Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people’s questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people’s questions & connect with other people.
আপনার পাসওয়ার্ড ভুলেগেছেন? তাহলে আপনার ইমেইল এড্রেসটি লিখুন।প্রথমত, একটি কনফার্মেশন লিঙ্ক সহ ইমেইল যাবে উক্ত লিঙ্কে ক্লিক করে কনফার্ম করতে হবে।দ্বিতীয়ত, আরও একটা মেইল যাবে, যেখানে আপনার নতুন পাসওয়ার্ড উল্লেখ করা থাকবে, সেই পাসওয়ার্ড ব্যবহার করে আপনি লগিন করতে পারবেন।(বিঃদ্রঃ আপনার ইনবক্সে মেইল না পৌঁছালে স্প্যাম ফোল্ডার চেক করুন)
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
ওযুর ফরযসমূহ কি কি?
আমরা জনি ওযুর ফরয ৪টি। মানুষের জীবনকে সুন্দর করে গড়ে তােলার জন্য মহান আল্লাহ তায়ালা তার বান্দাদেরকে হৃদয়ের পবিত্রতা অর্জনের পাশা-পাশি বাহ্যিক পবিত্রতার প্রথম ধাপ হিসেবে ওযূর বিধানাবলী বর্ণনা করেন । মহান আল্লাহ পবিত্র কুরঅঅনে বলেন, “হে মুমিনগণ, যখন তোমরা সালাতে দন্ডায়মান হতে চাও, তখন তোমাদের মুখ ওRead more
আমরা জনি ওযুর ফরয ৪টি।
মানুষের জীবনকে সুন্দর করে গড়ে তােলার জন্য মহান আল্লাহ তায়ালা তার বান্দাদেরকে হৃদয়ের পবিত্রতা অর্জনের পাশা-পাশি বাহ্যিক পবিত্রতার প্রথম ধাপ হিসেবে ওযূর বিধানাবলী বর্ণনা করেন ।
মহান আল্লাহ পবিত্র কুরঅঅনে বলেন, “হে মুমিনগণ, যখন তোমরা সালাতে দন্ডায়মান হতে চাও, তখন তোমাদের মুখ ও কনুই পর্যন্ত হাত ধৌত কর, মাথা মাসেহ কর এবং টাখনু পর্যন্ত পা (ধৌত কর)। আর যদি তোমরা অপবিত্র থাক, তবে ভালোভাবে পবিত্র হও।…” [আল-মায়িদাহ ৫:৬]
নামায যেহেতু শ্রেষ্ঠ ইবাদাত, সেহেতু আল্লাহ তায়ালা বান্দাহকে উত্তম । রূপে পবিত্রতা লাভ করার নিয়মাবলী বর্ণনা করে দিয়েছেন ।
আলােচ্য আয়াতের আলােকে ওযুর ৪ টি ফরয নিম্নে দেয়া হলাে-
- সম্পূর্ণ মুখ-মণ্ডল ভালভাবে ধৌত করা। অর্থাৎ ললাটের উপরিভাগের চুল গজানাের স্থান হতে থুতনীর নীচ পর্যন্ত এবং এক কানের লতি হতে অন্য কানের লতি পর্যন্ত ভালভাবে ধৌত করা।
- কনুইসহ দু’হাত ভালভাবে ধৌত করা।
- মাথার চার ভাগের এক ভাগ, মাসেহ করা।
- দু’পায়ের ছােট গিরাসহ ধৌত করা।
See lessওভার হেড লাইনের জন্য সাধারণত কি কি কন্ডাকটর ব্যবহার করা হয়?
ওভার হেড লাইনের জন্য সাধারণত যেসকল কন্ডাকটর ব্যবহার করা হয়, সেগুলো হলো- স্টিল কোরড অ্যালুমিনিয়াম; কপার; অ্যালুমিনিয়াম ও গ্যালভানাইজড স্টিল কন্ডাকটর। এছাড়া কতোগুলি বিশেষ ক্ষেত্রে ফসফার ব্রোঞ্জ, কপার ক্ল্যাড, ক্যাডমিয়াম কপার ইত্যাদি তার ব্যবহার করা হয়।
ওভার হেড লাইনের জন্য সাধারণত যেসকল কন্ডাকটর ব্যবহার করা হয়, সেগুলো হলো-
এছাড়া কতোগুলি বিশেষ ক্ষেত্রে ফসফার ব্রোঞ্জ, কপার ক্ল্যাড, ক্যাডমিয়াম কপার ইত্যাদি তার ব্যবহার করা হয়।
See lessICMAB এর পূর্ণরূপ কী?
ICMAB এর পূর্ণরূপ হলো- Institute of Cost and Management Accountants of Bangladesh।
ICMAB এর পূর্ণরূপ হলো- Institute of Cost and Management Accountants of Bangladesh।
See lessIPS কাকে বলে?
IPS এর পূর্ণ নাম হলো- Instant Power Supply অর্থাৎ তাৎক্ষনিক-বিদ্যুৎ সরবরাহ। এটি এমন একটি Electrical Device যা বিদ্যুৎশক্তি সঞ্চয় করে রাখতে পারে এবং বিদ্যুৎ না থাকা অবস্থায় তাৎক্ষনিক ভাবে বিভিন্ন প্রকার বৈদ্যুতীক যন্ত্রপাতিতে ৮ থেকে ১০ মিলি সেকেন্ডের ভিতরে বিদ্যুৎ সরবরাহ দিতে পারে । IPS দ্বারা আমরাRead more
IPS এর পূর্ণ নাম হলো- Instant Power Supply অর্থাৎ তাৎক্ষনিক-বিদ্যুৎ সরবরাহ।
এটি এমন একটি Electrical Device যা বিদ্যুৎশক্তি সঞ্চয় করে রাখতে পারে এবং বিদ্যুৎ না থাকা অবস্থায় তাৎক্ষনিক ভাবে বিভিন্ন প্রকার বৈদ্যুতীক যন্ত্রপাতিতে ৮ থেকে ১০ মিলি সেকেন্ডের ভিতরে বিদ্যুৎ সরবরাহ দিতে পারে । IPS দ্বারা আমরা সাধারনত লাইট, ফ্যান,টেলিভিশন ইত্যাদি চালাতে পারি ।
See lessOF6 গঠিত হয় না কেন?
OF6 গঠন করতে হলে অক্সিজেনের বহিস্থ কক্ষপথের 6 টা ইলেকট্রন F কে দান বা শেয়ার করতে হবে। কিন্তু এ জন্য প্রচুর আভ্যন্তরীণ শক্তির প্রয়োজন যা এরা জোগান দিতে পারে না। তাই OF6 সম্ভব নয়।
OF6 গঠন করতে হলে অক্সিজেনের বহিস্থ কক্ষপথের 6 টা ইলেকট্রন F কে দান বা শেয়ার করতে হবে। কিন্তু এ জন্য প্রচুর আভ্যন্তরীণ শক্তির প্রয়োজন যা এরা জোগান দিতে পারে না। তাই OF6 সম্ভব নয়।
See lessQBE বলতে কী বুঝায়?
যে পদ্ধতিতে একটি Example এর মধ্যে ব্যবহারকারী কি করতে চায় তা বর্ণনা করা হয় এবং এই Example অনুসারে অন্যান্য Query করা হয়, তাকে QBE বলে। QBE ডোমেইন রিলেশনাল ক্যালকুলাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
যে পদ্ধতিতে একটি Example এর মধ্যে ব্যবহারকারী কি করতে চায় তা বর্ণনা করা হয় এবং এই Example অনুসারে অন্যান্য Query করা হয়, তাকে QBE বলে। QBE ডোমেইন রিলেশনাল ক্যালকুলাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
See lessQUEL বলতে কী বুঝায়?
কতকগুলাে স্টেটমেন্টের সমষ্টিকে QUEL বলা হয়। QUEL এর সাহায্যে সেট অপারেশনের মাধ্যমে কুয়েরি করা হয়। QUEL এ যে সকল স্টেটমেন্ট ব্যবহার করা হয় তা হলাে Create, Range, Index, Modify ইত্যাদি।
কতকগুলাে স্টেটমেন্টের সমষ্টিকে QUEL বলা হয়। QUEL এর সাহায্যে সেট অপারেশনের মাধ্যমে কুয়েরি করা হয়। QUEL এ যে সকল স্টেটমেন্ট ব্যবহার করা হয় তা হলাে Create, Range, Index, Modify ইত্যাদি।
See lessSQL এর পূর্ণরূপ কি এবং SQL এর অংশ কি কি?
SQL এর পূর্ণরূপ হলো- Structured Query Language। SQL এর মূল সংগঠন তিনটি অংশ নিয়ে গঠিত, যথা- Select: Select কমান্ড লিখে তার পর বিভিন্ন ফিল্ডের নামগুলাে উল্লেখ করতে হয়। From: যে ফাইল হতে রেকর্ড উত্তোলন করতে হয় সে ফাইলের নাম From এর পর উল্লেখ করতে হয়। Where: Where কমান্ডের মাধ্যমে শর্ত উল্লেখ করতে হRead more
SQL এর পূর্ণরূপ হলো- Structured Query Language।
SQL এর মূল সংগঠন তিনটি অংশ নিয়ে গঠিত, যথা-
- Select: Select কমান্ড লিখে তার পর বিভিন্ন ফিল্ডের নামগুলাে উল্লেখ করতে হয়।
- From: যে ফাইল হতে রেকর্ড উত্তোলন করতে হয় সে ফাইলের নাম From এর পর উল্লেখ করতে হয়।
- Where: Where কমান্ডের মাধ্যমে শর্ত উল্লেখ করতে হয়।
See lessএয়ার ইনটেক সিস্টেমের উদ্দেশ্য সমুহ কি?
এয়ার ইনটেক সিস্টেমের উদ্দেশ্য সমূহ হলো- ১. সিলিন্ডারে পরিস্কার ও ঠান্ডা বাতাস সরবরাহ করা; ২. চাপ প্রয়োগে বাতাস সরবরাহ করা; ৩. সংশ্লিষ্ট যন্ত্রাংশ ঠান্ডা করা; ৪. শব্দ কমানো এবং ৫. অবশিষ্ট পোড়া গ্যাস বের করে দেওয়া।
এয়ার ইনটেক সিস্টেমের উদ্দেশ্য সমূহ হলো-
১. সিলিন্ডারে পরিস্কার ও ঠান্ডা বাতাস সরবরাহ করা;
২. চাপ প্রয়োগে বাতাস সরবরাহ করা;
৩. সংশ্লিষ্ট যন্ত্রাংশ ঠান্ডা করা;
৪. শব্দ কমানো এবং
৫. অবশিষ্ট পোড়া গ্যাস বের করে দেওয়া।
See lessএসি কারেন্ট এবং ডিসি কারেন্টের মধ্যে কোনটা বেশি বিপদজনক?
আমরা অনেকেই মনে করি যে, সমান মানের এসি এবং ডিসি ভোল্টেজের শকের তীব্রতা একই হবে। আবার অনেকেই মনে করেন ডিসি কারেন্টের শক বেশী অনুভূত হবে এসি কারেন্টের তুলনায়। কারন এসি কারেন্ট এ ফ্রিকুয়েন্সির জন্য নিজেকে বিচ্ছিন্ন করা সহজ কিন্তু ডিসিতে সেটা সম্ভব নয়। কিন্তু আসল তথ্য হচ্ছে এসি কারেন্টের শকই বেশী অনুভূতRead more
আমরা অনেকেই মনে করি যে, সমান মানের এসি এবং ডিসি ভোল্টেজের শকের তীব্রতা একই হবে। আবার অনেকেই মনে করেন ডিসি কারেন্টের শক বেশী অনুভূত হবে এসি কারেন্টের তুলনায়। কারন এসি কারেন্ট এ ফ্রিকুয়েন্সির জন্য নিজেকে বিচ্ছিন্ন করা সহজ কিন্তু ডিসিতে সেটা সম্ভব নয়।
কিন্তু আসল তথ্য হচ্ছে এসি কারেন্টের শকই বেশী অনুভূত হয় এবং বেশী প্রাণঘাতী এবং সেটা সেই ফ্রিকুয়েন্সির কারনেই। চলুন তাহলে দেখা যাক এর পেছনের কারন।
ইলেকট্রিক শক হলো একধরনের অনুভূতি যা আমাদের দেহের কোন অংশের ভেতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবার কারনে ঘটে থাকে। এই শকড এর পরিমান নির্ভর করে বেশ কিছু ফ্যাক্টরের উপর। যেমন কারেন্টের ধরণ(ডিসি/এসি), ফ্রিকোয়েন্সি, ভোল্টেজ এর মাত্রা, দেহের কোন অংশের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে, প্রবাহের সময় এসব। 50/60Hz এর AC শকের অনুভূতি DC এর তুলনায় ৫গুন বেশী।
আবার 50/60Hz এর AC শকের অনুভূতি 5000Hz এর AC কারেন্টের চেয়ে ৬ গুন বেশী এবং ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে শকড এর অনুভূতি কমতে থাকে।
এর কারন হলো পেশী নড়াচড়া করার জন্য আমাদের ব্রেইন স্নায়ুকোষের মাধ্যমে লো ফ্রিকুয়েন্সির ইলেকট্রিক সিগন্যাল পাঠিয়ে থাকে। আবার মানুষের হার্ট 60-100Hz ফ্রিকোয়েন্সিতে স্পন্দিত হয় যা ব্রেইন থেকে ইলেকট্রিক সিগনালের মাধ্যমে হার্টে পৌছে। তাই 50-60Hz এর কারেন্টের শক বেশী অনুভূত হয় কারন এটা সরাসরি স্নায়ুতন্ত্রের সিগন্যালিংকে বাধাগ্রস্থ করে!
ফলে একটি নির্দিষ্ট পরিমাণ কারেন্ট প্রবাহে আপনি আপনার পেশীর উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন।
সেক্ষেত্রে আপনার ইচ্ছা থাকলেও বিদ্যুতায়িত বস্তু থেকে নিজেকে মুক্ত করতে পারবেন না। আর হার্টের ভেতর দিয়ে 50-60Hz এর নির্দিষ্ট পরিমাণ কারেন্ট প্রবাহ আপনার হার্টের নিয়মিত স্পন্দনকে নষ্ট করে দিবে যার ফলাফল হলো কার্ডিয়াক অ্যারেস্ট এ মৃত্যু।
তাই 50-60Hz AC কারেন্ট থেকে সবসময় সাবধান। সমান ভোল্টেজের ডিসি কারেন্ট থেকে এসি বিপজ্জনক হবার আরেকটি কারন হলো মানবদেহের ত্বক এবং গ্রাউন্ড ক্যাপাসিটেন্স এর মত কাজ করে। এই গুণের কারনে AC কারেন্ট ত্বক থেকে গ্রাউন্ডে সহজে প্রবাহিত হতে পারে কিন্তু DC কারেন্ট বাধাপ্রাপ্ত বেশী হয়।
উপরের চার্ট দেখলেই বুঝতে পারবেন সমপরিমান AC কারেন্ট অধিক বিপজ্জনক। ১৫০ পাউন্ড ওজনের এক ব্যক্তির পেইনফুল শকের জন্য 62mA DC কারেন্ট লাগে যেখানে AC এর ক্ষেত্রে সেটা মাত্র 9mA ই যথেষ্ট। আবার ফ্রিকোয়েন্সি 10KHz হলে সেটা হবে 55mA।
কারেন্ট প্রবাহে মানবদেহের মোট রেজিস্ট্যান্সের ৯৯% ই থাকে ত্বকে। মানবদেহের ড্রাই রেজিস্ট্যান্স যেখানে ১০০০০০ ওহম সেখানে দেহের ভেতরের রেজিস্ট্যান্স মাত্র ৩০০ ওহম। ত্বকে কোন ক্ষতের কারনে কারেন্ট দেহের ভেতর দিয়ে প্রবাহিত হলে তার পরিমাণ হবে অনেক এবং সেই শকড হবে বিপজ্জনক। হাই ভোল্টেজ AC এবং DC উভয়ই ত্বকের ব্রেকডাউন ঘটিয়ে ফেলে এবং দেহের ভেতর দিয়ে অধিক পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় যা বিপজ্জনক।
আর একটি ব্যাপার আপনারা সবই ই জানেন যে, এসি ভোল্টেজ/কারেন্ট পরিমাপ করা হয় rms এ। কিন্তু ডিসি পরিমাপ করা হয় পিক অথবা ম্যাক্সিমাম ভেলুতে।
আমরা জানি, V(peak) = 1.4142* V(rms)
এজন্য বলা যায় একজন ব্যাক্তি যদি ডিসিতে ২২০V এ শক খায়, সে ২২০V এ ই শক খাবে। কিন্তু একজন ব্যাক্তি যদি এসিতে ২২০V এ শক খায়, সে সর্বোচ্চ ১.৪১৪২*২২০V = ৩১১V এ ই শক খাবে। আর ৩১১V তো ২২০ থেকে ডেফিনেটলি বড়। এজন্য এখানে ও বলা যায় যে, ডিসি থেকে এসি বেশি বিপজ্জনক।
See less