আমি আগে মুরগিকে এভিনেক্স কৃমির ওষুধ খাউয়াতাম। কিন্তু প্রায় ২-৩ মাস থেকে এই ওষুধ মার্কেট পাউয়া যাচ্ছে না। এখন মুরগি + কবুতরকে আমি কোন গ্রুপের ওষুধ খাউয়াতে পারি…………!!!!!!
280 দিন
280 দিন
See lessSign Up to our social questions and Answers Engine to ask questions, answer people’s questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people’s questions & connect with other people.
আপনার পাসওয়ার্ড ভুলেগেছেন? তাহলে আপনার ইমেইল এড্রেসটি লিখুন।প্রথমত, একটি কনফার্মেশন লিঙ্ক সহ ইমেইল যাবে উক্ত লিঙ্কে ক্লিক করে কনফার্ম করতে হবে।দ্বিতীয়ত, আরও একটা মেইল যাবে, যেখানে আপনার নতুন পাসওয়ার্ড উল্লেখ করা থাকবে, সেই পাসওয়ার্ড ব্যবহার করে আপনি লগিন করতে পারবেন।(বিঃদ্রঃ আপনার ইনবক্সে মেইল না পৌঁছালে স্প্যাম ফোল্ডার চেক করুন।)
You must login to ask a question.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
আমি আগে মুরগিকে এভিনেক্স কৃমির ওষুধ খাউয়াতাম। কিন্তু প্রায় ২-৩ মাস থেকে এই ওষুধ মার্কেট পাউয়া যাচ্ছে না। এখন মুরগি + কবুতরকে আমি কোন গ্রুপের ওষুধ খাউয়াতে পারি…………!!!!!!
গরুর গর্ভকালীন সময় কতদিন?
280 দিন
280 দিন
See lessনা ভাই ইউএমএস খাওয়ালে কোন অসুবিধা নেই , এটি খুবই উৎকৃষ্ট একটি খাবার, এজন্য ইউ এমএস প্রস্তুত করার নিয়ম জানতে হবে ও নিয়ম মেনে খায়ালে কোন অসুবিধা হয় না, পক্ষান্তরে এর উপকার অনেক বেশি। ইউরিয়া এক প্রকার রাসায়নিক সার হলেও। বেশিরভাগ ইউরিয়াতে প্রায় 45% নাইট্রোজেন থাকে এবং প্রোটিনে 16% নাইট্রোজেনRead more
না ভাই ইউএমএস খাওয়ালে কোন অসুবিধা নেই , এটি খুবই উৎকৃষ্ট একটি খাবার, এজন্য ইউ এমএস প্রস্তুত করার নিয়ম জানতে হবে ও নিয়ম মেনে খায়ালে কোন অসুবিধা হয় না, পক্ষান্তরে এর উপকার অনেক বেশি।
ইউরিয়া এক প্রকার রাসায়নিক সার হলেও। বেশিরভাগ ইউরিয়াতে প্রায় 45% নাইট্রোজেন থাকে এবং প্রোটিনে 16% নাইট্রোজেন থাকে। সুতরাং, যখন ইউরিয়া প্রোটিনে রূপান্তরিত হয়, তখন ইউরিয়ার অপরিশোধিত প্রোটিনের সমতুল্য মান হয় প্রায় ২৮১%।
পশুখাদ্যে আমিষের পরিমাণ, বিশেষ করে খড়ের আমিষ এর পরিমাণ খুবই কম, গরুর দ্রুত বৃদ্ধিতে আমিষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা প্রাণীদের যে খড় খাওয়াই তাতে খুব অল্প পরিমাণে আমিষ খাবার বা প্রোটিন থাকে। তাই মোটাতাজা করতে অবশ্য ইউএমএস খাওয়া অনেক ভালো।
স্বল্পমূল্যে এই ইউএমএস খাওয়ালে পশুর শরীর বৃদ্ধি দ্রুত হয় এবং পশুর শরীরে মাংশের উৎপাদন বাড়তে থাকে।
তাই আপনাকে আগে সঠিক সঠিক পদ্ধতি ইউএমএস বানানো রপ্ত করতে হবে ও নিয়মগুলো জানতে হবে, ব্যাস।
ইউ এম এস বা ইউরিয়া মোলাসেস সম্পর্কে ব্লগে একটি বিস্তারিত পোষ্ট রয়েছে, পোষ্টটি পড়লে আশা করি আপনার প্রশ্রে সম্পূর্ণ উত্তর পেয়ে যাবেন:
https://inbangla.net/ইউ-এম-এস-খাওয়ার-নিয়ম/
See lessগাভীর দুধ বৃদ্ধির জন্য নিম্ন লিখিত পদক্ষেপসমূহ গ্রহণ করা যেতে পারে: pow.milkex(100g) প্রতি ১০০ কেজি গরুর দেহের ওজনের জন্য ১০ গ্রাম করে খাদ্যের সাথে মিশিয়ে রোজ ১ বার ১০ দিন খাওয়াতে হবে। Syp. Oracal p vet oral প্রতিদিন দুপুরে ১০০ মিলি করে ১০ দিন খাওয়াতে হবে। Pow. Renavet DB প্রতি ১০০ কেজি গরুর দেহের ওRead more
একটি গরু সাধারনত ১৭-২৪ মাস বয়সে প্রথমবার হিটে আসে এবং উক্ত গাভী গরু বাচ্চা প্রসবের ১-২ মাসের মধ্যে পুনরায় আবার হিটে আসে। তবে, গরু যদি বাচ্চা প্রসবের ৩-৩.৫ মাসের মধ্যে পুনরায় হিটে না আসে তাহলে বুঝতে হবে গরুর প্রজনন স্বাস্থ্যে কোন সমস্যা হয়েছে।
একটি গরু সাধারনত ১৭-২৪ মাস বয়সে প্রথমবার হিটে আসে এবং উক্ত গাভী গরু বাচ্চা প্রসবের ১-২ মাসের মধ্যে পুনরায় আবার হিটে আসে।
তবে, গরু যদি বাচ্চা প্রসবের ৩-৩.৫ মাসের মধ্যে পুনরায় হিটে না আসে তাহলে বুঝতে হবে গরুর প্রজনন স্বাস্থ্যে কোন সমস্যা হয়েছে।
See lessছাগলটির জ্বর কেন হয়েছে তা খুজে বের করুন! আপনি যদি এটা বুঝতে পারেন যে আপনার গরুরর কেন জ্বর হয়েছে ধরুন আপনার চিকিৎসা অর্ধেকটা এগিয়ে গেলেন। মনে রাখবেন, জ্বর একটা উপসর্গ বা লক্ষণ মাত্র। জ্বরের পাশা পাশি আর কোন কোন লক্ষণ রয়েছে সেগুলো দেখতে ও বুঝতে করতে হবে। অতপর সবগুলো বিষয় মিলিয়ে এটা বুঝতে হবে যে, এগুলোRead more
ছাগলটির জ্বর কেন হয়েছে তা খুজে বের করুন! আপনি যদি এটা বুঝতে পারেন যে আপনার গরুরর কেন জ্বর হয়েছে ধরুন আপনার চিকিৎসা অর্ধেকটা এগিয়ে গেলেন।
মনে রাখবেন, জ্বর একটা উপসর্গ বা লক্ষণ মাত্র। জ্বরের পাশা পাশি আর কোন কোন লক্ষণ রয়েছে সেগুলো দেখতে ও বুঝতে করতে হবে।
অতপর সবগুলো বিষয় মিলিয়ে এটা বুঝতে হবে যে, এগুলো কোন রোগকে বা কোন সমস্যাটিকে নির্দেশ করছে।
এবং তারপর আপনি জ্বরের এবং সেই রোগ/সমস্যাটির চিকিৎসা/সমাধান শুরু করে দিবেন…
অবশ্যই আপনার পশুর জ্বর ভালো হবে।
গরুর জ্বর এসেছে, আপনি জ্বরের চিকিৎসা করতে থাকলেন, এতে জ্বর ভালো হবে না, কারণ ও রোগ বা সমস্যিাটি যেমন ছিল তেমনই থেওকে যাবে।
আপনার ছাগলের জ্বর আসলে কেমন তা জানতে জ্বর পরিমাপ করুন। তাপমাত্রা নির্ণয়ের পরিবেশঃ
১. ছায়াতে বিশ্রামরত অবস্থায় শান্ত পরিবেশে তাপমাত্রা নেয়া উচিত।
২. প্রখর রৌদ্র বা বৃষ্টির মধ্যে থাকা অবস্থায় গবাদিপশুর তাপমাত্রা নেয়া উচিত নয়।
৩. দীর্ঘপথ হাটা বা দৌড়ানোর পর ক্লান্ত অবস্থায় তাপমাত্রা নির্ণয় করা সঠিক নয়।
৪. পশু উত্তেজিত অবস্থায় থাকলে স্বাভাবিক তাপমাত্রা নির্ণয় করা যায় না।
তাপমাত্রা দেখার নিয়মঃ
গবাদিপশুর মলদ্বারে থার্মোমিটার প্রবেশ করিয়ে কমপক্ষে এক মিনিটকাল রেখে বের করে
নিতে হয়। এরপর থার্মোমিটারে পারদের মাপ দেখে তাপমাত্রা নির্ণয় করা যায়। চিত্রে গবাদিপশুর দেহের স্বভাবিক তাপমাত্রা উল্লেখ করা হয়েছে।
আশা করি আপনার প্রশ্নে উত্তরটি দিতে পেরেছি।
See lessএনাপ্লাজমোসিস রোগটি প্রায়ই দেখা যাচ্ছে। প্রথম দিকে গাভীর খাওয়ার রুচি ধীরে ধীরে কমে যাবে এবং এক পর্যায়ে সম্পুর্ন খাবার বন্ধ করে দেয়। খিঁচুনি এবং জ্বর। গাভীর দীর্ঘমেয়াদী (১০৪-১০৬) ডিঃ ফাঃ জ্বর হয় এবং পশম খাড়া হয়ে থাকে। আপনি আপার গরুর রক্ত পরীক্ষা করে নিন। আক্রান্ত গরুর রক্ত ল্যাবে অনুবীক্ষন যন্Read more
এনাপ্লাজমোসিস রোগটি প্রায়ই দেখা যাচ্ছে।
প্রথম দিকে গাভীর খাওয়ার রুচি ধীরে ধীরে কমে যাবে এবং এক পর্যায়ে সম্পুর্ন খাবার বন্ধ করে দেয়।
খিঁচুনি এবং জ্বর।
গাভীর দীর্ঘমেয়াদী (১০৪-১০৬) ডিঃ ফাঃ জ্বর হয় এবং পশম খাড়া হয়ে থাকে।
আপনি আপার গরুর রক্ত পরীক্ষা করে নিন।
আক্রান্ত গরুর রক্ত ল্যাবে অনুবীক্ষন যন্ত্রের সাহায্যে পরীক্ষা করে এই এনাপ্লাজমোসিস (Anaplasmosis) রোগ নির্নয় করা হয়।
রক্ত Giemsa strin করলে এ রোগের জীবানু সনাক্ত করা যাবে। ৫০-৬০% লোহিত কণিকা জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে থাকে।
যদি এনাপ্লাজমোসিস রোগটি ধরা পরে তাহলে উপজেলা ভালো পশু চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করাবেন, যদিও 1000 থেকে 1500 হাজার টাকার মত খরচ হতে পারে। আশা করি আপনার গরু ভালো হয়ে যাবে।
আপনি আগে নিশ্চিত হয়ে নিন যে গরুর Anaplasmosis হয়েছে কিনা!
See lessপ্রেগনেন্সি টেস্ট কিট ব্যবহারের মাধ্যমে খুব সহজেই স্বল্প সময়ে বীজ দেওয়ার মাত্র ১৮-২৪ দিনের মধ্যেই গাভীর গর্ভাবস্থা নির্ধারন করা যায়। এই গর্ভবতী গাভী চেনার প্রেগনেন্সি টেস্ট কিট Colloidal gold method এর ভিত্তিতে কাজ করে যা খুবই সংবেদনশীল ও সঠিক ফলাফল দিয়ে থাকে। এটা ব্যবহার করতে কোন বিশেষ দক্ষতার প্রয়Read more
প্রেগনেন্সি টেস্ট কিট ব্যবহারের মাধ্যমে খুব সহজেই স্বল্প সময়ে বীজ দেওয়ার মাত্র ১৮-২৪ দিনের মধ্যেই গাভীর গর্ভাবস্থা নির্ধারন করা যায়।
এই গর্ভবতী গাভী চেনার প্রেগনেন্সি টেস্ট কিট Colloidal gold method এর ভিত্তিতে কাজ করে যা খুবই সংবেদনশীল ও সঠিক ফলাফল দিয়ে থাকে। এটা ব্যবহার করতে কোন বিশেষ দক্ষতার প্রয়োজন নেই। মাত্র ৫/১০ মিনিটের মধ্যেই ফলাফল পাওয়া যায়।
See lessদুধের গাভীকে ১২ মাস সাইলেস খাওয়ানো যাবে কি ?
হ্যাঁ, অবশ্যই দুধের গাভীকে ১২ মাস সাইলেস খাওয়ানো যাবে। খাওয়ানো যাবে বললে ভুল হবে, বরং ডেইরিতে লাভজনক হতে হলে সারা বছরই উচ্চ গুণমান সম্পন্ন সাইলেজ সরবরাহ রাখতে হবে। যেহেতু সারা বছর ঘাস সরবরাহ সম্ভব হয় না এবং বাংলাদেশের আবাদি জমির সংখ্যা খুবই কম। তার চেয়ে আপনার এটা চিন্তা করা উচিত যে, একটা গাভীকে কি অRead more
হ্যাঁ, অবশ্যই দুধের গাভীকে ১২ মাস সাইলেস খাওয়ানো যাবে।
খাওয়ানো যাবে বললে ভুল হবে, বরং ডেইরিতে লাভজনক হতে হলে সারা বছরই উচ্চ গুণমান সম্পন্ন সাইলেজ সরবরাহ রাখতে হবে। যেহেতু সারা বছর ঘাস সরবরাহ সম্ভব হয় না এবং বাংলাদেশের আবাদি জমির সংখ্যা খুবই কম।
তার চেয়ে আপনার এটা চিন্তা করা উচিত যে,
একটা গাভীকে কি অবস্থা বা পরিস্থিতিতে কত পরিমাণে সাইলেজ খাওয়ানো হবে, কিভাবে সাইলেজ এর পুষ্টিমান বৃদ্ধি করা যায়, গন্ধ মুক্ত রাখা, স্বাদ বৃদ্ধি করা যায় এবং তা কিভাবে যথেষ্ট সময়ের জন্য আদর্শ মানে অক্ষুন্ন রেখে সংরক্ষণ করা যায়, সাইলেজের আদর্শ মানগুলো কি, কি কি শস্য দ্বারা সাইলেজ তৈরি করা যায় এবং কোন শস্যের সাইলেজ আপনার জন্য সুবিধাজনক হবে ইত্যাদি বিষয়গুলো।
► ছাগলের কৃমি বিভিন্ন প্রকার। কোন কৃমির জন্য কোন গ্রুপের ওষুধ বোশ কার্যকর তা জানা দরকার। বিশেষ করে ছাগলের বাচ্চাকে কৃমি নাশক ঔষধ ব্যবহার পরবর্তী সময়ে করণীয়গুলো জানা থাকতে হয়, কারণ বাচ্চগুলোই হলো খামারের ভবিষ্যৎ। ►ছাগলের বাচ্চা জন্ম হবার এক মাস পর্যন্ত নাদুসনুদুস থাকে আস্তে আস্তে দেখা দেয় পশম উস্Read more
► ছাগলের কৃমি বিভিন্ন প্রকার। কোন কৃমির জন্য কোন গ্রুপের ওষুধ বোশ কার্যকর তা জানা দরকার। বিশেষ করে ছাগলের বাচ্চাকে কৃমি নাশক ঔষধ ব্যবহার পরবর্তী সময়ে করণীয়গুলো জানা থাকতে হয়, কারণ বাচ্চগুলোই হলো খামারের ভবিষ্যৎ।
►ছাগলের বাচ্চা জন্ম হবার এক মাস পর্যন্ত নাদুসনুদুস থাকে আস্তে আস্তে দেখা দেয় পশম উস্কোখুস্কো মলের সাথে ফিতা কৃমি, পাতলা পায়খানা, কখনো কখনো হঠাৎ মৃত্যু। যদিও আমার কাছে আল্লাহর রহমতে কোন বাচ্চা মারা যায়নি চেষ্টা করি কৃমি মুক্ত রাখতে।
ট্রাইক্লাবেন্ডাজল (Triclabendazole) ছাগলের কি ধরণের কৃমিনাশক?
১.পাতাকৃমি।
২.কলিজার পাতাকৃমি।
৩. রক্তের পাতাকৃমি।
৪. রুমেন কৃমি।
লেভামিসল (Levamisole) ছাগলের কি কৃমিনাশক হিসেবে কাজ করে?
১. সাধারন গােলকৃমি।
২. কেঁচো বা বড় গােলকৃমি
৩. পাকস্থলীর গােলকৃমি।
৪. অন্ত্রনালীর গােলকৃমি।
৫. ফুসফুসের গােলকৃমি।
ইন্জেকশন আইভারমেকটিন (inj Ivermectin) কি দমন করে?
১. উকুন।
২. আঠালী।
৩. মাইট।
*ফিতাকৃমি যেকোন গ্রুপের ঔষধ ব্যবহার করলেই হয়।
ছাগলকে কৃমির ঔষধ প্রয়োগ না করলে, কৃমি জনিত কারণে যে সমস্যা গুলো হয়। যেমন:
১ খাওয়ায় অরুচি ও ক্ষুধা মন্দা।
২ দিন দিন দুর্বল হয়ে পড়া।
৩ দুগ্ধবতী পশুর দুধ কমে যাওয়া।
৪ দেহের স্বাভাবিক বৃদ্ধি না হওয়া।
৫ পশুর রক্ত স্বল্পতা।
৬ বােটল জো ও পট বেলি।
তাই সঠিক সময় মত িছাগলকে কৃমির ঔষধ প্রয়োগ করতেই হবে।
উদাহরণস্বরূপ:
একটি ছাগলের জন্মের প্রথম মাসে মানুষের বাচ্চার কৃমি নাশক ঔষধ অ্যালবেনডাজল (Albendazole) গ্রুপের ১ কেজি লাইভ ওয়েট এর জন্য এক এমএল লিকুইড ব্যবহার করা যেতে পারে।
প্রথম মাসে কৃমি নাশক ঔষধ ব্যবহার করার পর যদি মনে হয় রুচি কুমে গেছে তাহলে মানুষের বাচ্চার বিকোজিন ইউজ করা যেতে পারে, ছোট বাচ্চাকে যে নির্দেশনায় দেয়া হয় সেই নির্দেশনা অনুযায়ী দুই থেকে তিন দিন।
দ্বিতীয় মাসে পশু চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ট্রাইক্লাবেন্ডাজল+লেভামিসল গ্রুপের ট্যাবলেট ব্যাবহার যেতে পারে।
তৃতীয় মাসে আইভারমেকটিন গ্রুপের কৃমি নাশক ইনজেকশন ব্যবহার করা যেতে পারে।
See less
২২টি মুরগির কৃমিনাশক ঔষধের নাম তালিকা নিচে দেওয়া হলো:- (inbangla.net থেকে সংগ্রহিত) (বি:দ্র: কপি করা নিষিদ্ধ) ১) গোলকৃমি জন্য প্রচলিত ঔষধসমূহ (Common drugs for Round worm) পাইপেরাজিন (Piperazine) গ্রুপের ঔষধঃ ঔষধের নাম ও প্যাক ঔষধের উপাদান মাত্রা ও প্রয়োগবিধি কোম্পানির নাম Renaper/রেনাপার ১০Read more
২২টি মুরগির কৃমিনাশক ঔষধের নাম তালিকা নিচে দেওয়া হলো:-
(inbangla.net থেকে সংগ্রহিত)
(বি:দ্র: কপি করা নিষিদ্ধ)
১) গোলকৃমি জন্য প্রচলিত ঔষধসমূহ (Common drugs for Round worm)
পাইপেরাজিন (Piperazine) গ্রুপের ঔষধঃ
লিভামিসোল (Levamisole) গ্রুপের ঔষধঃ
(inbangla.net থেকে সংগ্রহিত)
(বি:দ্র: কপি করা নিষিদ্ধ)
২) ফিতা কৃমির ঔষধ (Anthelmintics of Tape Worm)
(inbangla.net থেকে সংগ্রহিত)
(বি:দ্র: কপি করা নিষিদ্ধ)
৩) অন্তঃকৃমি ও বহিঃকৃমির ঔষধ (Drugs of Internal and External)
(inbangla.net থেকে সংগ্রহিত)
(বি:দ্র: কপি করা নিষিদ্ধ)