Home/কৃষি (পশু ও পাখি)
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people’s questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people’s questions & connect with other people.
আপনার পাসওয়ার্ড ভুলেগেছেন? তাহলে আপনার ইমেইল এড্রেসটি লিখুন।প্রথমত, একটি কনফার্মেশন লিঙ্ক সহ ইমেইল যাবে উক্ত লিঙ্কে ক্লিক করে কনফার্ম করতে হবে।দ্বিতীয়ত, আরও একটা মেইল যাবে, যেখানে আপনার নতুন পাসওয়ার্ড উল্লেখ করা থাকবে, সেই পাসওয়ার্ড ব্যবহার করে আপনি লগিন করতে পারবেন।(বিঃদ্রঃ আপনার ইনবক্সে মেইল না পৌঁছালে স্প্যাম ফোল্ডার চেক করুন।)
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
ছাগলের গিট ফুলে যাওয়া (Arthritis) রোগের চিকিৎসা/ঔষধ কি?
ছাগলের রোগ: ছাগলের গিট ফুলে যাওয়া (Arthritis of Goat) চিকিৎসা/ঔষধপত্রঃ For a Goat (একটি ছাগলের জন্য) Rx- (১) Inj. Arthrivet/Inj. Kop Vet/Inj. Ketochem Vet 10 ml × 2 vials ব্যবহারের নিয়ম: ৩ মি.লি মাংসপেশীতে পর পর ৫ দিন দিতে হবে। (২) Inj. Renamycin 10 ml/Inj. Oxytet 10 ml/Inj. Otetra Vet 10 mRead more
ছাগলের রোগ: ছাগলের গিট ফুলে যাওয়া (Arthritis of Goat) চিকিৎসা/ঔষধপত্রঃ
For a Goat (একটি ছাগলের জন্য)
Rx-
(১) Inj. Arthrivet/Inj. Kop Vet/Inj. Ketochem Vet 10 ml × 2 vials
ব্যবহারের নিয়ম: ৩ মি.লি মাংসপেশীতে পর পর ৫ দিন দিতে হবে।
(২) Inj. Renamycin 10 ml/Inj. Oxytet 10 ml/Inj. Otetra Vet 10 ml/Inj. Tetravet 10 ml x 2 vials
ব্যবহারের নিয়ম: ৩-৪ মি.লি মাংসপেশীতে পর পর ৫ দিন দিতে হবে।
(৩) Inj. Renacin Vet/Inj. Histacin Vet/Inj. Astavet/Inj. Antihistavet 10 ml x 5 vials
ব্যবহারের নিয়ম: ৫-১০ মি.লি মাংসপেশীতে পর পর ৪ দিন।
See lessছাগল/ভেড়ার পক্স রোগের চিকিৎসা/ঔষধ কি?
ছাগলের রোগ: ছাগল/ভেড়ার পক্স (Pox of Sheep/Goat) চিকিৎসা/ঔষধপত্রঃ For a Goat (একটি ছাগলের জন্য) Rx- (১) Sol. Viodin 10%/Sol. Povicep/Sol. Povidine 100 ml × 1 bot ব্যবহারের নিয়ম: আক্রান্ত স্থানে তুলা দিয়ে দিনে ২-৩ বার পরিষ্কার করতে হবে। অথবা, Pink Spray 60ml × ১ বোতল। ব্যবহারের নিয়ম: আক্রান্ত স্থাRead more
ছাগলের রোগ: ছাগল/ভেড়ার পক্স (Pox of Sheep/Goat) চিকিৎসা/ঔষধপত্রঃ
For a Goat (একটি ছাগলের জন্য)
Rx-
(১) Sol. Viodin 10%/Sol. Povicep/Sol. Povidine 100 ml × 1 bot
ব্যবহারের নিয়ম: আক্রান্ত স্থানে তুলা দিয়ে দিনে ২-৩ বার পরিষ্কার করতে হবে।
অথবা,
Pink Spray 60ml × ১ বোতল।
ব্যবহারের নিয়ম: আক্রান্ত স্থানে ৩-৪ বার স্প্রে করতে হবে।
(২) Inj. Salidone Vet/Inj. Diadin/Sulfasol Vet 30 ml x 2 vials
ব্যবহারের নিয়ম: ১০-১২ মি.লি শিরায়/মাংসে ১ম দিন এবং পরের দিন থেকে ৫-৬ মি.লি শিরায়/মাংসে পর পর ৩ দিন দিতে হবে।
See lessছাগলের শরীরের উপরে ক্ষত রোগের চিকিৎসা/ঔষধ কি?
ছাগলের রোগ: শরীরের উপরে ক্ষত (External Womund on Body) চিকিৎসা/ঔষধপত্রঃ For a Calf/Goat (একটি বাছুর/ছাগলের জন্য) Rx- (১) Inj. Renacin/Inj. Astavet/Inj. Niravet/Inj. Antihistavet 10 ml x 1 vial ব্যবহারের নিয়ম: ২-৩ মি.লি মাংসপেশীতে পর পর ৩-৫ দিন দিতে হবে। (২) Powder Sumid-Vet/Sulpha-Vet/NilamiRead more
ছাগলের রোগ: শরীরের উপরে ক্ষত (External Womund on Body) চিকিৎসা/ঔষধপত্রঃ
For a Calf/Goat (একটি বাছুর/ছাগলের জন্য)
Rx-
(১) Inj. Renacin/Inj. Astavet/Inj. Niravet/Inj. Antihistavet 10 ml x 1 vial
ব্যবহারের নিয়ম: ২-৩ মি.লি মাংসপেশীতে পর পর ৩-৫ দিন দিতে হবে।
(২) Powder Sumid-Vet/Sulpha-Vet/Nilamide 10 gm
অথবা,
Tab. Renamycin/Tab. Oxyvet/Tab. Vetomycin Bolus Dust
ব্যবহারের নিয়ম: আক্রান্ত স্থান Antiseptic ঔষধ দ্বারা ধুয়ে Somidvet Powder or Renamycin Tab, গুঁড়া করে আক্রান্ত স্থানে লাগাতে হবে ভাল না হওয়া পর্যন্ত।
(৩) Inj. Strepto-P/Inj. Streptopen 0.5 gm/Inj. SP Vet 0.5 gm/Inj. Penstrep-G 0.5 gm x 5 vials
ব্যবহারের নিয়ম: ১ ভায়াল ঔষধ ৫ মি.লি বিশুদ্ধ পানির সঙ্গে মিশিয়ে দিনে একবার করে মোট ৫টি ইঞ্জেকশন মাংসপেশীতে দিতে হবে।
See lessছাগলের চোখে প্রদাহ রোগের চিকিৎসা/ঔষধ কি?
ছাগলের রোগ: চোখ প্রদাহ (Conjuntivitis) চিকিৎসা/ঔষধপত্রঃ For a Nanny/She Goat (একটি ছাগীর জন্য) Rx- (১) Opsophenicol Eye Drop 5 ml/Eye Drop. A-Phenicol Chloramex Eye Drops/Ocutrex Eye Drops × 1 tube ব্যবহারের নিয়ম: ৩-৪ ফোঁটা করে দিনে ৩-৪ বার করে মোট ৫-৭ দিন। অথবা, Boric Solution 3% ব্যবহারের নিয়ম:Read more
ছাগলের রোগ: চোখ প্রদাহ (Conjuntivitis) চিকিৎসা/ঔষধপত্রঃ
For a Nanny/She Goat (একটি ছাগীর জন্য)
Rx-
(১) Opsophenicol Eye Drop 5 ml/Eye Drop. A-Phenicol Chloramex Eye Drops/Ocutrex Eye Drops × 1 tube
ব্যবহারের নিয়ম: ৩-৪ ফোঁটা করে দিনে ৩-৪ বার করে মোট ৫-৭ দিন।
অথবা,
Boric Solution 3%
ব্যবহারের নিয়ম: আক্রান্ত স্থানে দিনে ২ বার উক্ত ঔষধ মোট ৭ দিন চোখে দিতে হবে।
(২) Inj. Salidone Vet/Inj. Diadin/Sulfasol Vet 30 ml × 6 vials
ব্যবহারের নিয়ম: ৫০ মি.লি শিরায়/মাংসে ১ম দিন এবং পরের দিন থেকে ৩০-৪০ মি.লি শিরায়/মাংসে পর পর ৩ দিন দিতে হবে।
Or,
Inj. Strepto-P 0.5 gm/SP-Vet 0.5 gm/Inj. Penstrep-G 0.5 gm x 5 vials
ব্যবহারের নিয়ম: ১ ভায়াল ইঞ্জেকশন ৫ মি.লি বিশুদ্ধ পানির সঙ্গে মিশিয়ে মাংসপেশীতে পর পর ৫ দিন দিতে হবে।
See lessপি পি আর রোগের চিকিৎসা/ঔষধ কি?
সমস্যা: পি পি আর রোগ (PPR Disease) চিকিৎসা/ঔষধপত্রঃ For a Big Goat (একটি বড় ছাগলের জন্য) Rx- (১) Inj. Antihista-Vet/Niravet/Histacin Vet 10ml x 1 vial ব্যবহারের নিয়ম: ২ মি.লি মাংসপেশীতে পর পর ৫ দিন দিতে হবে। (২) Inj. DNS/Inj. Saloride/Inj. Dexoride/Inj. 5% Dextrose Saline x 500 ml. ব্যবহারেRead more
সমস্যা: পি পি আর রোগ (PPR Disease) চিকিৎসা/ঔষধপত্রঃ
For a Big Goat (একটি বড় ছাগলের জন্য)
Rx-
(১) Inj. Antihista-Vet/Niravet/Histacin Vet 10ml x 1 vial
ব্যবহারের নিয়ম: ২ মি.লি মাংসপেশীতে পর পর ৫ দিন দিতে হবে।
(২) Inj. DNS/Inj. Saloride/Inj. Dexoride/Inj. 5% Dextrose Saline x 500 ml.
ব্যবহারের নিয়ম: ৫০০ মি.লি ডেক্সট্রোজ স্যালাইন শিরায় দিতে হবে।
(৩) Bol. Streptosulfa/Sulpha-Plus/Sulphadin-S 5 gm x 4
ব্যবহারের নিয়ম: ½ + 0 + ½ Tab. ৪ দিন খাওয়াতে হবে।
(৪) Inj. Dimi-Vet 30 ml/Inj. Chemodin 30 ml/Inj. Diadin 30 ml/Inj. Sulfasol 30 ml x 2 vials
ব্যবহারের নিয়ম: ৮-১২ মি.লি শিরায়/মাংসে পর পর ৪-৫ দিন দিতে হবে।
See lessছাগল ভেড়ার ডায়রিয়া রোগের চিকিৎসা/ঔষধ কি?
ছাগল ও ভেড়ার ডায়রিয়া (Diarrhoea) চিকিৎসা/ঔষধপত্রঃ For a Goat & Sheep (একটি ছাগল ও ভেড়ার জন্য) Rx- টিংচার ক্যারেচু = ১২.০ গ্রাম; বিসমাথ কার্বনেট = ৬.০ গ্রাম; পালও কেওলিন = ৬.০ গ্রাম; প্রস্তুতি: মিস্ট, মিটি ৬। ব্যবহারের নিয়ম: দিনে ২ বার করে ৩ দিন সেব্য।
ছাগল ও ভেড়ার ডায়রিয়া (Diarrhoea) চিকিৎসা/ঔষধপত্রঃ
For a Goat & Sheep (একটি ছাগল ও ভেড়ার জন্য)
Rx-
টিংচার ক্যারেচু = ১২.০ গ্রাম;
বিসমাথ কার্বনেট = ৬.০ গ্রাম;
পালও কেওলিন = ৬.০ গ্রাম;
প্রস্তুতি: মিস্ট, মিটি ৬।
ব্যবহারের নিয়ম: দিনে ২ বার করে ৩ দিন সেব্য।
See lessছাগল/ভেড়ার কলিজা কৃমি বা পাকস্থলীর কৃমি বা উভয়ই রোগের চিকিৎসা/ঔষধ কি?
ছাগলের রোগ: ছাগল/ভেড়ার কলিজা কৃমি বা পাকস্থলীর কৃমি বা উভয়ই (Liver Fluke of Goat/Sheep of Stomach Worm or Both) চিকিৎসা/ঔষধপত্রঃ Rx- (১) Bol. Anorexon Vet/Bol. Grumen Vet/Bol. Anora Vet x (20) ব্যবহারের নিয়ম: ১+০+১ পর পর ৫-১০ দিন। (২) Bol. Navadex/Bol. Renadex/Bol. Duozol Vet/Bol. AntiwormRead more
ছাগলের রোগ: ছাগল/ভেড়ার কলিজা কৃমি বা পাকস্থলীর কৃমি বা উভয়ই (Liver Fluke of Goat/Sheep of Stomach Worm or Both) চিকিৎসা/ঔষধপত্রঃ
Rx-
(১) Bol. Anorexon Vet/Bol. Grumen Vet/Bol. Anora Vet x (20)
ব্যবহারের নিয়ম: ১+০+১ পর পর ৫-১০ দিন।
(২) Bol. Navadex/Bol. Renadex/Bol. Duozol Vet/Bol. Antiworm Vet 1.5 gm × (1)
ব্যবহারের নিয়ম: প্রতিটি প্রাপ্ত বয়ষ্ক ছাগল/ভেড়াকে ১টি ট্যাবলেটের ৪ ভাগের একভাগ অথবা ১টি বোলাস ৪টি ছাগল/ভেড়াকে সকালে খালি পেটে একবারে খাওয়াতে হবে। ৭-১৪ দিন পর পুনরায় দিলে অধিক কার্যকরী হয়।
See lessছাগল ও ভেড়ার ফিতাকৃমি রোগের চিকিৎসা/ঔষধ কি?
ছাগলের ও ভেড়ার ফিতাকৃমি (Tape Worm of Sheep) চিকিৎসা/ঔষধপত্রঃ For Sheep (ভেড়ার জন্য) Rx- Bol. Mensonil 1gm/Bol. Niclosam Plus 175 mg/Bol. Niclovet 75 mg ব্যবহারের নিয়ম: ১-০১৫ কেজি দৈহিক ওজনের জন্য একটি ট্যাবলেট।
ছাগলের ও ভেড়ার ফিতাকৃমি (Tape Worm of Sheep) চিকিৎসা/ঔষধপত্রঃ
For Sheep (ভেড়ার জন্য)
Rx-
Bol. Mensonil 1gm/Bol. Niclosam Plus 175 mg/Bol. Niclovet 75 mg
ব্যবহারের নিয়ম: ১-০১৫ কেজি দৈহিক ওজনের জন্য একটি ট্যাবলেট।
See lessছাগলের বাচ্চার টিটেনাস রোগের চিকিৎসা/ঔষধ কি?
ছাগলের রোগ: ছাগল ছানার টিটেনাস (Tetanus of Kid) চিকিৎসা/ঔষধপত্রঃ For a Kid ( ছাগল ছানার জন্য) Rx- (1) Inj. Renacin Vet/Inj. Histacin Vet/Inj. Astavet/Inj. Antihistavet 10ml x 5 vials ব্যবহারের নিয়ম: ৫-১০ মি.লি মাংসপেশীতে পর পর ৪ দিন। (2) Inj. Sedil/Inj. Easium 2 ml x 2 ampules ব্যবহারের নিয়Read more
ছাগলের রোগ: ছাগল ছানার টিটেনাস (Tetanus of Kid) চিকিৎসা/ঔষধপত্রঃ
For a Kid ( ছাগল ছানার জন্য)
Rx-
(1) Inj. Renacin Vet/Inj. Histacin Vet/Inj. Astavet/Inj. Antihistavet 10ml x 5 vials
ব্যবহারের নিয়ম: ৫-১০ মি.লি মাংসপেশীতে পর পর ৪ দিন।
(2) Inj. Sedil/Inj. Easium 2 ml x 2 ampules
ব্যবহারের নিয়ম: ১ অ্যাম্পুল দিনে ১ বার পর পর ২-৩ দিন দিতে হবে।
(3) Inj. Combipen 8 lac/Inj. Pronacillin 8 lac/Inj. Penbacillin 8 lac/Inj. Pronapen 8 lac × 5 vials
ব্যবহারের নিয়ম: ১ ভায়াল ইঞ্জেকশন ৪ মি.লি বিশুদ্ধ পানির সঙ্গে মিশিয়ে মাংসপেশীতে পর পর ৫ দিন দিতে হবে।
See lessছাগলের খুঁড় বড় হয়ে যাওয়া রোগের চিকিৎসা/ঔষধ কি?
ছাগলের রোগ: খুঁড় বড় হয়ে যাওয়া (Overgrowth of Hoofs) চিকিৎসা/ঔষধপত্রঃ For a Goat (একটি ছাগলের জন্য) Rx- (1) Pow. Megavit-DB/Pow. Vitamix-DB/Pow. Renavit-DB × 100 mg ব্যবহারের নিয়ম: ২ চামচ করে দিনে ২ বার পর পর ৫-৭ দিন। অথবা, Pow. DCP 100 gm/Pow. M Plus 100gm/ACI Super DCP Gold 100gm ব্যবহারের নিযRead more
ছাগলের রোগ: খুঁড় বড় হয়ে যাওয়া (Overgrowth of Hoofs) চিকিৎসা/ঔষধপত্রঃ
For a Goat (একটি ছাগলের জন্য)
Rx-
(1) Pow. Megavit-DB/Pow. Vitamix-DB/Pow. Renavit-DB × 100 mg
ব্যবহারের নিয়ম: ২ চামচ করে দিনে ২ বার পর পর ৫-৭ দিন।
অথবা,
Pow. DCP 100 gm/Pow. M Plus 100gm/ACI Super DCP Gold 100gm
ব্যবহারের নিয়ম: ২ চামচ কর দিনে ২ বার নিয়মিত দিতে হবে।
(2) Syp. Zis Vet 100ml/Syp. Zeesup Vet 100ml/Syp. Ziflu Vet 100ml x 2 bot
ব্যবহারের নিয়ম: ২০ মি.লি করে দিনে ২ বার পর পর ৭-১০ দিন ।
See less