আসলেই কি জাইমোভেট কাজ করে? জাইমোভেট পাউডার হার্বাল নাকি এলোপ্যাথি? জাইমোভেট অতিরিক্ত খাওয়ালে কোন অসুবিধা হতে পারে কি? কি পরিমাণে কি নিয়মে খাওেয়ালে ভালো হয়? ভাইমোভেট নিয়মিত খাওনো যায় কোন কারণ ছাড়া?
গরুর স্বাভাবিক তাপমাত্রা 100.4 থেকে 102.8 ডিগ্রি ফারেনহাইট। গবাদিপশু উষ্ণরক্তবাহী প্রাণী হওয়ায় যে কোন প্রতিকূল অবস্থার মধ্যেও দেহের তাপমাত্রার তেমন কোন পরিবর্তন হয় না। পশু সংক্রামক রোগে আক্রান্ত হলেই সাধারণত দেহের তাপমাত্রা বৃদ্ধি পায়। দেহের বাহ্যিক তাপমাত্রা অভ্যন্তরীণ তাপমাত্রার চেয়ে অনেক কম। তাইRead more
গরুর স্বাভাবিক তাপমাত্রা 100.4 থেকে 102.8 ডিগ্রি ফারেনহাইট।
গবাদিপশু উষ্ণরক্তবাহী প্রাণী হওয়ায় যে কোন প্রতিকূল অবস্থার মধ্যেও দেহের তাপমাত্রার তেমন কোন পরিবর্তন হয় না।
পশু সংক্রামক রোগে আক্রান্ত হলেই সাধারণত দেহের তাপমাত্রা বৃদ্ধি পায়। দেহের বাহ্যিক তাপমাত্রা অভ্যন্তরীণ তাপমাত্রার চেয়ে অনেক কম। তাই গবাদিপশুর দেহাভ্যন্তারের প্রকৃত তাপমাত্রা নির্ণয় করা হয়।
প্রাণীদেহের তাপমাত্রা পরীক্ষা করে বিভিন্ন ধরনের রোগ নির্ণয় করা যায়। রোগ ছাড়াও বিভিন্ন
কারণে শরীরের তাপমাত্রার তারতম্য হতে পারে।
জাইমোভেট একমি কোম্পানির পাউডার ঔষধ। সব ঔষধের দোকানে এটি পাবেন। জাইমোভেট মূলত ভেষজ উপাদান সমৃদ্ধ পাউডার যা খাবার পানির সাথে গুলিয়ে খাওয়াতে হয়। জাইমোভেট এর কাজঃ ১. গরুর পেটে গ্যাস হলে জাইমোভেট পাওডার তা উপসমে কাজ করে। ২. গরু, মহিষ, ঘোড়া, ছাগল, ভেড়া ইত্যাদি গবাদি পশুর হজম ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। ৩Read more
জাইমোভেট একমি কোম্পানির পাউডার ঔষধ। সব ঔষধের দোকানে এটি পাবেন। জাইমোভেট মূলত ভেষজ উপাদান সমৃদ্ধ পাউডার যা খাবার পানির সাথে গুলিয়ে খাওয়াতে হয়।
জাইমোভেট এর কাজঃ
১. গরুর পেটে গ্যাস হলে জাইমোভেট পাওডার তা উপসমে কাজ করে।
২. গরু, মহিষ, ঘোড়া, ছাগল, ভেড়া ইত্যাদি গবাদি পশুর হজম ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।
৩. গবাদিপশুর পেটের পিএইচ এর মান নিয়ন্ত্রিত রাখতে সাহায্য করে।
উপাদানঃ
জাইমোভেটের উপাদান গুলো দেখে আমরা সহজেই বুঝতে পারি যে পেট ফাঁপা বা গ্যাসের জন্য এটি চমৎকার ঔষধ। এটি ৫ টি উপাদান দিয়ে তৈরিঃ
উপাদান সমূহের কাজঃ
- এ্যামোনিয়াম বাইকার্বোনেট এবং সোডিয়াম বাইকার্বোনেট উভয়ে মূলত খাবার সোডা বা বেকিং সোডা। সোডা মূলত পেটে সৃষ্ট এসিডের সাথে বিক্রিয়া করে পেটের এসিডিটির পরিমাণ কমায়।
- নাক্সভোমিকা হলো একধরনের ভেসজ উপাদান যা পিত্তরস তৈরি করে খাবার দ্রুত হজম করায়।
- জিনজার পাউডার হলো শুকনো আদার গুড়া, আদা যে কি পরিমান গ্যাস কমাতে পারে সেটা আমরা সবাই জানি।
- জেনসিয়ান পাউডার, জেনসিয়ান হলো অপরাজিতা ফুলের মতো দেখতে এক ধরনের পাহাড়ি ভেসজ ফুল যা ক্ষুধা বৃদ্ধি করে।
See less