২২টি মুরগির কৃমিনাশক ঔষধের নাম তালিকা নিচে দেওয়া হলো:- (inbangla.net থেকে সংগ্রহিত) (বি:দ্র: কপি করা নিষিদ্ধ) ১) গোলকৃমি জন্য প্রচলিত ঔষধসমূহ (Common drugs for Round worm) পাইপেরাজিন (Piperazine) গ্রুপের ঔষধঃ ঔষধের নাম ও প্যাক ঔষধের উপাদান মাত্রা ও প্রয়োগবিধি কোম্পানির নাম Renaper/রেনাপার ১০Read more
২২টি মুরগির কৃমিনাশক ঔষধের নাম তালিকা নিচে দেওয়া হলো:-
(inbangla.net থেকে সংগ্রহিত)
(বি:দ্র: কপি করা নিষিদ্ধ)
১) গোলকৃমি জন্য প্রচলিত ঔষধসমূহ (Common drugs for Round worm)
পাইপেরাজিন (Piperazine) গ্রুপের ঔষধঃ
ঔষধের নাম ও প্যাক | ঔষধের উপাদান | মাত্রা ও প্রয়োগবিধি | কোম্পানির নাম |
Renaper/রেনাপার ১০ ও ১০০ গ্রাম প্যাকেট | পাইপেরাজিন | ১ গ্রাম/৩টি মুরগির জন্য সকাল বেলা | Renata |
Piper-Vet/পাইপার-ভেট ১০০, ৫০০ গ্রাম | পাইপারজিন | ১ গ্রাম/৩টি মুরগির জন্য সকাল বেলা | Square |
Eskapar/এসকাপার পাউডার ১০০ গ্রাম, ১ কেজি | পাইপারজিন সাইট্রেট | ১ গ্রাম/৩টি মুরগির জন্য সকাল বেলা | SK + F |
Ascarex/এসকারেক্স ১০০ গ্রাম ও ৫০০ গ্রাম | পাইপেরাজিন সাইট্রেট | ১ গ্রাম/৩টি মুরগির জন্য সকাল বেলা পানি/খাদ্যের সঙ্গের্ | ACI |
Paravet Powder/প্যারাভেট পাউডার ১০০ ও ৫০০ গ্রাম স্যাসেট | প্রতি গ্রামে আছে পাইপেরাজিন সাইট্রেট ইউএসপি ১ গ্রাম | ১ গ্রাম/৩টি মুরগির জন্য সকাল বেলা খাওয়াতে হবে | ACME |
Piperin WS Oral/পাইপারিন ডব্লিউএস ওরাল ১০, ১০০ গ্রাম ও ১ কেজি প্যাক | প্রতি গ্রামে আছে পাইপেরাজিন সাইট্রেট ইউএসপি ১ গ্রাম | ১ গ্রাম/৩টি মুরগির জন্য সকাল বেলা | Chemist |
লিভামিসোল (Levamisole) গ্রুপের ঔষধঃ
ঔষধের নাম ও প্যাক | ঔষধের উপাদান | মাত্রা ও প্রয়োগবিধি | কোম্পানির নাম |
Poulnex/পোলনেক্স ১০×২০ গ্রাম | লিভামিজল প্রতি গ্রামে ৩০০ মি.গ্রা | ১ গ্রাম/৬টি মুরগি সকালে | Novartis |
Elcaris Vet Powder/এলকারিস ভেট পাউডার ২০ ও ১০০ গ্রাম | গ্রামলিভামিজল প্রতি ৩০০ মি.গ্রা. | ১ গ্রাম/৬টি মুরগি সকালে | Square |
Lemivet/লেমিভেট ১০০ গ্রাম স্যাসেট | প্রতি গ্রামে আছে লিভামিসল হাইড্রোক্লোরাইড বিপি | ১ গ্রাম/৩টি মুরগি সকালে | Opsonin |
Neotrax Vet/নিওট্র্যাক্স ভেট ১০০ গ্রাম ও ৫০০ গ্রাম স্যাসেট | লিভামিসোল হাইড্রোক্লোরাইড | ১ গ্রাম/৬টি মুরগি সকালে | ACME |
Avinex Powder/এভিনেক্স পাউডার ১০ ও ১০০ গ্রাম স্যাসেট | প্রতি গ্রামে আছে লিভামিসোল, হাইড্রোক্লোরাইড বিপি ৩০০ মি.গ্রা ও সুক্রোজ বিপি ৭০০ মি.গ্রা | ১ গ্রাম/৬টি মুরগি সকালে | Renata |
Eskanex/এসকানেক্স ১০০ ও ৫০০ গ্রাম স্যাসেট | প্রতি গ্রামে আছে লিভামিসোল হাইড্রোক্লোরাইড বিপি | ১ গ্রাম/৬টি মুরগি সকালে | SK + F |
(inbangla.net থেকে সংগ্রহিত)
(বি:দ্র: কপি করা নিষিদ্ধ)
২) ফিতা কৃমির ঔষধ (Anthelmintics of Tape Worm)
ঔষধের নাম ও প্যাক | ঔষধের উপাদান | মাত্রা ও প্রয়োগবিধি | কোম্পানির নাম |
Niclovet Tablet/নিক্লোভেট ট্যাবলেট ১ গ্রাম | নিক্লোসোমাইড মনোহাইড্রেট ১০০০ মি.গ্রা | ১টি বোলাস ৩০টি মুরগির জন্য পানিতে মিশিয়ে একবার | FnF |
Niclosam Tablet/নিক্লোজাম ট্যাবলেট | নিক্লোসোমাইড মনোহাইড্রেট ১০০০ মি.গ্রা এবং লিভামিসল ৭৫ মি.গ্রা | ১টি বোলাস ৬টি মুরগির জন্য পানিতে মিশিয়ে একবার | Chemist |
Droncit/Prazivet (Praziquantel)/প্রাজিকোয়ানটল | প্রাজিকোয়ানটল | ২.৫-১০ মি.গ্রা/কেজি | – |
Benazol Bol./বেনাজল বোলাস | এলবেনডাজল ৬০০ মি.গ্রা | ১টি বোলাস ৩০টি মুরগির জন্য পানিতে মিশিয়ে একবার | ACME |
Endokil Tab./এন্ডোকিল ট্যাব. | এলবেনডাজল ৬০০ মি.গ্রা | ১টি বোলাস ৩০টি মুরগির জন্য পানিতে মিশিয়ে একবার | ACI |
Albencid Vet Bol./এলবেনসিড বোলাস | এলবেনডাজল ৬০০ মি.গ্রা | ১টি বোলাস ৩০টি মুরগির জন্য পানিতে মিশিয়ে একবার | Chemist |
Helmex Tab/হেলমেক্স ট্যাব. | এলবেনডাজল ৬০০ মি.গ্রা | ১টি ট্যাব. ৩০টি মুরগির জন্য পানিতে মিশিয়ে একবার | Renata |
Paraclear Tab/পেরাক্লিয়ার ট্যাব. | ফেনবেনডাজল ২৫০ মি.গ্রা | ৫ গ্রাম/কেজি খাদ্যে দিনে ১ বার মোট ৩ দিন | Techno |
Fenvet Bol./ফেনভেট বোলাস | ফেনবেনডাজল ২৫০ মি.গ্রা | ১টি বোলাস পানিতে মিশিয়ে ২০টি মুরগিকে দিনে একবার করে পর পর ৩ দিন | Globe |
(inbangla.net থেকে সংগ্রহিত)
(বি:দ্র: কপি করা নিষিদ্ধ)
৩) অন্তঃকৃমি ও বহিঃকৃমির ঔষধ (Drugs of Internal and External)
ঔষধের নাম ও প্যাক | ঔষধের উপাদান | মাত্রা ও প্রয়োগবিধি | কোম্পানির নাম |
ACImec 1% Solution/এসিমেক ১% সলুশন ১০০ মি.লি ও ১ লিটার | প্রতি মি.লি আইভারমেকটিন ১০ মি.গ্রা | ৭-৮ মি.লি ঔষধ ১ লিটার পানিতে মিশিয়ে পর পর ২ দিন খাওয়াতে হবে | ACI |
Negutox Powder/নিগুটক্স পাউডার ১০ গ্রাম স্যাসেট | নিগুভন | ছাই বা নারিকেল তেল সহযোগে গায়ে লাগাতে হবে ১ দিন, ১৪দিন পর পুনরায় লাগাতে হবে | Chemist |
(inbangla.net থেকে সংগ্রহিত)
(বি:দ্র: কপি করা নিষিদ্ধ)
See less
গরু/ছাগলকে কৃমির ঔষধ খাওয়ানোর বা ইনজেকশন দেওয়ার 10 টি সাধারন নিয়মাবলিঃ কৃমির ঔষধ সাধারণত সকালে খালি পেটে সেব্য। বাচ্চা হওয়ার পর গাভীকে কৃমিনাশক ঔষধ দেওয়া যাবে না। এতে দুধ শুকিয়ে যাবে। প্রাণিকে প্রজনন করার ৪৫ দিনের মধ্যে ঔষধ না খাওয়ানোই ভাল । গরুর ক্ষেত্রে ৭-৮ মাসের উপরে গর্ভবতী, ছাগলের ক্ষেত্রেRead more
গরু/ছাগলকে কৃমির ঔষধ খাওয়ানোর বা ইনজেকশন দেওয়ার 10 টি সাধারন নিয়মাবলিঃ
- কৃমির ঔষধ সাধারণত সকালে খালি পেটে সেব্য।
- বাচ্চা হওয়ার পর গাভীকে কৃমিনাশক ঔষধ দেওয়া যাবে না। এতে দুধ শুকিয়ে যাবে।
- প্রাণিকে প্রজনন করার ৪৫ দিনের মধ্যে ঔষধ না খাওয়ানোই ভাল ।
- গরুর ক্ষেত্রে ৭-৮ মাসের উপরে গর্ভবতী, ছাগলের ক্ষেত্রে ৩ মাসের উর্দ্ধে কৃমির ঔষধ না দেওয়া উত্তম।
- কৃমির ঔষধ নিয়মিত ৪ মাস পরপর উভয় কলিজা ও গোলকৃমির কৃমিনাশক ঔষধ খাওয়াতে হবে।
- কৃমিনাশক ঔষধ স্বাভাবিক ডোজ থেকে কোনক্রমে কম হলে কাজ হবে না ।
- কৃমিনাশক ঔষধ খাওয়ানোর পর ২-৪ ঘণ্টা খাবার দেওয়া উচিত না।
- কৃমিনাশক ঔষধ প্রাণিকে অত্যন্ত গরমের মধ্যে খাওয়ানো যাবে না। পেটে কৃমি না থাকলেও কৃমির ঔষধ খাওয়ালে ক্ষতি করবে না।
- প্রতিরোধ হিসেবে নিয়মিত কৃমিনাশক ঔষধ মাত্রাতিরিক্ত হলে ক্ষতি হয় না।
- কৃমিনাশক ঔষধ ব্যবহার করার পূর্বে অবশ্যই প্রাণির পায়খানা পরীক্ষা করে নিশ্চিত হয়ে খাওয়ানো উচিত।
See less