ডেল্টা সংযোগের সুবিধা: অধিক পাওয়ার এবং অধিক কারেন্ট সম্পন্ন লোডের পরিচালনার ক্ষেত্রে র্ডেটা সংযোগ ব্যবহার করা হয়। ডেল্টায় সংযুক্ত মোটর অধিক পাওয়ার গ্রহণ করে অধিক টর্ক উৎপন্ন করে চলতে পারে। একই লোডে স্টারের পরিবর্তে ডেল্টায় যুক্ত করলে কম পাওয়ার গ্রহণ করে। পাওয়ার ফ্যাক্টর উন্নয়নের জন্য ডেল্টায় সংযুক্তRead more
ডেল্টা সংযোগের সুবিধা:
- অধিক পাওয়ার এবং অধিক কারেন্ট সম্পন্ন লোডের পরিচালনার ক্ষেত্রে র্ডেটা সংযোগ
ব্যবহার করা হয়। - ডেল্টায় সংযুক্ত মোটর অধিক পাওয়ার গ্রহণ করে অধিক টর্ক উৎপন্ন করে চলতে পারে।
- একই লোডে স্টারের পরিবর্তে ডেল্টায় যুক্ত করলে কম পাওয়ার গ্রহণ করে।
- পাওয়ার ফ্যাক্টর উন্নয়নের জন্য ডেল্টায় সংযুক্ত ক্যাপাসিটর ব্যাংকের প্রতি ফেজের ক্যাপাসিটেন্সের মান কম হয় এবং খরচ কম হয়।
ডেল্টা সংযোগের অসুবিধা:
- ডেল্টা সংযোগে কোন নিউট্রাল পয়েন্ট থাকে না।
- ডেল্টায় কারেন্ট বেশি বিধায় অল্টারনেটরের কয়েল মোটা তারের হতে হয়।
- ডেল্টা সংযোগে অল্টারনেটর , ট্রান্সফরমার ওয়াইন্ডিং-এ তামার পরিমাণ বেশি লাগে ফলে খরচ বেশি।
স্টার সংযোগের সুবিধা:
- স্টার সংযুক্ত সার্কিটে নিউট্রাল পয়েন্ট থাকায় প্রয়োজনবোধে নিউট্রাল তার ব্যবহার করা যায়।
- স্টার সংযুক্ত লোডে , তার ব্যবহার করে ও লোড পরিচালনা করা যায়।
- স্টার সংযুক্ত অল্টারনেটরের তার চিকন হলেই চলে।
- স্টার সংযুক্ত সার্কিটের আউটপুটে বেশি ভোল্টেজ পাওয়া যায়।
স্টার সংযোগের অসুবিধা:
- অধিক পাওয়ার এবং কারেন্ট সম্পন্ন লোড পরিচালনার জন্য স্টার সংযোগ ব্যবহার যায় না।
- কম কারেন্ট পাওয়া যায়।
আমরা জানি, থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের গতির দিক পরিবর্তন করা খুবই সহজ। সাপ্লাই তিন ফেজের যেকোন দুই ফেজের স্থান পরিবর্তন করলেই হয়। কিন্তু সিঙ্গেল ফেজ মোটরে তো ফেজ ই একটা। এক্ষেত্রে মোটরের গতির দিক পরিবর্তন করবেন কিভাবে? খুবই সহজ। সিঙ্গেল ফেজ মোটরে দুইটি ওয়াইন্ডিং থাকে। মেইন ওয়াইন্ডিং ও অক্সোলারি ওয়াইন্ডRead more
আমরা জানি, থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের গতির দিক পরিবর্তন করা খুবই সহজ। সাপ্লাই তিন ফেজের যেকোন দুই ফেজের স্থান পরিবর্তন করলেই হয়। কিন্তু সিঙ্গেল ফেজ মোটরে তো ফেজ ই একটা। এক্ষেত্রে মোটরের গতির দিক পরিবর্তন করবেন কিভাবে?
খুবই সহজ। সিঙ্গেল ফেজ মোটরে দুইটি ওয়াইন্ডিং থাকে। মেইন ওয়াইন্ডিং ও অক্সোলারি ওয়াইন্ডিং। মোটরের গতির দিক পরিবর্তন করতে হলে, শুধু মাত্র অক্সোলারি ওয়াইন্ডিং এর সংযোগ এর দিক পরিবর্তন করলেই হবে। তাহলেই মোটর আগের গতির উল্টো গতিতে ঘুরবে।
See less