ষাঁড় গরুর যৌন উত্তেজনা কমানোর জন্য, কি কি ঔষধ প্রয়োগ করা যেতে পারে?
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people’s questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people’s questions & connect with other people.
আপনার পাসওয়ার্ড ভুলেগেছেন? তাহলে আপনার ইমেইল এড্রেসটি লিখুন।প্রথমত, একটি কনফার্মেশন লিঙ্ক সহ ইমেইল যাবে উক্ত লিঙ্কে ক্লিক করে কনফার্ম করতে হবে।দ্বিতীয়ত, আরও একটা মেইল যাবে, যেখানে আপনার নতুন পাসওয়ার্ড উল্লেখ করা থাকবে, সেই পাসওয়ার্ড ব্যবহার করে আপনি লগিন করতে পারবেন।(বিঃদ্রঃ আপনার ইনবক্সে মেইল না পৌঁছালে স্প্যাম ফোল্ডার চেক করুন)
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
এটি তো কোন রোগ নয় এটি প্রাকৃতিক ও স্বাভবিক পক্রিয়া। বরং যে গরু নিয়মিত বীর্যপাত করে এটি তার সুস্থতাকে নির্দেশ করে। তার খাদ্য ও পুষ্টি ঠিক আছে। পুষ্টি হীনতায় ভোগা দূর্বল গরু বীর্যপাত নিয়মিত হয় না।
ষাঁড় গরুর যৌন উত্তেজনা কমানোর জন্য, কোন ঔষধ প্রয়োগ করার প্রয়োজন নেই।
আপনি এটি নিয়ে কোন চিন্তা করবেন না। এখানে হস্তখেপ করার দরকার নেই। বরং আপনি নিম্নক্ত বিষয়ে গুরুত্ব দিন।
10 টি ষাঁড় গরু পালনের পদ্ধতি/ষাঁড় গরু পালন এর নিয়ম:
কারণ ষাঁড় গরু পালন করতে খাদ্য,মিনারেলস,জীবানুমুক্ত পরিবেশ,কৃমিনাশক,মশামাছি মুক্ত সহ কিছু বিষয়ের দিকে গুরুত্ব দিতে হবে। নীচের বিষয় গুলো খেয়াল করুন ও পদক্ষেপ নিতে হবে।
1) ষাঁড় গরুকে লিঙ্গের আগার লোম কেচি দিয়ে সাবধানে নিয়মিত পরিস্কার রাখতে হবে।
2) লিঙ্গে বা চামড়ার পরজীবীর সংক্রমন থেকে সুরক্ষার জন্য ভার্মিক প্লাস/আইভারমেকটিন গ্রুপ ইনজেকশন দিতে পারেন। গোয়াল ঘরের ফ্লোর নিয়মিত ব্লিচিং পাউডার,ফিটকিরি,পটাশ,কাপড় ধোয়ার সাবানের গুড়া এসব দিয়ে ব্রাস/ঝাড়ু দিয়ে ঘষে জীবাণুমুক্ত রাখা আবশ্যক!
3) ভিটামিন মিনারেলস লেভেল ঠিক রাখতে নিয়মিত ডিসিপি,ডিবি ও জিংক খাওয়াবেন!
4) যখন মাত্রারিক্ত বীর্যপাত করলে, এ সময় দানাদার কমিয়ে দিবেন, বেশী দানাদার খাবারে উত্তেজনা তৈরী করে।
5) সব রকমের সার ও গোবর দিয়ে চাষ করা সঠিক প্রোটিন যূুক্ত,উপযুক্ত বয়সী উন্নত জাতে কাঁচা ঘাস খাওয়াতে হবে।ঘাস খাওয়ানো ষাঁড়ের উত্তেজনা কম থাকে।
6) ষাঁড়কে বকনা বা গাভী গরুর সাথে বেধে পালন করা যাবে না।
7) নিয়মিত জীবানুনাশক যেমন পটাশ,জিপিসি 8 সেম্পু ও সাবান গুলে লিকুইড করে,নিমপাতা সিদ্ধ পানি এসব দিয়ে শীতল জলে বেশী পানি দিয়ে দিনে বেশ কয়েকবার গোসল করানো আবশ্যক!
8) তিনমাস পরপর নিয়মিত কৃমিনাশক করা করানো উত্তম। যৌন উত্তেজনায় না,বরং চামড়া ও লিঙ্গ চলাচলের চারপাশের চামড়ায় চুলকানির ফলে গরু অস্থির হয়ে এসব বীর্যপাত ঘটায়।
তাই এসময় ভার্মিক প্লাস বা এমেকটিন প্লাস প্রতি 100 কেজি ওজনের জন্য 3 সিসি দিতে হবে।আমার ষাঁড়ের বতস দুই বছর আমি নিয়মিত ভার্মিক প্লাস দেই,এখনো বীর্যপাতের কোন ঘটনা ঘটে নাই। ওজন 750-800 কেজি হবে।সুঠাম দেহ,ডেইরী খামারে গাভীর সাথে থাকে, এতেও সমস্যা হচ্ছে না।
9) উঠতি বয়সে ষাঁড় গরুর হরমোন জটিলতা দেখা দিতে পারে, এ সময় GP Bull, OX-Cool, এসব সিরাপ Fatty Bull DB Plus পাউডার/যে কোন ডিবি পাউডার, আয়ুমিন প্লাস লবন,এসিআই মিনারেলস ব্লক এসব দিয়ে সাপোর্ট দেওয়া যেতে পারে।
তবে মনে রাখবেন,দীর্ঘদিন এসব ঔষধ সেবন অপচয় ও অর্থহীন।
10) জায়গা থাকলে ছায়াযুক্ত স্থানে/মাঠে কিছু সময় হাঁটা চলার সুযোগ দেওয়া উত্তম,প্রাণি কল্যান নিশ্চিত করা যেতে পারে। এতে ষাঁড়ের মন মানসিকতা ভাল থাকবে!
নোটঃ যৌন উত্তেজনা কমাতে বেল পাতা,মায়া বড়ি/মহিলাদের জন্ম নিয়ন্ত্রন বড়ি এসব টুটকা ফাটকা ব্যবহার কোন কার্যকর বা প্রমানিত পদ্ধতি না।