Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people’s questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people’s questions & connect with other people.
আপনার পাসওয়ার্ড ভুলেগেছেন? তাহলে আপনার ইমেইল এড্রেসটি লিখুন।প্রথমত, একটি কনফার্মেশন লিঙ্ক সহ ইমেইল যাবে উক্ত লিঙ্কে ক্লিক করে কনফার্ম করতে হবে।দ্বিতীয়ত, আরও একটা মেইল যাবে, যেখানে আপনার নতুন পাসওয়ার্ড উল্লেখ করা থাকবে, সেই পাসওয়ার্ড ব্যবহার করে আপনি লগিন করতে পারবেন।(বিঃদ্রঃ আপনার ইনবক্সে মেইল না পৌঁছালে স্প্যাম ফোল্ডার চেক করুন)
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
গরুর গোলকৃমির ঔষধের নাম কি?
গোলকৃমি মুক্ত করতে নিচের যে কোন একটি ওষুধ ব্যবহার করা যায়- মেনাফেং পাউডার = ১ প্যাকেট ১টি গরুর জন্য। অথবা, নেমাফেক্স বড়ি = ৩টি বড়ি একটি পূর্ণ বয়স্ক গরুর জন্য = ২টি বড়ি মাঝারি ও ছোট বাছুরের জন্য। অথবা, কোপেন পাউডার = ১টি প্যাকেট একটি গরুর জন্য। অথবা, রিনটাল পাউডার = ৭.৫ মি. গ্রাম প্রতি কেজি দৈহিকRead more
গোলকৃমি মুক্ত করতে নিচের যে কোন একটি ওষুধ ব্যবহার করা যায়-
মেনাফেং পাউডার = ১ প্যাকেট ১টি গরুর জন্য।
অথবা, নেমাফেক্স বড়ি = ৩টি বড়ি একটি পূর্ণ বয়স্ক গরুর জন্য = ২টি বড়ি মাঝারি ও ছোট বাছুরের জন্য।
অথবা, কোপেন পাউডার = ১টি প্যাকেট একটি গরুর জন্য।
অথবা, রিনটাল পাউডার = ৭.৫ মি. গ্রাম প্রতি কেজি দৈহিক ওজনের জন্য।
See lessমোটাতাজাকরণের জন্য কেমন গরু নির্বাচন করা উত্তম?
মোটাতাজাকরণ কর্মসূচির জন্য গরু ক্রয়ের সময় প্রথম দুটি বিবেচ্য বিষয় হলো বয়স ও শারীরিক গঠন। (ক) বয়স নির্ধারণ: মোটাতাজা করার জন্য সাধারণত ২ থেকে ৫ বছর বয়সী গরু কেনা যেতে পারে, তবে ৩ বছরের বয়সী গরু হলে ভালো ৷ ষাঁড়, বলদ, গর্ভধারণে অক্ষম গাভী অথবা উঠতি বয়সের ষাঁড় বাছুর বেছে নেওয়া যেতে পারে। (খ)Read more
মোটাতাজাকরণ কর্মসূচির জন্য গরু ক্রয়ের সময় প্রথম দুটি বিবেচ্য বিষয় হলো বয়স ও শারীরিক গঠন।
(ক) বয়স নির্ধারণ: মোটাতাজা করার জন্য সাধারণত ২ থেকে ৫ বছর বয়সী গরু কেনা যেতে পারে, তবে ৩ বছরের বয়সী গরু হলে ভালো ৷ ষাঁড়, বলদ, গর্ভধারণে অক্ষম গাভী অথবা উঠতি বয়সের ষাঁড় বাছুর বেছে নেওয়া যেতে পারে।
(খ) শারীরিক গঠন: মোটাতাজাকরণে ব্যবহৃত গরুর দৈহিক গঠন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য নিম্নলিখিত বিষয়গুলো মনে রেখে গরু নির্বাচন করা জরুরি।
- শরীরের হাড়গুলো আনুপাতিকহারে মোটা, মাথাটা চওড়া, ঘাড় চওড়া এবং খাটো।
- পাগুলো খাটো এবং সোজাসুজিভাবে শরীরের সাথে যুক্ত।
- পিছনের অংশ ও পিঠ চওড়া এবং লোম খাটে ও মিলানো।
- গরু অপুষ্ট ও দুর্বল কিন্তু রোগা নয়।
- দেহ হবে বর্গাকার।
- গায়ের চামড়া হবে ঢিলা (দুই আঙ্গুল দিয়ে ধরে টান দিয়ে দেখতে হবে)।
- গায়ের রং লাল বা কালো হলে ভালো দাম পাওয়া যায়। এ দুটি রং বেশ আকর্ষণীয় ।
- বুকের বেড় ৫০ থেকে ৬০ ইঞ্চি।
See lessগরুর বাছুরের বয়স কত দিন হলে খাবার/খাদ্য খাওয়ানো যায়?
বাছুরের বয়স ২ সপ্তাহ হলে দুধের সাথে কঁচি ঘাস, চিকন খড় এবং দানাদার খাদ্য খাওয়ানোর অভ্যাস করতে হয়।
বাছুরের বয়স ২ সপ্তাহ হলে দুধের সাথে কঁচি ঘাস, চিকন খড় এবং দানাদার খাদ্য খাওয়ানোর অভ্যাস করতে হয়।
See lessপ্রজননক্ষম ষাঁড়ের যত্ন নিব কিভাবে?
প্রজননের জন্য ষাঁড়ের বাচ্চা অবস্থা থেকে সঠিকভাবে যত্ন নিতে হয়। ষাঁড়ের শারীরিক সুস্থতা বীজের বা সিমেনে গুণাগুণ পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই বাছাইয়ের পর সাধারণত প্রজনন ষাঁড় নির্বাচন করা হয়। প্রজনন ষাঁড়ের যত্নের ব্যাপারে বিবেচ্য বিষয়গুলো হলো: উপযুক্ত পরিমাণ ভিটামিন ও খনিজ পদার্থ সরবরাহ করতে হবে। কোRead more
প্রজননের জন্য ষাঁড়ের বাচ্চা অবস্থা থেকে সঠিকভাবে যত্ন নিতে হয়। ষাঁড়ের শারীরিক সুস্থতা বীজের বা সিমেনে গুণাগুণ পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই বাছাইয়ের পর সাধারণত প্রজনন ষাঁড় নির্বাচন করা হয়। প্রজনন ষাঁড়ের যত্নের ব্যাপারে বিবেচ্য বিষয়গুলো হলো:
- উপযুক্ত পরিমাণ ভিটামিন ও খনিজ পদার্থ সরবরাহ করতে হবে।
- কোন রোগ দেখা দিলে সংগে সংগে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
- স্বাস্থ্যসম্মত বিধি ব্যবস্থা অবশ্যই মেনে চলতে হবে।
- প্রতি ১০০ কেজি ওজনের জন্য দৈনিক ১.৫-২ কেজি সুষম দানাদার খাদ্য ও ৩-৪ কেজি কাঁচা ঘাস দিতে হবে।
- সপ্তাহে ২ বারের বেশি বীজ বা সিমেন সংগ্রহ করা যাবে না।
- প্রত্যেকটি ষাঁড়কে পরিষ্কার পরিচ্ছন্ন আলাদা ঘরে রাখতে হবে।
- পরিমাণ মত সুষম খাদ্য দিতে হবে।
- নিয়মিত প্রতিষেধক টীকা দিতে হবে।
See lessগাভীর দুধজ্বর কখন ও কেন হয়?
বাচ্চা প্রসবের পর গাভীতে দুধজ্বর ও ওলান প্রদাহ এ দুটি রোগ দেখা দিতে পারে। দুধজ্বর অপুষ্টিজনিত রোগ। দুধের সাথে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বের হওয়ার ফলে এ রোগ হয়।
বাচ্চা প্রসবের পর গাভীতে দুধজ্বর ও ওলান প্রদাহ এ দুটি রোগ দেখা দিতে পারে। দুধজ্বর অপুষ্টিজনিত রোগ। দুধের সাথে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বের হওয়ার ফলে এ রোগ হয়।
See lessগাভীর গর্ভধারণকাল কত দিন?
গাভীর গর্ভধারণকাল গড়ে ২৮০ দিন।
গাভীর গর্ভধারণকাল গড়ে ২৮০ দিন।
See lessগর্ভবতী গাভীর লক্ষণগুলো কি কি?
গর্ভবতী গাভীর লক্ষণঃ গর্ভ ধারনের পর গাভীর দৈহিক ও প্রকৃতিগত অনেক পরিবর্তন হয়ে থাকে। এই পরিবর্তন অবশ্য সকল পশুতে সমভাবে দেখা যায় না। তবে গর্ভ ধরনের ৩ মাস পর লক্ষণগুলো প্রকাশ পেতে থাকে। গর্ভ ধারনের লক্ষণ দুই ভাবে প্রকাশ পায় ১। বাহ্যিক ২ । আভ্যন্তরীণ। গর্ভবতী গাভীর প্রধান বাহ্যিক পরিবর্তনগুলো হলো- ১Read more
গর্ভবতী গাভীর লক্ষণঃ
গর্ভ ধারনের পর গাভীর দৈহিক ও প্রকৃতিগত অনেক পরিবর্তন হয়ে থাকে। এই পরিবর্তন অবশ্য সকল পশুতে সমভাবে দেখা যায় না। তবে গর্ভ ধরনের ৩ মাস পর লক্ষণগুলো প্রকাশ পেতে থাকে। গর্ভ ধারনের লক্ষণ দুই ভাবে প্রকাশ পায় ১। বাহ্যিক ২ । আভ্যন্তরীণ।
গর্ভবতী গাভীর প্রধান বাহ্যিক পরিবর্তনগুলো হলো-
১। বাহ্যিক লক্ষণ:
-পশুর পেট ক্রমশ বড় হতে থাকবে।
-গর্ভবতী হলে বকনা বা গাভীর ঋতুচক্র বন্ধ হয়ে যাবে, পশু ডাকে আসবে না।
-গাভীর দুধ উৎপাদন আস্তে আস্তে কমতে থাকবে।
-গর্ভকালের শেষ দিকে ওলান আস্তে আস্তে বড় হবে।
২। আভ্যন্তরীণ লক্ষণ:
-গর্ভ পরীক্ষায় বাচ্চার অবস্থান বুঝা যায়।
-বাচ্চার বৃদ্ধির সাথে সাথে জরায়ু বেড়ে সম্মুখে ও নিচের দিকে প্রসাবিত হয়।
-জরায়ু মুখ বন্ধ হয়ে যায়।
See lessগাভী হিটে আসার লক্ষণ কি?
গাভী হিটে আসার লক্ষণগুলো হলো- পশু অন্য পশুর উপর উঠতে চায় এবং অন্য পশুকে নিজের উপর উঠতে দেয়। গাভীর যোনীমুখ ফুলে যায় এবং লাল দেখায়। যোনীমুখ থেকে পরিষ্কার স্বচ্ছ আঠালো শ্লেষা বের হয় এবং লেজের গোড়ায় ও পেছনে তা লেগে থাকে। গাভীর অস্থিরতা বাড়বে, ঘন ঘন ডাকবে। ঘন ঘন প্রস্রাব করবে, দুধ কমে যাবে। গাভীরRead more
গাভী হিটে আসার লক্ষণগুলো হলো-
- পশু অন্য পশুর উপর উঠতে চায় এবং অন্য পশুকে নিজের উপর উঠতে দেয়।
- গাভীর যোনীমুখ ফুলে যায় এবং লাল দেখায়। যোনীমুখ থেকে পরিষ্কার স্বচ্ছ আঠালো শ্লেষা বের হয় এবং লেজের গোড়ায় ও পেছনে তা লেগে থাকে।
- গাভীর অস্থিরতা বাড়বে, ঘন ঘন ডাকবে।
- ঘন ঘন প্রস্রাব করবে, দুধ কমে যাবে।
- গাভীর খাওয়া কমে যায়।
See lessগাভীর বাচ্চা হতে কত দিন লাগে? বা প্রজনননের কত দিন পর গাভী বাচ্চা প্রসব করে?
প্রজননের ২৮০ দিন (কম বেশি ১০ দিন) পর গাভী বাচ্চা প্রসব করে। বাচ্চা দেওয়ার ৬০ দিন পর পুনরায় ডাকলে গাভীকে প্রজনন করতে হয়। তবে ৯০ দিন পার হওয়ার পরও গাভী না ডাকলে ডাক্তারের পরামর্শ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হয়।
প্রজননের ২৮০ দিন (কম বেশি ১০ দিন) পর গাভী বাচ্চা প্রসব করে। বাচ্চা দেওয়ার ৬০ দিন পর পুনরায় ডাকলে গাভীকে প্রজনন করতে হয়। তবে ৯০ দিন পার হওয়ার পরও গাভী না ডাকলে ডাক্তারের পরামর্শ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হয়।
See lessবকনা (মেয়ে গরু) কত বছর বয়সে প্রজনন উপযুক্ত হয়?
একটি দেশী বকনা দুই থেকে আড়াই বছর বয়সে প্রথম প্রজননের উপযুক্ত হয়। সংকর (ক্রস) জাতের বকনা দেড় থেকে দুই বৎস বয়সে প্রজননের জন্য প্রথম উপযুক্ত হয়।
একটি দেশী বকনা দুই থেকে আড়াই বছর বয়সে প্রথম প্রজননের উপযুক্ত হয়। সংকর (ক্রস) জাতের বকনা দেড় থেকে দুই বৎস বয়সে প্রজননের জন্য প্রথম উপযুক্ত হয়।
See less