রিভার্স পাওয়ার রিলে হলো একটি দিকনির্দেশক প্রতিরক্ষামূলক রিলে যা জেনারেটরকে মোটরিং এফেক্ট থেকে (বিপরীত দিকে যাওয়া) প্রতিরোধ/রক্ষা করে। এটি ব্যবহার করা হয় যেখানে জেনারেটর অন্যান্য ইউটিলিটি বা জেনারেটরের সাথে সমান্তরালে চলে। ধরুন- কয়েকটি জেনারেটর প্যারালেলে চলছে। হঠাৎ একটি জেনারেটর এর ইঞ্জিনে ত্রুটিRead more
রিভার্স পাওয়ার রিলে হলো একটি দিকনির্দেশক প্রতিরক্ষামূলক রিলে যা জেনারেটরকে মোটরিং এফেক্ট থেকে (বিপরীত দিকে যাওয়া) প্রতিরোধ/রক্ষা করে। এটি ব্যবহার করা হয় যেখানে জেনারেটর অন্যান্য ইউটিলিটি বা জেনারেটরের সাথে সমান্তরালে চলে।
ধরুন- কয়েকটি জেনারেটর প্যারালেলে চলছে। হঠাৎ একটি জেনারেটর এর ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়ে ইঞ্জিন ট্রিপ করেছে, কিন্তু সে জেনারেটরের এর ACB ট্রিপ করেনি। তখন এ অবস্থায় সেটি বাসবার থেকে পাওয়ার গ্রহন করে জেনারেটরটি মোটর হিসাবে ঘুরতে থাকবে। কোনভাবেই সে ইঞ্জিন আপনি বন্ধ করতে পারবেন না (ফুয়েল লাইন অফ করে, এমন কি ইঞ্জিনের মেইন ডিসি সাপ্লাই অফ করেও ইঞ্জিন বন্ধ করতে পারবেন না)। কারণ এটি জেনারেটর এর শক্তিতে ঘুরছে, তাঁর মানে জেনারেটরটি এখন মোটর আর ইঞ্জিন তাঁর লোড। এ অবস্থায় ACB ট্রিপ করালেই এই ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। বর্তমানে সকল কন্ট্রোল প্যানেলেই এই ব্যবস্থা থাকে, সেখানে সেট পয়েন্ট থাকে, সেই সেটিং পয়েন্ট অতিক্রম করলেই ACB ট্রিপ হয়ে যাবে। এটি সাধারণত 10% করা হয়, মানে একটি 1000kW এর জেনারেটর এর জন্য 100kW রিভার্স পাওয়ার হলেই সেই ACB স্বয়ংক্রিয় ভাবে ট্রিপ হয়ে বড় ধরনের বিপদ হতে রক্ষা করবে। এটার জন্য রিলে/পিএলসি ও একটি কন্ট্রোল সিস্টেম থাকে।
See less
পাওয়ার ত্রিভুজ: গড়, আপাত এবং সক্রিয় পাওয়ারের সাথে সংযুক্ত সমীকরণগুলো একটি সমকোণী ত্রিভুজের সাহায্যে জ্যামিতিক ভাবে প্রকাশ করা যায়, এই ত্রিভুজকে পাওয়ার ত্রিভুজ বলে।
পাওয়ার ত্রিভুজ: গড়, আপাত এবং সক্রিয় পাওয়ারের সাথে সংযুক্ত সমীকরণগুলো একটি সমকোণী ত্রিভুজের সাহায্যে জ্যামিতিক ভাবে প্রকাশ করা যায়, এই ত্রিভুজকে পাওয়ার ত্রিভুজ বলে।
See less