গাভীর লাইভ ওয়েট ৫১৯ কেজি। আজ ৫ দিন যাবৎ দানাদার খাবার খায় না। ঘাস, খড় ঠিক ই খায় শুধু দানাদার খাবার খেতে চায় না। রুচির ঔষধ খাওয়ানো হচ্ছে কিন্তু কোনো লাভ হচ্ছে না।
1. Anora DS
2. Biolact
3. Zinc
4. Stomavet
এই ঔষধ খাওয়ানো হচ্ছে। গাভীর শরীরের তাপমাত্রা ১০১.৫। প্রস্রাব, পায়খানা নরমাল।
আমার একটি গরুর এমন হয়েছিল ডের মাস আগে, ওর ওজন 120 কেজি, গরু কাঁচা সকল কিছু খায়, কিন্তু গরু দানাদার খাবার খায় না।
উপজেলা পশু চিকিৎসকের সহকারী আমার বাসায় এসেছিল, উনি আমাকে:
1. Zymovet powder
2. Vascozyme liquid
3. Vetomycin tablet
4. Mivit tablet
এই চারটি ঐষধ খায়ানোর পরামর্শ দিয়েছিলেন, গরুটিকে এগুলো খাইয়ে 3/4 দিনের মধ্যে গরু স্বাভdhক ভাবে আবার দানাদার খাওয়া শুরু করে।