আগুন কি: তাপের উপস্থিতিতে কোন কিছুর সাথে অক্সিজেন এর বিক্রিয়া কে দহন বলে। এই বিক্রিয়ার সময় উত্তপন্ন শক্তি বিক্রিয়ার আশেপাশের গ্যাসকে উত্তপ্ত করে তোলে ফলে আমরা সেখানে কিছু ঘটনা দেখতে পাই যাকে আমরা আগুন বলি। আবার প্রশ্ন জাগতে পারে অক্সিজেন ছাড়া তো আগুন জ্বলে না, তাহলে সূর্যের মধ্যে এত আগুন জ্বলে কিভাRead more
আগুন কি: তাপের উপস্থিতিতে কোন কিছুর সাথে অক্সিজেন এর বিক্রিয়া কে দহন বলে। এই বিক্রিয়ার সময় উত্তপন্ন শক্তি বিক্রিয়ার আশেপাশের গ্যাসকে উত্তপ্ত করে তোলে ফলে আমরা সেখানে কিছু ঘটনা দেখতে পাই যাকে আমরা আগুন বলি।
আবার প্রশ্ন জাগতে পারে অক্সিজেন ছাড়া তো আগুন জ্বলে না, তাহলে সূর্যের মধ্যে এত আগুন জ্বলে কিভাবে? সেখানে তো অক্সিজেন নাই।
সূর্যের গ্যাসের শতকরা ৫৫ ভাগ হাইড্রোজেন, ৪৫ ভাগ হিলিয়াম।
উত্তর হলো অক্সিজেন অপরকে জ্বলতে সাহায্য করে। কিন্তু হিলিয়াম নিজে জ্বলে।
See less
তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য হলো- তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। তাপমাত্রা বস্তুর তাপীয় অবস্থা। তাপ হল শক্তির নিদর্শন। তাপমাত্রা শক্তির বহিঃপ্রকাশ। তাপ পরিমাপের যন্ত্রের নাম ক্যালরিমিটার। তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম থার্মোমিটার। তাপের একক বিটিইউ, ক্যালরি, জুল ইত্যাদি। তাRead more
তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য হলো-
- তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। তাপমাত্রা বস্তুর তাপীয় অবস্থা।
- তাপ হল শক্তির নিদর্শন। তাপমাত্রা শক্তির বহিঃপ্রকাশ।
- তাপ পরিমাপের যন্ত্রের নাম ক্যালরিমিটার। তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম থার্মোমিটার।
- তাপের একক বিটিইউ, ক্যালরি, জুল ইত্যাদি। তাপমাত্রার একক ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি
See lessফারেনহাইট, ডিগ্রি রোমার ইত্যাদি।