Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people’s questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people’s questions & connect with other people.
আপনার পাসওয়ার্ড ভুলেগেছেন? তাহলে আপনার ইমেইল এড্রেসটি লিখুন।প্রথমত, একটি কনফার্মেশন লিঙ্ক সহ ইমেইল যাবে উক্ত লিঙ্কে ক্লিক করে কনফার্ম করতে হবে।দ্বিতীয়ত, আরও একটা মেইল যাবে, যেখানে আপনার নতুন পাসওয়ার্ড উল্লেখ করা থাকবে, সেই পাসওয়ার্ড ব্যবহার করে আপনি লগিন করতে পারবেন।(বিঃদ্রঃ আপনার ইনবক্সে মেইল না পৌঁছালে স্প্যাম ফোল্ডার চেক করুন)
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইনের জন্য কপার অপেক্ষা C.S.R তার ব্যবহার করা হয় কেন?
সমান রোধ সম্পন্ন কপারের তুলনায় A.C.S.R কন্ডাকটরের ব্যাস বেশি কিন্তু ওজনে হালকা। এছাড়া সর্বোচ্চ টান সহন ক্ষমতা কপারের তুলনায় বেশি। তাই ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইনের জন্য কপার এর পরিবর্তে C.S.R তার ব্যবহার করা হয়।
সমান রোধ সম্পন্ন কপারের তুলনায় A.C.S.R কন্ডাকটরের ব্যাস বেশি কিন্তু ওজনে হালকা। এছাড়া সর্বোচ্চ টান সহন ক্ষমতা কপারের তুলনায় বেশি। তাই ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইনের জন্য কপার এর পরিবর্তে C.S.R তার ব্যবহার করা হয়।
See lessট্রান্সফরমারের বৈশিষ্ট্যগুলো কী?
ট্রান্সফরমারের বৈশিষ্ট্যগুলো নিম্নে দেয়া হলো- ১. উভয় কয়েলের মধ্যে কোনরুপ বৈদ্যুতিক সংযোগ ছাড়াই বৈদ্যুতিক এনার্জি এক বর্তনী হতে আরেক বর্তনীতে স্থানান্তর করে থাকে। ২. এ কাজ করার সময় উভয় কয়েলের ফ্রিকুয়েন্সি সবসময় সমান থাকে। ৩. ইলেকট্রোম্যাগনেটি ইন্ডাকশন নীতিতে কাজ করে। ৪. এর কয়েলদ্বয় একটি অভিন্ন আয়রন কRead more
ট্রান্সফরমারের বৈশিষ্ট্যগুলো নিম্নে দেয়া হলো-
১. উভয় কয়েলের মধ্যে কোনরুপ বৈদ্যুতিক সংযোগ ছাড়াই বৈদ্যুতিক এনার্জি এক বর্তনী হতে আরেক বর্তনীতে স্থানান্তর করে থাকে।
২. এ কাজ করার সময় উভয় কয়েলের ফ্রিকুয়েন্সি সবসময় সমান থাকে।
৩. ইলেকট্রোম্যাগনেটি ইন্ডাকশন নীতিতে কাজ করে।
৪. এর কয়েলদ্বয় একটি অভিন্ন আয়রন কোর দ্বারা চুম্বকীয় ভাবে সংযুক্ত থাকে।
৫. উভয় কয়েলের কেভিএ পাওয়ার সবসময় সমান থাকে।
৬. কয়েলদ্বয়ের ভোল্টেজ এবং কারেন্টের পরিমাণ এদের প্যাঁচরে সংখ্যার এবং সাইজের উপর নির্ভর করে।
See lessট্যাপেট ক্লিয়ারেন্স কম বেশি হলে কি হবে?
ট্যাপেট ক্লিয়ারেন্স কম বেশি হলে যা যা হতে পারে- ১. ক্লিয়ারেন্স কম হলে ভালভ আগেই খুলে যাবে। ২. ক্লিয়ারেন্স বেশি হলে ভালভ দেরিতে খুলবে। ৩. ভালভ লিড (ঢাকনা) ভেঙ্গে যেতে পারে। ৪. ভালভ এবং ভালভ ষ্টেম বেঁকে যেতে পারে। ৫. ষ্প্রিং এর উপর ষ্প্রিং উঠে জ্যাম হতে পারে। ৬. জ্বালানী ভালভাবে প্রজ্জলিত হবে না। ৭. হRead more
ট্যাপেট ক্লিয়ারেন্স কম বেশি হলে যা যা হতে পারে-
১. ক্লিয়ারেন্স কম হলে ভালভ আগেই খুলে যাবে।
২. ক্লিয়ারেন্স বেশি হলে ভালভ দেরিতে খুলবে।
৩. ভালভ লিড (ঢাকনা) ভেঙ্গে যেতে পারে।
৪. ভালভ এবং ভালভ ষ্টেম বেঁকে যেতে পারে।
৫. ষ্প্রিং এর উপর ষ্প্রিং উঠে জ্যাম হতে পারে।
৬. জ্বালানী ভালভাবে প্রজ্জলিত হবে না।
৭. হেডে কার্বণ জমা হবে।
৮. লোড নেবার ক্ষমতা কমে যাবে।
৯. ভালভ পুরোপুরি বন্ধ না হলে কমপ্রেশন কম হবে কিংবা হবে না, ফলে মিসফায়ার হবে।
ইত্যাদি।
See lessটরোয়েড বা টরয়েড ট্রান্সফর্মার কি?
ইংরেজি টরাস (Torus) শব্দের অর্থ গোলাকার রিং বিশেষ। আর এই টরাস শব্দটি থকেই টরোয়েড শব্দটি এসেছে। এই টরোয়েড বা টরয়েড ট্রান্সফর্মার (Toroid Transformer) মূলত সাধারণ ট্রান্সফর্মার এর মতই একই নীতিতে কাজ করে থাকে। এর প্রকৃত নাম টরোয়ডাল বা টরওয়ডাল ট্রান্সফর্মার। এর গোল বা রিং আকৃতির জন্য এই নাম দেয়া হয়েছে।
ইংরেজি টরাস (Torus) শব্দের অর্থ গোলাকার রিং বিশেষ। আর এই টরাস শব্দটি থকেই টরোয়েড শব্দটি এসেছে। এই টরোয়েড বা টরয়েড ট্রান্সফর্মার (Toroid Transformer) মূলত সাধারণ ট্রান্সফর্মার এর মতই একই নীতিতে কাজ করে থাকে। এর প্রকৃত নাম টরোয়ডাল বা টরওয়ডাল ট্রান্সফর্মার। এর গোল বা রিং আকৃতির জন্য এই নাম দেয়া হয়েছে।
See lessটরিসেলির শূন্যস্থান কী?
টরিসেলির শূন্যস্থান: একমুখ বন্ধ এক মিটার লম্বা একটি পারদপূর্ণ কাচ নলকে পারদপূর্ণ পাত্রে উল্টা করে খাড়াভাবে রাখলে পারদ স্তম্ভের উচ্চতা 76 cm- এ নেমে আসে । কাচ নলের বাকি অংশ অর্থাৎ পারদের উপরিতল হতে কাচ নলের বন্ধ প্রান্ত পর্যন্ত স্থানটুকু শূন্য থাকে। এই শূন্যস্থানকে টরিসেলির শূন্যস্থান বলে।
টরিসেলির শূন্যস্থান: একমুখ বন্ধ এক মিটার লম্বা একটি পারদপূর্ণ কাচ নলকে পারদপূর্ণ পাত্রে উল্টা করে খাড়াভাবে রাখলে পারদ স্তম্ভের উচ্চতা 76 cm- এ নেমে আসে । কাচ নলের বাকি অংশ অর্থাৎ পারদের উপরিতল হতে কাচ নলের বন্ধ প্রান্ত পর্যন্ত স্থানটুকু শূন্য থাকে। এই শূন্যস্থানকে টরিসেলির শূন্যস্থান বলে।
See lessজীবাশ্ম জ্বালানি কীভাবে সৃষ্টি হয়?
বায়ুর অনুপস্থিতিতে উচ্চ চাপ ও তাপে উদ্ভিদ ও প্রাণিদেহ হাজার বছর ক্ষয়প্রাপ্ত হয়ে জীবাশ্ম জ্বালানিতে পরিণত হয়৷ এক্ষেত্রে উদ্ভিদদেহ মাটির নিচে পরিবর্তিত হয়ে কয়লায় রূপান্তরিত হয়। জলাভূমির ক্ষুদ্র প্রাণিসত্ত্বা তেল বা পেট্রোলিয়ামে পরিণত হয়। পেট্রোলিয়ামের উপর গ্যাসীয় উপাদান হিসেবে প্রাকৃতিক গ্যাস জমা হয়।
বায়ুর অনুপস্থিতিতে উচ্চ চাপ ও তাপে উদ্ভিদ ও প্রাণিদেহ হাজার বছর ক্ষয়প্রাপ্ত হয়ে জীবাশ্ম জ্বালানিতে পরিণত হয়৷ এক্ষেত্রে উদ্ভিদদেহ মাটির নিচে পরিবর্তিত হয়ে কয়লায় রূপান্তরিত হয়। জলাভূমির ক্ষুদ্র প্রাণিসত্ত্বা তেল বা পেট্রোলিয়ামে পরিণত হয়। পেট্রোলিয়ামের উপর গ্যাসীয় উপাদান হিসেবে প্রাকৃতিক গ্যাস জমা হয়।
See lessজামরুল এর উপকারিতা কি?
জামরুলকে অনেকেই সাদা জাম বলে। হালকা মিষ্টি স্বাদের রসভরা এই ফলটি লাল রঙেরও হয়ে থাকে। প্রকৃতি যত বেশি রোদে তপ্ত থাকে জামরুল তত বেশি মিষ্টি হয়। অপরদিকে বৃষ্টিবহুল বছরে জামরুলের স্বাদ হয় পানসে।তবে হালকা লাল রঙের জামরুল খেতে অনেকটা আপেলের মত মিষ্টি হয়। জামরুলের উপকারিতা: জামরুল স্বাস্থ্যের জন্য খুবই উপকRead more
জামরুলকে অনেকেই সাদা জাম বলে। হালকা মিষ্টি স্বাদের রসভরা এই ফলটি লাল রঙেরও হয়ে থাকে। প্রকৃতি যত বেশি রোদে তপ্ত থাকে জামরুল তত বেশি মিষ্টি হয়। অপরদিকে বৃষ্টিবহুল বছরে জামরুলের স্বাদ হয় পানসে।তবে হালকা লাল রঙের জামরুল খেতে অনেকটা আপেলের মত মিষ্টি হয়।
জামরুলের উপকারিতা:
জামরুল স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। জেনে নেয়া যাক, জামরুল খেলে আপনি কী কী উপকার পেতে পারেন।
১. ক্যান্সার প্রতিরোধের উপাদান সমৃদ্ধ জামরুল ক্যান্সারের ঝুঁকি কমায়।
২. জামরুলে আছে ভিটামিন সি এবং ফাইবার, যা হজমশক্তি বাড়াতে সহায়তা করে।
৩. কোলেস্টেরলের মাত্রা কমাতে জামরুল খুবই উপকারী একটি ফল।
৪. জামরুল ভেষজগুণ সমৃদ্ধ ফল। বাত নিরাময়ে এটি ব্যবহার করা হয়।
৫. চোখের নিচের কালো দাগ দূর করতেও জামরুলের ভূমিকা অনন্য।
৬. প্রতিদিন একটি তাজা জামরুল খেলে আপনার পুষ্টিহীনতা কিছুটা হলেও পূরণ করা সম্ভব।
৭. জামরুল ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে।
৮. জামরুল মস্তিষ্ক ও লিভারের যত্নে টনিক হিসাবে কাজ করে।
See lessচোখেরি জলে লেখা কতো যে কবিতা। গানটির লিরিক্স কী?
চোখেরি জলে লেখা কতো যে কবিতা, গানটির লিরিক্স নিম্নরূপ- চোখেরি জলে লেখা কতো যে কবিতা। ঝরে পড়ে প্রতিদিনি তোমারি নামে। যেদিনি চোখের জল শুকিয়ে যাবে। মনে রেখো সেদিন আমার মরন হবে। ভুলে যদি যাও তুমি এই আমাকে। পারবে না ভুলে যেতে স্মৃতি গুলোকে। সব কিছু এখানেই জানি পড়ে রবে। ধুকে ধুকে জীবনটাকে পাড়ি দিতে হবRead more
চোখেরি জলে লেখা কতো যে কবিতা, গানটির লিরিক্স নিম্নরূপ-
চোখেরি জলে লেখা কতো যে কবিতা।
See lessঝরে পড়ে প্রতিদিনি তোমারি নামে।
যেদিনি চোখের জল শুকিয়ে যাবে।
মনে রেখো সেদিন আমার মরন হবে।
ভুলে যদি যাও তুমি এই আমাকে।
পারবে না ভুলে যেতে স্মৃতি গুলোকে।
সব কিছু এখানেই জানি পড়ে রবে।
ধুকে ধুকে জীবনটাকে পাড়ি দিতে হবে।
চোখেরি জলে…..
কষ্টরা জমা হয়ে কাঁদে দিন-রাত্রি।
নীরব রাতের সাথে আমি একা যাত্রী।
আঁধার এখন আমার বড় ভাল লাগে।
মনে হয় কে যেনো পিছু থেকে ডাকে।
চোখেরি জলে…..
চিকন জি-আই পাইপ দিয়ে আর্থিং করলে কেমন হবে?
চিকন জি-আই পাইপ দিয়ে আর্থিং করার কাজটি টেকনিক্যাল, এটি একজন ভালো ইলেক্ট্রিশিয়ানের মাধ্যমে করানো উচিৎ। যেসব ইলেক্টিক যন্ত্রপাতির বহিরাবরণ ধাতুর তৈরি, সেসব যন্ত্রপাতির বডি আর্থিং করতে হয়। বাসাবাড়ী, দোকান ইত্যাদি লো- ভোল্টেজ (২২০/৪৪০ ভোল্ট) গ্রাহকের জন্য আর্থ রেজিস্টেন্সের মান ৫ ওহম এর নিচে হতে হবে।
চিকন জি-আই পাইপ দিয়ে আর্থিং করার কাজটি টেকনিক্যাল, এটি একজন ভালো ইলেক্ট্রিশিয়ানের মাধ্যমে করানো উচিৎ। যেসব ইলেক্টিক যন্ত্রপাতির বহিরাবরণ ধাতুর তৈরি, সেসব যন্ত্রপাতির বডি আর্থিং করতে হয়। বাসাবাড়ী, দোকান ইত্যাদি লো- ভোল্টেজ (২২০/৪৪০ ভোল্ট) গ্রাহকের জন্য আর্থ রেজিস্টেন্সের মান ৫ ওহম এর নিচে হতে হবে।
See lessঘৃতকুমারীর উপকারিতা কী?
ঘৃতকুমারীর উপকারিতা হলো, এটি- ১. ত্বকের জন্য বেশ ভাল একটি উপাদান। ২. ত্বকের সুরক্ষায় বিশেষভাবে কার্যকর। ৩. মানসিক অবসাদজনিত রোগেও মূলের চূর্ণ ব্যবহার করা হয়। ৪. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ৫. রক্তে অক্সিজেনের প্রবাহ মাত্রা বৃদ্ধি করে।
ঘৃতকুমারীর উপকারিতা হলো, এটি-
১. ত্বকের জন্য বেশ ভাল একটি উপাদান।
See less২. ত্বকের সুরক্ষায় বিশেষভাবে কার্যকর।
৩. মানসিক অবসাদজনিত রোগেও মূলের চূর্ণ ব্যবহার করা হয়।
৪. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
৫. রক্তে অক্সিজেনের প্রবাহ মাত্রা বৃদ্ধি করে।