পানির অপর নাম জীবন। প্রোটোপ্লাজম জীবদেহের ভৌতভিত্তি। এই প্রোটোপ্লাজমের ৯০ শতাংশই পানি। পানির পরিমাণ কমে গেলে প্রোটোপ্লাজম সংকুচিত হয়ে মরে যেতে পারে। এ ছাড়া উদ্ভিদের দেহে যত বিপাকীয় বিক্রিয়া চলে তা পানির অভাবে বন্ধ হয়ে যায়। এ কারণে পানিকে ফ্লুইড অব লাইফ বলা হয়।
পানির অপর নাম জীবন। প্রোটোপ্লাজম জীবদেহের ভৌতভিত্তি। এই প্রোটোপ্লাজমের ৯০ শতাংশই পানি। পানির পরিমাণ কমে গেলে প্রোটোপ্লাজম সংকুচিত হয়ে মরে যেতে পারে। এ ছাড়া উদ্ভিদের দেহে যত বিপাকীয় বিক্রিয়া চলে তা পানির অভাবে বন্ধ হয়ে যায়। এ কারণে পানিকে ফ্লুইড অব লাইফ বলা হয়।
See less
কোষের শক্তিঘর: শক্তি উৎপাদনের সকল কাজ মাইটোকন্ড্রিয়াতে ঘটে বলে, একে কোষের পাওয়ার বলে। মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউজ বা বলার যথেষ্ট কারণ রয়েছে। মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার কারনগুলো হলো- মাইটোকন্ড্রিয়া কোষের সমস্ত কাজের জন্য শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করে। মাইটোকন্ড্রিয়া শ্বসনের জন্যে প্রয়োজনীয় এRead more
কোষের শক্তিঘর: শক্তি উৎপাদনের সকল কাজ মাইটোকন্ড্রিয়াতে ঘটে বলে, একে কোষের পাওয়ার বলে।
মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউজ বা বলার যথেষ্ট কারণ রয়েছে।
মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার কারনগুলো হলো-
- মাইটোকন্ড্রিয়া কোষের সমস্ত কাজের জন্য শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করে।
- মাইটোকন্ড্রিয়া শ্বসনের জন্যে প্রয়োজনীয় এনজাইম, কো-এনজাইম প্রভৃতি ধারন করে।
- মাইটোকন্ড্রিয়া শ্বসনের বিভিন্ন পর্যায় যেমন- ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট, অক্সিডেটিভ ফসফোরাইলেশন সম্পন্ন করে।
- নিজস্ব DNA ও RNA তৈরী করে।
- স্নেহ বিপাকে সাহায্য করে।
See less