কলার পাতা জ্বলসে যাওয়া হলো কলার সিগাটোকা রোগ। এ রোগের লক্ষণ এবং প্রতিকার নিম্নরূপ- লক্ষণ: ১. প্রাথমিকভাবে ৩য় বা ৪র্থ পাতায় ছোট ছোট হলুদ দাগ দেখা যায়। ২. ক্রমশ দাগগুলো বড় হয় ও বাদামি রং ধারণ করে। ৩. একাধিক দাগ বড় দাগের সৃষ্টি করে এবং পাতা পুড়ে যাওয়ার মত দেখায়। প্রতিকার: ১. পরিস্কার পরিচ্ছন্ন চাষাবাদRead more
কলার পাতা জ্বলসে যাওয়া হলো কলার সিগাটোকা রোগ।
এ রোগের লক্ষণ এবং প্রতিকার নিম্নরূপ-
লক্ষণ:
১. প্রাথমিকভাবে ৩য় বা ৪র্থ পাতায় ছোট ছোট হলুদ দাগ দেখা যায়।
২. ক্রমশ দাগগুলো বড় হয় ও বাদামি রং ধারণ করে।
৩. একাধিক দাগ বড় দাগের সৃষ্টি করে এবং পাতা পুড়ে যাওয়ার মত দেখায়।
প্রতিকার:
১. পরিস্কার পরিচ্ছন্ন চাষাবাদ ও আক্রান্ত গাছ সংগ্রহ করে পুতে ফেলা।
২. দূরত্ব বজায় রেখে চারা রোপন করা, বাগানের আশে পাশে মুড়ি গাছ না রাখা।
৩. সুষম মাত্রায় সার ব্যবহার ও শস্য পর্যায় অবলম্বন করা,পানি নিকাশের ব্যাবস্থা রাখা।
৪. আক্রান্ত গাছের সাকার ব্যাবহার না করে Tissue culture sucker ব্যাবহার।
৫. ক্যাবরিওটপ ৩ গ্রাম অথবা, টিল্ট-২৫০ ইসি ০. ৫ মিঃলি অথবা, অটোস্টিন ২ গ্রাম অথবা, পোটেন্ট ২৫০ ইসি = ১ মিলি/লিটার পানিতে মিশিয়ে ১০-১৫ দিন পর পর স্প্রে করা।
BARI এর পূর্ণ রূপ হলো- Bangladesh Agricultural Research Institute।
BARI এর পূর্ণ রূপ হলো- Bangladesh Agricultural Research Institute।
See less