Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people’s questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people’s questions & connect with other people.
আপনার পাসওয়ার্ড ভুলেগেছেন? তাহলে আপনার ইমেইল এড্রেসটি লিখুন।প্রথমত, একটি কনফার্মেশন লিঙ্ক সহ ইমেইল যাবে উক্ত লিঙ্কে ক্লিক করে কনফার্ম করতে হবে।দ্বিতীয়ত, আরও একটা মেইল যাবে, যেখানে আপনার নতুন পাসওয়ার্ড উল্লেখ করা থাকবে, সেই পাসওয়ার্ড ব্যবহার করে আপনি লগিন করতে পারবেন।(বিঃদ্রঃ আপনার ইনবক্সে মেইল না পৌঁছালে স্প্যাম ফোল্ডার চেক করুন)
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
ছাগি হিটে আসলে পাঠা দেখাতে হয় এটাই নিয়ম।কিন্তু অনেক নতুন ছাগল পালন কারি আছেন যাদের ঘর একটাই আবার এক দুই টা খাশি আছে।
খাশি থাকার দরুন আপনার ছাগি হিটে আসলে আপনি বুঝতে পারবেন বা খাশি আপনাকে বুঝতে সাহায্য করবে। তেমনি খাশি আপনার বিজ দেয়া ছাগলের বিজ ফেলে দিতেও সাহায্য করবে।
কারণ, সকালে ছাগি হিটে আসছে আপনি বিকালে পাঠা দেখালেন কিন্তু আপনার তো ঘড় একটাই আলাদা রাখার ঘড় নেই আপনি কি করবেন। রাতে সব ছাগল যখন একই ঘরে রাখবেন ছাগি তখন ও ঠাণ্ডা হয়নি অর্থাৎ খাশি ছাগিকে আবার ও তারাবে বা পিঠে উঠবে। এতে ছাগি আরো গরম হবে এতে বিজ ফেলে দেয়ার প্রবনতা বেশি বাড়বে বা ফেলে দিবে।
আপনি যদি আজ সকালে গরম হওয়া ছাগল কাল সকালে পাঠা দেখান তাহলে ছাগি বাড়িতে আনার পর ছাগিকে বাইরে বা অন্যগুলা বাইরে থাকলে ছাগিকে ঘরে সারা দিন রাখতে পারবেন। অবশ্য দুই তিন ঘন্টা দাড় করিয়ে রাখলে ভাল হয়।
এতে আপনার ছাগিকে দেয়া বিজ থেকে যাবে দ্বিতিয় বার পাঠার কাছে নেয়ার দরকার হবেনা। ছাগিকে ২৪ ঘন্টা পর বিজ দেয়ার সুবিধা হল ছাগির ডাক শেষের দিকে থাকলে বিজ ধরে ভাল।
বেশি গরম অবস্থায় পাঠা দেখালে বিজ দিলে অতিরিক্ত গরম হওয়ার দরুন বিজ ফেলে দিবে মিউকাস পরতে থাকবে।
বিজ দিলে হিসাব করে দিন যাদের পাঠা আছে তাদের এ সমস্যা হবেনা সকাল বিকাল বিজ দিতে পারবেন।
-AH Goat farm