Home/ইঞ্জিঃ (ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স)/Page 4
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people’s questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people’s questions & connect with other people.
আপনার পাসওয়ার্ড ভুলেগেছেন? তাহলে আপনার ইমেইল এড্রেসটি লিখুন।প্রথমত, একটি কনফার্মেশন লিঙ্ক সহ ইমেইল যাবে উক্ত লিঙ্কে ক্লিক করে কনফার্ম করতে হবে।দ্বিতীয়ত, আরও একটা মেইল যাবে, যেখানে আপনার নতুন পাসওয়ার্ড উল্লেখ করা থাকবে, সেই পাসওয়ার্ড ব্যবহার করে আপনি লগিন করতে পারবেন।(বিঃদ্রঃ আপনার ইনবক্সে মেইল না পৌঁছালে স্প্যাম ফোল্ডার চেক করুন)
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
ডিফারেনশিয়াল রীলে কি?
ডিফারেনশিয়াল রীলে এমন এক ধরনের ডিভাইস, যা দুই বা ততোধিক ইলেকট্রিক্যাল মান বা দিকের ভেক্টর পার্থক্য, যখন একটি আগে থেকেই নির্ধারিত মানের চেয়ে বেশি বা কম হয় তখন এই রীলে কাজ করে সিস্টেমকে বা ইলেকট্রিক্যাল যন্ত্রকে রক্ষা করে।
ডিফারেনশিয়াল রীলে এমন এক ধরনের ডিভাইস, যা দুই বা ততোধিক ইলেকট্রিক্যাল মান বা দিকের ভেক্টর পার্থক্য, যখন একটি আগে থেকেই নির্ধারিত মানের চেয়ে বেশি বা কম হয় তখন এই রীলে কাজ করে সিস্টেমকে বা ইলেকট্রিক্যাল যন্ত্রকে রক্ষা করে।
See lessডায়োড কাকে বলে? কত প্রকার ও কী কী?
বর্তমান টেকনোলজিতে বহুল ব্যবহৃত কিছু ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে গুরুত্বপূর্ণ “ডাই” এবং “ইলেকট্রোড” এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডায়োড। ডায়োড কাকে বলে: তড়িৎ প্রবাহকে একটি নিদিষ্ট দিকে ধাবিত করার জন্য যে ইলেক্টিক ডিভাইজ ব্যবহৃত হয় তাকে ডায়োড বলে। এটি বিপরীত দিকের তড়িৎ প্রবাহকে বাধা প্রদান করে থাকে। আরোস্পষ্Read more
বর্তমান টেকনোলজিতে বহুল ব্যবহৃত কিছু ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে গুরুত্বপূর্ণ “ডাই” এবং “ইলেকট্রোড” এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডায়োড।
ডায়োড কাকে বলে: তড়িৎ প্রবাহকে একটি নিদিষ্ট দিকে ধাবিত করার জন্য যে ইলেক্টিক ডিভাইজ ব্যবহৃত হয় তাকে ডায়োড বলে। এটি বিপরীত দিকের তড়িৎ প্রবাহকে বাধা প্রদান করে থাকে।
আরোস্পষ্ট ভাষায় বলা যায় ডায়োড হল দুই টার্মিনাল বিশিষ্ট একটি বশেষ ধরনের ইলেকট্রনিক সেমিকন্ডাক্টর ডিভাইস যাতে একক ক্রিস্টালে নির্মিত একটি পিএন জংশন থাকে । এবং যা একমূখি কারেন্ট প্রবাহ সৃষ্টি করতে পারে ।এককথায় একটি পিএন জংশনকেই সেমিকন্ডাক্টর ডায়োড বা ক্রিস্টাল ডায়োড বলা হয় ।
ডায়োড কত প্রকার ও কী কী? ডায়োডের প্রকারভেদ:
ডায়োড বিভিন্ন প্রকারের হয়ে থাকে তার মধ্যে ইলেকট্রনিক্স সার্কিটে যে সকল ডায়োডের ব্যবহার সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেগুলো হলো-
ব্যবহারের দিক থেকে ডায়োড প্রধানত দুই প্রকার। যথা-
একটি ডায়োডের এক প্রান্ত অন গেইট এবং অপর প্রান্ত নট গেইট ।
See lessট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইনের জন্য কপার অপেক্ষা C.S.R তার ব্যবহার করা হয় কেন?
সমান রোধ সম্পন্ন কপারের তুলনায় A.C.S.R কন্ডাকটরের ব্যাস বেশি কিন্তু ওজনে হালকা। এছাড়া সর্বোচ্চ টান সহন ক্ষমতা কপারের তুলনায় বেশি। তাই ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইনের জন্য কপার এর পরিবর্তে C.S.R তার ব্যবহার করা হয়।
সমান রোধ সম্পন্ন কপারের তুলনায় A.C.S.R কন্ডাকটরের ব্যাস বেশি কিন্তু ওজনে হালকা। এছাড়া সর্বোচ্চ টান সহন ক্ষমতা কপারের তুলনায় বেশি। তাই ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইনের জন্য কপার এর পরিবর্তে C.S.R তার ব্যবহার করা হয়।
See lessট্রান্সফরমারের বৈশিষ্ট্যগুলো কী?
ট্রান্সফরমারের বৈশিষ্ট্যগুলো নিম্নে দেয়া হলো- ১. উভয় কয়েলের মধ্যে কোনরুপ বৈদ্যুতিক সংযোগ ছাড়াই বৈদ্যুতিক এনার্জি এক বর্তনী হতে আরেক বর্তনীতে স্থানান্তর করে থাকে। ২. এ কাজ করার সময় উভয় কয়েলের ফ্রিকুয়েন্সি সবসময় সমান থাকে। ৩. ইলেকট্রোম্যাগনেটি ইন্ডাকশন নীতিতে কাজ করে। ৪. এর কয়েলদ্বয় একটি অভিন্ন আয়রন কRead more
ট্রান্সফরমারের বৈশিষ্ট্যগুলো নিম্নে দেয়া হলো-
১. উভয় কয়েলের মধ্যে কোনরুপ বৈদ্যুতিক সংযোগ ছাড়াই বৈদ্যুতিক এনার্জি এক বর্তনী হতে আরেক বর্তনীতে স্থানান্তর করে থাকে।
২. এ কাজ করার সময় উভয় কয়েলের ফ্রিকুয়েন্সি সবসময় সমান থাকে।
৩. ইলেকট্রোম্যাগনেটি ইন্ডাকশন নীতিতে কাজ করে।
৪. এর কয়েলদ্বয় একটি অভিন্ন আয়রন কোর দ্বারা চুম্বকীয় ভাবে সংযুক্ত থাকে।
৫. উভয় কয়েলের কেভিএ পাওয়ার সবসময় সমান থাকে।
৬. কয়েলদ্বয়ের ভোল্টেজ এবং কারেন্টের পরিমাণ এদের প্যাঁচরে সংখ্যার এবং সাইজের উপর নির্ভর করে।
See lessটরোয়েড বা টরয়েড ট্রান্সফর্মার কি?
ইংরেজি টরাস (Torus) শব্দের অর্থ গোলাকার রিং বিশেষ। আর এই টরাস শব্দটি থকেই টরোয়েড শব্দটি এসেছে। এই টরোয়েড বা টরয়েড ট্রান্সফর্মার (Toroid Transformer) মূলত সাধারণ ট্রান্সফর্মার এর মতই একই নীতিতে কাজ করে থাকে। এর প্রকৃত নাম টরোয়ডাল বা টরওয়ডাল ট্রান্সফর্মার। এর গোল বা রিং আকৃতির জন্য এই নাম দেয়া হয়েছে।
ইংরেজি টরাস (Torus) শব্দের অর্থ গোলাকার রিং বিশেষ। আর এই টরাস শব্দটি থকেই টরোয়েড শব্দটি এসেছে। এই টরোয়েড বা টরয়েড ট্রান্সফর্মার (Toroid Transformer) মূলত সাধারণ ট্রান্সফর্মার এর মতই একই নীতিতে কাজ করে থাকে। এর প্রকৃত নাম টরোয়ডাল বা টরওয়ডাল ট্রান্সফর্মার। এর গোল বা রিং আকৃতির জন্য এই নাম দেয়া হয়েছে।
See lessচিকন জি-আই পাইপ দিয়ে আর্থিং করলে কেমন হবে?
চিকন জি-আই পাইপ দিয়ে আর্থিং করার কাজটি টেকনিক্যাল, এটি একজন ভালো ইলেক্ট্রিশিয়ানের মাধ্যমে করানো উচিৎ। যেসব ইলেক্টিক যন্ত্রপাতির বহিরাবরণ ধাতুর তৈরি, সেসব যন্ত্রপাতির বডি আর্থিং করতে হয়। বাসাবাড়ী, দোকান ইত্যাদি লো- ভোল্টেজ (২২০/৪৪০ ভোল্ট) গ্রাহকের জন্য আর্থ রেজিস্টেন্সের মান ৫ ওহম এর নিচে হতে হবে।
চিকন জি-আই পাইপ দিয়ে আর্থিং করার কাজটি টেকনিক্যাল, এটি একজন ভালো ইলেক্ট্রিশিয়ানের মাধ্যমে করানো উচিৎ। যেসব ইলেক্টিক যন্ত্রপাতির বহিরাবরণ ধাতুর তৈরি, সেসব যন্ত্রপাতির বডি আর্থিং করতে হয়। বাসাবাড়ী, দোকান ইত্যাদি লো- ভোল্টেজ (২২০/৪৪০ ভোল্ট) গ্রাহকের জন্য আর্থ রেজিস্টেন্সের মান ৫ ওহম এর নিচে হতে হবে।
See lessকেন উচ্চ ভোল্টেজে AC সরবরাহ করা হয়?
বিদ্যুৎ পরিবহনের সময় মূলত এসি কারেন্ট উচ্চ ভোল্টেজে সরবরাহ করা হয়। এর কারণ হলো নিম্নরূপ- পাওয়ার এর সূত্র থেকে আমরা জানি, P=VI এখানে, P = Power, V = Voltage, I = Current অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের গুণফলকে পাওয়ার বলে। কারেন্টের পরিমাণ কমিয়ে ভোল্টেজ বাড়ালেও মোট পাওয়ার সমান থাকবে। আবার কারেন্টের পরিমাRead more
বিদ্যুৎ পরিবহনের সময় মূলত এসি কারেন্ট উচ্চ ভোল্টেজে সরবরাহ করা হয়। এর কারণ হলো নিম্নরূপ-
পাওয়ার এর সূত্র থেকে আমরা জানি, P=VI
এখানে, P = Power, V = Voltage, I = Current
অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের গুণফলকে পাওয়ার বলে। কারেন্টের পরিমাণ কমিয়ে ভোল্টেজ বাড়ালেও মোট পাওয়ার সমান থাকবে। আবার কারেন্টের পরিমাণ বাড়িয়ে ভোল্টেজ কমালেও মোট পাওয়ার সমান থাকবে।
কারেন্ট প্রবাহের মাত্রা নির্ভর করে ক্যাবলের ক্ষেত্রফলের উপর। কারেন্ট প্রবাহ যত কম হবে ক্যাবলের ক্ষেত্রফলও তত কম ব্যবহার করা যাবে। আর আমরা জানি ক্যাবলের ক্ষেত্রফল যত কম হবে তার খরচও তত কম হবে।
সুতরাং ট্রান্সমিশন ভোল্টেজ বৃদ্ধি করা হলে এবং কম পরিমাণে কারেন্ট ব্যবহার করলে ট্রান্সমিশন ক্যাবলের খরচ কম পরবে। আমরা জানি, কারেন্ট প্রবাহ কম হলে ট্রান্সমিশন লাইন উত্তপ্ত কম হবে এবং এর ফলে কপার লস (I2R) ও কম হবে।
কপার লস কম হলে লাইনের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ ও কম হবে। এই সকল বিষয়ের উপর বিবেচনা করে ট্রান্সমিশন লাইনে পাওয়ার ঠিক রেখে কারেন্ট কমিয়ে ট্রান্সমিশন ভোল্টেজ বৃদ্ধি করা হয়ে থাকে।
See lessকৃষিখাতে একজন তড়িৎ প্রকৌশলীর ভূমিকা কি?
কৃষিখাতেও একজন তড়িৎ প্রকৌশলীর বেশ অবদান থাকে। কিন্তু অনেকেরই সেটা অজানা। আমাদের দেশে কৃষি মন্ত্রানালয়ের অধীনস্থ কৃষি উন্নয়ন কর্পোরেশান, রাইস রিসার্চ ইন্সটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তড়িৎ প্রকৌশলী নিয়োগ দিয়ে থাকে। এবার জানবো তড়িৎ প্রকৌশলীর সেখানে কি কাজ করে? ১) ইরিগ্রেশান সিস্টেমের জন্য সোলার প্যানRead more
কৃষিখাতেও একজন তড়িৎ প্রকৌশলীর বেশ অবদান থাকে। কিন্তু অনেকেরই সেটা অজানা। আমাদের দেশে কৃষি মন্ত্রানালয়ের অধীনস্থ কৃষি উন্নয়ন কর্পোরেশান, রাইস রিসার্চ ইন্সটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তড়িৎ প্রকৌশলী নিয়োগ দিয়ে থাকে। এবার জানবো তড়িৎ প্রকৌশলীর সেখানে কি কাজ করে? ১) ইরিগ্রেশান সিস্টেমের জন্য সোলার প্যানেল ডিজাইন অথবা এতে ব্যবহৃত মোটরের বিভিন্ন প্রকার ট্রাবলশুটিং; ২) বীজ উৎপাদন, সংরক্ষণ এর জন্য হিমাগারের বিদ্যুৎ ব্যবস্থা নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ; ৩) কৃষিতে অটোমেশান টেকনোলজির ব্যবহার যেমন অটো ইরিগ্রেশান, অটো সীড বেড প্রিপারেশান; ৪) কৃষি অফিসের বিভিন্ন ভবনের বিদ্যুতায়ন ব্যবস্থার নকশাচিত্র তৈরি করা; কৃষিখাতে একম আরও অনেক কাজ রয়েছে যেগুলো ও একজন তড়িৎ প্রকৌশলী করে থাকেন।
See lessওভার হেড লাইনের জন্য সাধারণত কি কি কন্ডাকটর ব্যবহার করা হয়?
ওভার হেড লাইনের জন্য সাধারণত যেসকল কন্ডাকটর ব্যবহার করা হয়, সেগুলো হলো- স্টিল কোরড অ্যালুমিনিয়াম; কপার; অ্যালুমিনিয়াম ও গ্যালভানাইজড স্টিল কন্ডাকটর। এছাড়া কতোগুলি বিশেষ ক্ষেত্রে ফসফার ব্রোঞ্জ, কপার ক্ল্যাড, ক্যাডমিয়াম কপার ইত্যাদি তার ব্যবহার করা হয়।
ওভার হেড লাইনের জন্য সাধারণত যেসকল কন্ডাকটর ব্যবহার করা হয়, সেগুলো হলো-
এছাড়া কতোগুলি বিশেষ ক্ষেত্রে ফসফার ব্রোঞ্জ, কপার ক্ল্যাড, ক্যাডমিয়াম কপার ইত্যাদি তার ব্যবহার করা হয়।
See lessIPS কাকে বলে?
IPS এর পূর্ণ নাম হলো- Instant Power Supply অর্থাৎ তাৎক্ষনিক-বিদ্যুৎ সরবরাহ। এটি এমন একটি Electrical Device যা বিদ্যুৎশক্তি সঞ্চয় করে রাখতে পারে এবং বিদ্যুৎ না থাকা অবস্থায় তাৎক্ষনিক ভাবে বিভিন্ন প্রকার বৈদ্যুতীক যন্ত্রপাতিতে ৮ থেকে ১০ মিলি সেকেন্ডের ভিতরে বিদ্যুৎ সরবরাহ দিতে পারে । IPS দ্বারা আমরাRead more
IPS এর পূর্ণ নাম হলো- Instant Power Supply অর্থাৎ তাৎক্ষনিক-বিদ্যুৎ সরবরাহ।
এটি এমন একটি Electrical Device যা বিদ্যুৎশক্তি সঞ্চয় করে রাখতে পারে এবং বিদ্যুৎ না থাকা অবস্থায় তাৎক্ষনিক ভাবে বিভিন্ন প্রকার বৈদ্যুতীক যন্ত্রপাতিতে ৮ থেকে ১০ মিলি সেকেন্ডের ভিতরে বিদ্যুৎ সরবরাহ দিতে পারে । IPS দ্বারা আমরা সাধারনত লাইট, ফ্যান,টেলিভিশন ইত্যাদি চালাতে পারি ।
See less