ট্যাপেট ক্লিয়ারেন্স কম বেশি হলে যা যা হতে পারে- ১. ক্লিয়ারেন্স কম হলে ভালভ আগেই খুলে যাবে। ২. ক্লিয়ারেন্স বেশি হলে ভালভ দেরিতে খুলবে। ৩. ভালভ লিড (ঢাকনা) ভেঙ্গে যেতে পারে। ৪. ভালভ এবং ভালভ ষ্টেম বেঁকে যেতে পারে। ৫. ষ্প্রিং এর উপর ষ্প্রিং উঠে জ্যাম হতে পারে। ৬. জ্বালানী ভালভাবে প্রজ্জলিত হবে না। ৭. হRead more
ট্যাপেট ক্লিয়ারেন্স কম বেশি হলে যা যা হতে পারে-
১. ক্লিয়ারেন্স কম হলে ভালভ আগেই খুলে যাবে।
২. ক্লিয়ারেন্স বেশি হলে ভালভ দেরিতে খুলবে।
৩. ভালভ লিড (ঢাকনা) ভেঙ্গে যেতে পারে।
৪. ভালভ এবং ভালভ ষ্টেম বেঁকে যেতে পারে।
৫. ষ্প্রিং এর উপর ষ্প্রিং উঠে জ্যাম হতে পারে।
৬. জ্বালানী ভালভাবে প্রজ্জলিত হবে না।
৭. হেডে কার্বণ জমা হবে।
৮. লোড নেবার ক্ষমতা কমে যাবে।
৯. ভালভ পুরোপুরি বন্ধ না হলে কমপ্রেশন কম হবে কিংবা হবে না, ফলে মিসফায়ার হবে।
ইত্যাদি।
See less
এয়ার ইনটেক সিস্টেমের উদ্দেশ্য সমূহ হলো- ১. সিলিন্ডারে পরিস্কার ও ঠান্ডা বাতাস সরবরাহ করা; ২. চাপ প্রয়োগে বাতাস সরবরাহ করা; ৩. সংশ্লিষ্ট যন্ত্রাংশ ঠান্ডা করা; ৪. শব্দ কমানো এবং ৫. অবশিষ্ট পোড়া গ্যাস বের করে দেওয়া।
এয়ার ইনটেক সিস্টেমের উদ্দেশ্য সমূহ হলো-
১. সিলিন্ডারে পরিস্কার ও ঠান্ডা বাতাস সরবরাহ করা;
২. চাপ প্রয়োগে বাতাস সরবরাহ করা;
৩. সংশ্লিষ্ট যন্ত্রাংশ ঠান্ডা করা;
৪. শব্দ কমানো এবং
৫. অবশিষ্ট পোড়া গ্যাস বের করে দেওয়া।
See less