সুইসগিয়ার বলতে সাধারণত ইলেকট্রিক্যাল সিস্টেমে সুইসিং ব্যবস্থা, নিয়ন্ত্রণ, প্রটেকশন, পরিমাপ ও সিস্টেমে ভারসাম্য রক্ষাকারী সরঞ্জাম এবং ঐ সব সরঞ্জাম স্থাপনের কাঠামো, কক্ষ ও ওয়ারিং এর সমষ্টিকে বুঝায়।
সুইসগিয়ার বলতে সাধারণত ইলেকট্রিক্যাল সিস্টেমে সুইসিং ব্যবস্থা, নিয়ন্ত্রণ, প্রটেকশন, পরিমাপ ও সিস্টেমে ভারসাম্য রক্ষাকারী সরঞ্জাম এবং ঐ সব সরঞ্জাম স্থাপনের কাঠামো, কক্ষ ও ওয়ারিং এর সমষ্টিকে বুঝায়।
See less
কৃষিখাতেও একজন তড়িৎ প্রকৌশলীর বেশ অবদান থাকে। কিন্তু অনেকেরই সেটা অজানা। আমাদের দেশে কৃষি মন্ত্রানালয়ের অধীনস্থ কৃষি উন্নয়ন কর্পোরেশান, রাইস রিসার্চ ইন্সটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তড়িৎ প্রকৌশলী নিয়োগ দিয়ে থাকে। এবার জানবো তড়িৎ প্রকৌশলীর সেখানে কি কাজ করে? ১) ইরিগ্রেশান সিস্টেমের জন্য সোলার প্যানRead more
কৃষিখাতেও একজন তড়িৎ প্রকৌশলীর বেশ অবদান থাকে। কিন্তু অনেকেরই সেটা অজানা। আমাদের দেশে কৃষি মন্ত্রানালয়ের অধীনস্থ কৃষি উন্নয়ন কর্পোরেশান, রাইস রিসার্চ ইন্সটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তড়িৎ প্রকৌশলী নিয়োগ দিয়ে থাকে। এবার জানবো তড়িৎ প্রকৌশলীর সেখানে কি কাজ করে? ১) ইরিগ্রেশান সিস্টেমের জন্য সোলার প্যানেল ডিজাইন অথবা এতে ব্যবহৃত মোটরের বিভিন্ন প্রকার ট্রাবলশুটিং; ২) বীজ উৎপাদন, সংরক্ষণ এর জন্য হিমাগারের বিদ্যুৎ ব্যবস্থা নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ; ৩) কৃষিতে অটোমেশান টেকনোলজির ব্যবহার যেমন অটো ইরিগ্রেশান, অটো সীড বেড প্রিপারেশান; ৪) কৃষি অফিসের বিভিন্ন ভবনের বিদ্যুতায়ন ব্যবস্থার নকশাচিত্র তৈরি করা; কৃষিখাতে একম আরও অনেক কাজ রয়েছে যেগুলো ও একজন তড়িৎ প্রকৌশলী করে থাকেন।
See less