারের নিয়ম: ৩-৪ ফোঁটা করে দিনে ৩-৪ বার করে মোট ৫-৭ দিন। অথবা, Boric Solution 3% ব্যবহারের নিয়ম:Read more
ছাগলের রোগ: চোখ প্রদাহ (Conjuntivitis) চিকিৎসা/ঔষধপত্রঃ
For a Nanny/She Goat (একটি ছাগীর জন্য)
Rx-
(১) Opsophenicol Eye Drop 5 ml/Eye Drop. A-Phenicol Chloramex Eye Drops/Ocutrex Eye Drops × 1 tube
ব্যবহারের নিয়ম: ৩-৪ ফোঁটা করে দিনে ৩-৪ বার করে মোট ৫-৭ দিন।
অথবা,
Boric Solution 3%
ব্যবহারের নিয়ম: আক্রান্ত স্থানে দিনে ২ বার উক্ত ঔষধ মোট ৭ দিন চোখে দিতে হবে।
(২) Inj. Salidone Vet/Inj. Diadin/Sulfasol Vet 30 ml × 6 vials
ব্যবহারের নিয়ম: ৫০ মি.লি শিরায়/মাংসে ১ম দিন এবং পরের দিন থেকে ৩০-৪০ মি.লি শিরায়/মাংসে পর পর ৩ দিন দিতে হবে।
Or,
Inj. Strepto-P 0.5 gm/SP-Vet 0.5 gm/Inj. Penstrep-G 0.5 gm x 5 vials
ব্যবহারের নিয়ম: ১ ভায়াল ইঞ্জেকশন ৫ মি.লি বিশুদ্ধ পানির সঙ্গে মিশিয়ে মাংসপেশীতে পর পর ৫ দিন দিতে হবে।
See less