Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people’s questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people’s questions & connect with other people.
আপনার পাসওয়ার্ড ভুলেগেছেন? তাহলে আপনার ইমেইল এড্রেসটি লিখুন।প্রথমত, একটি কনফার্মেশন লিঙ্ক সহ ইমেইল যাবে উক্ত লিঙ্কে ক্লিক করে কনফার্ম করতে হবে।দ্বিতীয়ত, আরও একটা মেইল যাবে, যেখানে আপনার নতুন পাসওয়ার্ড উল্লেখ করা থাকবে, সেই পাসওয়ার্ড ব্যবহার করে আপনি লগিন করতে পারবেন।(বিঃদ্রঃ আপনার ইনবক্সে মেইল না পৌঁছালে স্প্যাম ফোল্ডার চেক করুন)
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
এনেছি আমার শত জনমের প্রেম, ছায়ছবির এই গানটির লিরিক্স কী?
এনেছি আমার শত জনমের প্রেম, ছায়ছবির এই গানটির লিরিক্স নিম্নরূপ- এনেছি আমার শত জনমের প্রেম আঁখি জলে গাঁথা মালা ;ওগো সুদূরিকা, আজ ও কি হবে না শেষ তোমারে চাওয়ার পালা।। এনেছি আমার শত জনমের প্রেম আঁখি জলে গাঁথা মালা। স্বপনে আমার সাথীহারা রাতে, স্বপনে আমার সাথীহারা রাতে, পেয়েছি তোমায় পলকে হারাতে তোমারেRead more
এনেছি আমার শত জনমের প্রেম, ছায়ছবির এই গানটির লিরিক্স নিম্নরূপ-
এনেছি আমার শত জনমের প্রেম
See lessআঁখি জলে গাঁথা মালা ;ওগো সুদূরিকা,
আজ ও কি হবে না শেষ তোমারে চাওয়ার পালা।।
এনেছি আমার শত জনমের প্রেম
আঁখি জলে গাঁথা মালা।
স্বপনে আমার সাথীহারা রাতে,
স্বপনে আমার সাথীহারা রাতে,
পেয়েছি তোমায় পলকে হারাতে
তোমারে খুঁজিতে যে দীপ জ্বেলেছি হায়
বিফলে সে দীপ জ্বালা।।
তোমারে চাওয়ার ও পালা।
এনেছি আমার শত জনমের প্রেম
আঁখি জলে গাঁথা মালা ;ওগো সুদূরিকা,
আজ ও কি হবে না শেষ তোমারে চাওয়ার পালা।।
মনে মনে তবু স্বপন বাসর গড়ি,
এনেছি হৃদয় মিলনের গানে ভরি।
মনে মনে তবু স্বপন বাসর গড়ি,
এনেছি হৃদয় মিলনের গানে ভরি।
দূরে আছ তুমি তবু দূরে নহ,
স্মরণ সুধায় ভরেছ বিরহ
প্রেম যেন তব সুদূর গগন হতে,
চাঁদের জোছনা ঢালা।।
তোমারে চাওয়ার ও পালা।
এনেছি আমার শত জনমের প্রেম
আঁখি জলে গাঁথা মালা ;ওগো সুদূরিকা,
আজ ও কি হবে না শেষ তোমারে চাওয়ার পালা।।
এতো কষ্ট মেনে নেয়া যায় না। গানটির লিরিক্স কী?
এতো কষ্ট মেনে নেয়া যায় না, গানটির লিরিক্স নিম্নরূপ- এতো কষ্ট মেনে নেয়া যায় না। মেনে নেয়া যায় না। আমি যতোটা না ভুল করেছি। তারো অনেক বেশি কেঁদেছি। তবু করোনি ক্ষমা, তুমি করোনি ক্ষমা। নিষ্ঠুর প্রিয়তমা। সুখ নেই জীবনে আমার, আছে শুধু দীর্ঘশ্বাস। তুমি নেই তাই হৃদয়ে দুঃখ করে বসবাস। আমি এতোটা কি দোষ কRead more
এতো কষ্ট মেনে নেয়া যায় না, গানটির লিরিক্স নিম্নরূপ-
এতো কষ্ট মেনে নেয়া যায় না।
See lessমেনে নেয়া যায় না।
আমি যতোটা না ভুল করেছি।
তারো অনেক বেশি কেঁদেছি।
তবু করোনি ক্ষমা, তুমি করোনি ক্ষমা। নিষ্ঠুর প্রিয়তমা।
সুখ নেই জীবনে আমার, আছে শুধু দীর্ঘশ্বাস।
তুমি নেই তাই হৃদয়ে দুঃখ করে বসবাস।
আমি এতোটা কি দোষ করেছি।
তোমার যতোটা আঘাত সয়েছি।
তবু করোনি ক্ষমা…..।
প্রেমহীন বুকটা আমার করে শুধু হাহাকার।
একাকী এই পৃথিবী যন্ত্রণারি কারাগার।
তোমার কি এমন ক্ষতি করেছি।
নিজে যে ক্ষতি মেনে নিয়েছি।
তবু করোনি ক্ষমা…..।
একজন সফল ব্যবসায়ী হওয়ার জন্য আপনি আমাকে কী কী পরামর্শ দিতে চান?
সফল ব্যবসায়ী হওয়ার জন্য আপনাকে পরামর্শ দেয়ার মতো বিজ্ঞ আমি এখনো হয়ে উঠিনি। বই পড়ে, পডকাস্ট শুনে, ব্লগ পড়ে, অনলাইন কোর্স করে, ইউটিউবে লেকচার দেখে আমি যা শিখেছি তাই কেবল ভাগাভাগি করতে পারি। ১। পড়ার ও শেখার মানসিকতা তৈরি করতে হবে। এটাই সবথেকে বেশি দরকার। আগে শেখার মানসিকতা তৈরি করতে হবে। তারপর প্রচুর পRead more
সফল ব্যবসায়ী হওয়ার জন্য আপনাকে পরামর্শ দেয়ার মতো বিজ্ঞ আমি এখনো হয়ে উঠিনি। বই পড়ে, পডকাস্ট শুনে, ব্লগ পড়ে, অনলাইন কোর্স করে, ইউটিউবে লেকচার দেখে আমি যা শিখেছি তাই কেবল ভাগাভাগি করতে পারি।
১। পড়ার ও শেখার মানসিকতা তৈরি করতে হবে।
এটাই সবথেকে বেশি দরকার। আগে শেখার মানসিকতা তৈরি করতে হবে। তারপর প্রচুর পরিমাণে পড়ুন। আমাদের একরকম ধারণা থাকে, গ্রাজুয়েশন শেষ মানে পড়াও শেষ। এরপর আমরা চাকরি বা ব্যবসা, যাই করি না কেন, কেউই আর পড়তে চাই নf। লাইব্রেরির পথ ভুলে বসি।
কিন্তু আরেকটু পড়লে দু-একটা স্কিল বাড়ালে যে আমরা চাকরিতে একটা প্রমোশন পেতে পারি বা ব্যবসায় আরেকটু লাভ করতে বা ব্যবসাটা বড় করতে পারি, সেটা একবার ভাবতেও চায় নে।
পড়ার অভ্যাস তৈরি করুন। শুধু পড়লেই হবে না, যা পড়বেন তার থেকে শিখতে হবে। আপনার আগ্রহের বিষয়ের উপর-
২। শেখা বিষয়গুলো কাজে লাগান।
আপনি কতটা জানেন সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে- জ্ঞান কতটা কাজে লাগাচ্ছেন,কি অ্যাকশান নিচ্ছেন।
সারাদিন বই পড়েই যাচ্ছেন, সেমিনার থেকে সেমিনারে ঘুরে বেড়াচ্ছেন, ইউটিউবে মোটিভেশনাল ভিডিও দেখতে দেখতে মাথা খারাপ করে ফেলছেন অথচ একটাও স্টেপ নিচ্ছেন না, তাহলে ফলাফল কিন্তু যেই লাউ সেই কদু। আপনি যেই মক্কেল ছিলেন, সেই মক্কেলই রয়ে যাবেন।
নিজের মাইন্ড সেটআপ করে নিন, এক ঘণ্টা যা পড়বেন, পরের তিন ঘণ্টা তার উপর অনেক অ্যাকশান নিবেন।
৩। ভ্যালু দিতে শিখুন।
আপনার ফলের দোকান আছে। ক্রেতা এসে আপনাকে টাকা দিচ্ছে আর আপনি ফল দিচ্ছেন।
আপনাকে ক্রেতা কেন টাকা দিচ্ছে?
আপনি তাকে ফল দিচ্ছেন বলে?
একদমই না। ক্রেতা আপনাকে টাকা দিচ্ছে, কারণ আপনি তাকে ভ্যালু দিচ্ছেন। ফলটা খেয়ে ক্রেতা যতটা উপকার পাবে, সেটাই আপনি তাকে ভ্যালু হিসেবে দিচ্ছেন।
জিম রন বলেছিলেন, “আমরা টাকা পায়, অপরকে ভ্যালু দেয়ার জন্য”।
আপনি স্কুল শিক্ষক হলে, পড়ানোর মাধ্যমে ভ্যালু দিচ্ছেন, আপনার মাসিক আয় ১৫ হাজার টাকা হলে—আপনি ১৫ হাজার টাকার ভ্যালু দিচ্ছেন। আমরা যে যাই করি না কেন, অপরকে যে ভ্যালু দিবো, তার বিনিময়ে আমরা টাকা পাবো।
অপরকে ভ্যালু দিতে শিখুন। কিকরে আরো বেশি ভ্যালু দিতে পারেন তা খুঁজে বের করুন। কোটিপতি হলে চাইলে, কোটি টাকার কোনো সমস্যা সমাধান করুন, কোটি টাকার ভ্যালু দিন।
যত বেশি ভ্যালু, তত বেশি অর্থ। আরো সুন্দর করে বললে, যত বেশি ভ্যালু, তত বেশি সফলতা।
৪। নিজের পিছনে বিনিয়োগ করুন।
“আপনার সেরা বিনিয়োগটা হচ্ছে আপনার নিজের উপর বিনিয়োগ” বলেছেন ওয়ারেন্ট বাফেট।
সফল হতে হলে আগে নিজের উপর বিনিয়োগ করতে শিখতে হবে।
নিজের স্বাস্থের উপর খরচ করুন। স্বাস্থ্যবান হওয়ার জন্য যা যা করা দরকার করুন, জিমে যান, পুষ্টিকর খাবার খান, প্রশিক্ষক রাখুন।
নিজের জ্ঞান বাড়াতে বই কিনুন (আশেপাশে লাইব্রেরী থাকলে, একটা কার্ড করে নিতে পারেন), সেমিনারে যান, অনলাইন কোর্স করুন, ভালো ভালো ব্লগে সাবস্ক্রাইব করুন।
সম্পর্ক ঠিক রাখতে পরিবার, বন্ধুদের সাথে নিয়মিত কিছু সময় কাটান, আত্মীয়স্বজনদের খোঁজ খবর রাখুন, নতুন নতুন মানুষের সাথে মিশুন।
বিনিয়োগ শব্দটা শুনেই আবার ভাববেন না, খুব খরচা করতে হবে। ইন্টারনেটের এই যুগে ফ্রী ম্যাটেরিয়ালসের সৎব্যবহার করেই অনেক দূর আগাইতে পারবেন।
৫। মেন্টর।
আপনি কার থেকে শিখছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ।
আপনার সফল হতে এক বছর লাগবে নাকি দশ বছর লাগবে, তা নির্ধারণ করে দেয় আপনাকে কে মেন্টরিং করছে।
“অল গ্রেট পিপল ওয়্যার গ্রেট ফলোয়ার” অর্থ্যাৎ আগে ফলোয়ার হতে হবে। আপনার কর্মক্ষেত্রে যাকে সফল মনে করেন, যার মতো হতে চান, তাকে মেন্টর করে নিন (এতো বড় সফল ব্যক্তি আপনাকে মেন্টরিং করবে কিনা, এই নিয়ে ভেবে সময় নষ্ট করবেন না। ভয় না করে তাকে গিয়ে বলে ফেলুন। সফল ব্যাক্তিরা অন্যকে শেখানোর মানসিকতা রাখে, আপনি বললেই হয়তো দেখবেন লোকটা আপনাকে শেখাতে রাজী হবে)।
তার প্রতিটা স্টেপ অনুসরণ করতে থাকুন, একদিন আপনিও তার মতো সফল হয়ে উঠবেন (একজন ভালো মেন্টর চাইবে আপনি তাকেও ছাড়িয়ে যান, আপনাকে সেভাবেই শেখাবে)।
See lessএকজন নৃত্যশিল্পী ঘূর্ণনের সময় দুই হাত গুটিয়ে রাখে কেন?
একজন নৃত্যশিল্পী নাচার সময় হঠাৎ করে তার ঘূর্ণন বেগ বৃদ্ধির প্রয়োজন হতে পারে। তখন সে দুই হাত গুটিয়ে নেয়। এতে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে দেহের জড়তার ভ্রামক কমে যাওয়ায় কৌণিক ভর বেগের সংরক্ষণ সূত্র অনুসারে তার দেহের কৌণিক বেগ বৃদ্ধি পায়।
একজন নৃত্যশিল্পী নাচার সময় হঠাৎ করে তার ঘূর্ণন বেগ বৃদ্ধির প্রয়োজন হতে পারে। তখন সে দুই হাত গুটিয়ে নেয়। এতে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে দেহের জড়তার ভ্রামক কমে যাওয়ায় কৌণিক ভর বেগের সংরক্ষণ সূত্র অনুসারে তার দেহের কৌণিক বেগ বৃদ্ধি পায়।
See lessউড়তে উড়তে কোন পাখি ঘুমায়?
ফ্রিগেট বার্ড নামের সামুদ্রিক পাখি উড়তে উড়তে ঘুমায়। এই পাখি দুই পাখা মেলে ধরলে বিস্তার ছয়ফুট পর্যন্ত হয়। এরা মেঘের উপর দিয়ে সপ্তাহের পর সপ্তাহ একটানা উড়ে বেড়াতে পারে। এই উড়ন্ত অবস্থাতেই এরা ঘুমিয়ে নেয়। কীভাবে তা সম্ভব? এই পাখিগুলো এক চোখ খোলা রেখে ঘুমায়! এই বছরের শুরুতে Max Planck Institute for OrniRead more
ফ্রিগেট বার্ড নামের সামুদ্রিক পাখি উড়তে উড়তে ঘুমায়। এই পাখি দুই পাখা মেলে ধরলে বিস্তার ছয়ফুট পর্যন্ত হয়। এরা মেঘের উপর দিয়ে সপ্তাহের পর সপ্তাহ একটানা উড়ে বেড়াতে পারে। এই উড়ন্ত অবস্থাতেই এরা ঘুমিয়ে নেয়। কীভাবে তা সম্ভব?
এই পাখিগুলো এক চোখ খোলা রেখে ঘুমায়! এই বছরের শুরুতে Max Planck Institute for Ornithology এর গবেষকগণ বেশ কিছু ফ্রিগেট বার্ডকে মস্তিষ্কের তরঙ্গ মাপার জন্য ছোট EEG ডিভাইস যুক্ত করে দিয়েছিলাম যেগুলো দূর থেকে গবেষনাগারে সংকেত প্রেরণ করত। দশটি তথ্য সংগ্রহ করে তাঁরা সংযোগ বিচ্ছিন্ন করে দেন এবং তথ্য পর্যালোচনা শুরু করেন। তাঁরা লক্ষ্য করেন এই ১০ দিনে পাখিটি একটানা উড়ে ৩০০০ কিলোমিটার পথ অতিক্রম করেছে।
এই ফলাফল বিষ্ময়কর। এখান থেকে দেখা যায় ফ্রিগেট বার্ড বাতাসেই উড়ন্ত অবস্থায় ঘুমায় এবং স্বল্প ব্যবধানে মস্তিষ্কে বিশ্রাম দেয়। মস্তিষ্কের একটি গোলার্ধ বিশ্রামরত থাকলেও অন্যগোলার্ধ তখন সক্রিয় থাকে। অন্যভাষায় বলতে গেলে, তারা উড়ন্ত অবস্থাতেই একচোখ খোলা রেখে ঘুমায়। এই চোখটি মস্তিষ্কের জাগ্রত গোলার্ধের সাথে যুক্ত। গবেষকদের মতে তারা একচোখ খোলা রাখে যেন বুঝতে পারে কোন পথে উড়ে যাচ্ছে। এর ফলে তারা একে অন্যের গায়ের উপর এসে পড়ে না।
তবে শুধু ফ্রিগেড বার্ডই যে এভাবে ঘুমায় তা নয়। ডলফিনও এই পদ্ধতিতে ঘুমায়। ডলফিনের মস্তিষ্কের বাম পাশ ঘুমালেও ডানপাশ তখন সক্রিয় থাকে এবং পরিবেশের প্রতি লক্ষ্য রাখে। আর ডানপাশের সাথে যুক্ত বামচোখ এবং তাই বামচোখ সক্রিয় থাকলে মস্তিষ্কের ডান গোলার্ধ জেগে থাকে।
আমাদের মানুষের মাঝেও এইধরনের প্রবণতা আছে। গবেষকগণ ঘুমানোর সময় আমাদের ডান ও বামপাশের সক্রিয় অংশে পার্থক্য লক্ষ্য করেছেন। তবে এটি ফ্রিগেট বার্ড বা ডলফিনের মতো সম্পূর্ণ নয়। অর্থাৎ মানুষের ক্ষেত্রে ঘুমের সময় কোনো একপাশ পুরোপুরি বন্ধ বা পুরোপুরি সজাগ থাকে না। বরং একধরনের অপ্রতিসাম্য দেখা যায়। এটা বিশেষ করে কারো কোনো রাতে ঘুমের ব্যাঘাত ঘটলে দেখা যায়। নতুন কোনো জায়গায় গেলে প্রথম রাতে ঘুম আসতে চায় না। এটাকে First night effect বলা হয়। এই রকম সময় ঘুমের মাঝে মস্তিষ্কের একটি গোলার্ধ অপেক্ষাকৃত সজাগ থেকে নতুন পরিবেশের অপরিচিত শব্দ ইত্যাদির প্রতি নজর রাখে।
See lessউড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি?
উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম হলো- ট্যাকোমিটার।
উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম হলো- ট্যাকোমিটার।
See lessইঞ্জিনে সুপার চার্জার কেন ব্যবহার করা হয়? সুপার চার্জার এর কাজ কী?
ইঞ্জিনে সুপার চার্জার এর কাজ হলো- ইঞ্জিনের Volumetric Efficiency বৃদ্ধির জন্য, বায়ুমন্ডলীয় চাপের চেয়ে অধিক চাপে সিলিন্ডারে বাতাস প্রবেশ করানো।
ইঞ্জিনে সুপার চার্জার এর কাজ হলো- ইঞ্জিনের Volumetric Efficiency বৃদ্ধির জন্য, বায়ুমন্ডলীয় চাপের চেয়ে অধিক চাপে সিলিন্ডারে বাতাস প্রবেশ করানো।
See lessইঞ্জিনে কেন সাদা ধোঁয়া উৎপন্ন হয়?
ইঞ্জিনে সাদা ধোঁয়া উৎপন্ন হওয়ার কারণ সমূহ হলো- Combustion Chamber এ পানি প্রবেশ করলে। Fuel Contamination হলে। Engine Temperature মাত্রাতিরিক্ত হলে। Fuel Injection Timing Advanced হলে।
ইঞ্জিনে সাদা ধোঁয়া উৎপন্ন হওয়ার কারণ সমূহ হলো-
- Combustion Chamber এ পানি প্রবেশ করলে।
- Fuel Contamination হলে।
- Engine Temperature মাত্রাতিরিক্ত হলে।
- Fuel Injection Timing Advanced হলে।
See lessইঞ্জিনের সি সি বলতে কি বোঝায়?
ইঞ্জিনের সি সি: ইঞ্জিনের সিসিকে পিষ্টন ডিসপ্লেসমেন্ট বলা হয়,অথবা ভলিউম ডিসপ্লেড অফ পিষ্টন। সহজভাবে, একটা পিষ্টন যে জায়গাটাতে ওঠানামা করে তার পুরো জায়গাটাকে সিসি বলে। ইঞ্জিনের সি সি বের করার নিময়: Bore (mm) × Bore (mm) × Stroke (mm) × 3.1416″/4 = Engine cc (এটা হলো একটা সিলিন্ডারের ক্ষেত্রে)।
ইঞ্জিনের সি সি: ইঞ্জিনের সিসিকে পিষ্টন ডিসপ্লেসমেন্ট বলা হয়,অথবা ভলিউম ডিসপ্লেড অফ পিষ্টন।
সহজভাবে, একটা পিষ্টন যে জায়গাটাতে ওঠানামা করে তার পুরো জায়গাটাকে সিসি বলে।
ইঞ্জিনের সি সি বের করার নিময়: Bore (mm) × Bore (mm) × Stroke (mm) × 3.1416″/4 = Engine cc (এটা হলো একটা সিলিন্ডারের ক্ষেত্রে)।
ইঞ্জিনের পাওয়ার কি?
ইঞ্জিনের পাওয়ার: একক সময়ে ইঞ্জিন সিলিন্ডারের অভ্যান্তরে উৎপাদিত কাজকে ক্ষমতা (POWER) বলে৷ আবার কাজ করার হারকে ক্ষমতা (POWER) বলে৷ ক্ষমতার একক ওয়াট (WATT)৷ ইঞ্জিনের ক্ষমতা নিভর করে টর্কের উপর।
ইঞ্জিনের পাওয়ার: একক সময়ে ইঞ্জিন সিলিন্ডারের অভ্যান্তরে উৎপাদিত কাজকে ক্ষমতা (POWER) বলে৷ আবার কাজ করার হারকে ক্ষমতা (POWER) বলে৷ ক্ষমতার একক ওয়াট (WATT)৷ ইঞ্জিনের ক্ষমতা নিভর করে টর্কের উপর।
See less