সাধারণত গরুর গড় আয়ু ১২ বছর হয়ে থাকে।
সাধারণত গরুর গড় আয়ু ১২ বছর হয়ে থাকে।
See lessSign Up to our social questions and Answers Engine to ask questions, answer people’s questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people’s questions & connect with other people.
আপনার পাসওয়ার্ড ভুলেগেছেন? তাহলে আপনার ইমেইল এড্রেসটি লিখুন।প্রথমত, একটি কনফার্মেশন লিঙ্ক সহ ইমেইল যাবে উক্ত লিঙ্কে ক্লিক করে কনফার্ম করতে হবে।দ্বিতীয়ত, আরও একটা মেইল যাবে, যেখানে আপনার নতুন পাসওয়ার্ড উল্লেখ করা থাকবে, সেই পাসওয়ার্ড ব্যবহার করে আপনি লগিন করতে পারবেন।(বিঃদ্রঃ আপনার ইনবক্সে মেইল না পৌঁছালে স্প্যাম ফোল্ডার চেক করুন)
You must login to ask a question.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
ছাগলটির জ্বর কেন হয়েছে তা খুজে বের করুন! আপনি যদি এটা বুঝতে পারেন যে আপনার গরুরর কেন জ্বর হয়েছে ধরুন আপনার চিকিৎসা অর্ধেকটা এগিয়ে গেলেন। মনে রাখবেন, জ্বর একটা উপসর্গ বা লক্ষণ মাত্র। জ্বরের পাশা পাশি আর কোন কোন লক্ষণ রয়েছে সেগুলো দেখতে ও বুঝতে করতে হবে। অতপর সবগুলো বিষয় মিলিয়ে এটা বুঝতে হবে যে, এগুলোRead more
ছাগলটির জ্বর কেন হয়েছে তা খুজে বের করুন! আপনি যদি এটা বুঝতে পারেন যে আপনার গরুরর কেন জ্বর হয়েছে ধরুন আপনার চিকিৎসা অর্ধেকটা এগিয়ে গেলেন।
মনে রাখবেন, জ্বর একটা উপসর্গ বা লক্ষণ মাত্র। জ্বরের পাশা পাশি আর কোন কোন লক্ষণ রয়েছে সেগুলো দেখতে ও বুঝতে করতে হবে।
অতপর সবগুলো বিষয় মিলিয়ে এটা বুঝতে হবে যে, এগুলো কোন রোগকে বা কোন সমস্যাটিকে নির্দেশ করছে।
এবং তারপর আপনি জ্বরের এবং সেই রোগ/সমস্যাটির চিকিৎসা/সমাধান শুরু করে দিবেন…
অবশ্যই আপনার পশুর জ্বর ভালো হবে।
গরুর জ্বর এসেছে, আপনি জ্বরের চিকিৎসা করতে থাকলেন, এতে জ্বর ভালো হবে না, কারণ ও রোগ বা সমস্যিাটি যেমন ছিল তেমনই থেওকে যাবে।
আপনার ছাগলের জ্বর আসলে কেমন তা জানতে জ্বর পরিমাপ করুন। তাপমাত্রা নির্ণয়ের পরিবেশঃ
১. ছায়াতে বিশ্রামরত অবস্থায় শান্ত পরিবেশে তাপমাত্রা নেয়া উচিত।
২. প্রখর রৌদ্র বা বৃষ্টির মধ্যে থাকা অবস্থায় গবাদিপশুর তাপমাত্রা নেয়া উচিত নয়।
৩. দীর্ঘপথ হাটা বা দৌড়ানোর পর ক্লান্ত অবস্থায় তাপমাত্রা নির্ণয় করা সঠিক নয়।
৪. পশু উত্তেজিত অবস্থায় থাকলে স্বাভাবিক তাপমাত্রা নির্ণয় করা যায় না।
তাপমাত্রা দেখার নিয়মঃ
গবাদিপশুর মলদ্বারে থার্মোমিটার প্রবেশ করিয়ে কমপক্ষে এক মিনিটকাল রেখে বের করে
নিতে হয়। এরপর থার্মোমিটারে পারদের মাপ দেখে তাপমাত্রা নির্ণয় করা যায়। চিত্রে গবাদিপশুর দেহের স্বভাবিক তাপমাত্রা উল্লেখ করা হয়েছে।
আশা করি আপনার প্রশ্নে উত্তরটি দিতে পেরেছি।
See lessছাগলের দুধের ৫টি উপকারিতাঃ ব্ল্যাক বেঙ্গল ছাগলের দুধ অত্যন্ত পুষ্টিকর। গুণগতমানে এই দুধ মানুষ বা গরুর দুধের থেকেও সেরা। ১) গরুর দুধের তুলনায় এই দুধ সহজে হজম হয়। দুধের চর্বির কণিকা ক্ষুদ্র ও সহজপাচ্য। তাই এই দুধ রোগীদের জন্য পথ্য ও শিশুদের জন্য উপযুক্ত খাদ্য হিসেবে বিবেচিত হয়। ২) শিশুদের জন্য মায়Read more
ব্ল্যাক বেঙ্গল ছাগলের দুধ অত্যন্ত পুষ্টিকর। গুণগতমানে এই দুধ মানুষ বা গরুর দুধের থেকেও সেরা।
১) গরুর দুধের তুলনায় এই দুধ সহজে হজম হয়। দুধের চর্বির কণিকা ক্ষুদ্র ও সহজপাচ্য। তাই এই দুধ রোগীদের জন্য পথ্য ও শিশুদের জন্য উপযুক্ত খাদ্য হিসেবে বিবেচিত হয়।
২) শিশুদের জন্য মায়ের দুধের বিকল্প হিসেবে ছাগলের দুধ গরুর দুধের থেকে বেশি উপযোগী। কারণ, এতে যক্ষ্মা রোগের জীবাণু থাকার সম্ভাবনা অত্যন্ত কম।
৩) ছাগলের দুধ অ্যালার্জিক পদার্থমুক্ত এবং বিভিন্ন পুষ্টি উপাদানে ভরপুর। এই দুধে ভিটামিন-এ, নিকোটিনিক অ্যাসিড, কোলিন, ইনসিটল ইত্যাদি বেশি পরিমাণে এবং ভিটামিন-বি৬ ও ভিটামিন-সি অল্প পরিমাণে রয়েছে।
৪) দুধ একটি আদর্শ খাদ্য হলেও গরুমহিষের দুধে ভিটামিন-সি-এর অভাব থাকায় একে মানুষের জন্য একটি সম্পূর্ণ খাদ্য বলা যায় না। অপরদিকে ছাগলের দুধ ভিটামিন সি রয়েছে।
৫) ছাগলের দুধে মানুষ ও গরুর দুধের তুলনায় ক্যালসিয়াম, ফসফরাস ও ক্লোরিন বেশি এবং লোহা কম থাকে। এছাড়াও এ দুধে যথেষ্ট পরিমাণে সোডিয়াম, কপার বা তামা ও অন্যান্য খনিজপদার্থ থাকে।
কিন্তু ছাগলের দুধের এত গুণ থাকা সত্ত্বেও আমাদের মধ্যে অনেকেই ছাগলের দুধ পছন্দ করেন না। ছাগলের দুধ পানে অনভ্যস্ততা এবং পর্যাপ্ত পরিমাণে সহজলভ্য না হওয়াকেই এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা যায়।
See lessগরুর রোগ: প্রাণির রক্তশূন্যতা (Anaemia of Animal) চিকিৎসা/ঔষধপত্রঃ For a Heifer Cow (একটি বকনা গাভীর জন্য) Rx- (1) Feroplus Powder 200gm x 1 Pk. ঔষধ প্রয়োগের নিয়ম: ১ চা চামচ দিনে ২ বার ১ মাস। Or, Syp. Ferovet 100ml x 2 botle ঔষধ প্রয়োগের নিয়ম: ৫০ মি.লি করে দিনে একবার মুখে খাওয়াতে হবে। (2)Read more
For a Heifer Cow (একটি বকনা গাভীর জন্য)
Rx-
(1) Feroplus Powder 200gm x 1 Pk.
ঔষধ প্রয়োগের নিয়ম: ১ চা চামচ দিনে ২ বার ১ মাস।
Or,
Syp. Ferovet 100ml x 2 botle
ঔষধ প্রয়োগের নিয়ম: ৫০ মি.লি করে দিনে একবার মুখে খাওয়াতে হবে।
(2) Inj. Hempro-Vet/Inj. Ferrivet/Inj. Hematopan B1250ml/Inj. Hemovit 10ml/Inj. ACItol-B12 10ml x 1 vial,
ঔষধ প্রয়োগের নিয়ম: ১০ মি.লি মাংসে ৩-৫ দিন পর পর মোট ৫টি ইঞ্জেকশন দিতে হবে।
See lessগরুর রোগ: গরু-মহিষের উকুনের সংক্রমণ (Lice Infestaion of Cattle and Buffalo ) চিকিৎসা/ঔষধপত্রঃ For a Cow (একটি গাভীর জন্য) Rx- Inj. Acimec 1%/Inj. A-Mectin/Inj. Ivertin/Inj. Vermic/Inj. Clomectin-C 10 ml × 1 vial ঔষধ প্রয়োগের নিয়ম: ১০০-১৫০ কেজি ওজনের প্রাণির জন্য ৫ মি.লি চামড়ার নিচে দিতে হবে।Read more
For a Cow (একটি গাভীর জন্য)
Rx-
Inj. Acimec 1%/Inj. A-Mectin/Inj. Ivertin/Inj. Vermic/Inj. Clomectin-C 10 ml × 1 vial
ঔষধ প্রয়োগের নিয়ম: ১০০-১৫০ কেজি ওজনের প্রাণির জন্য ৫ মি.লি চামড়ার নিচে দিতে হবে।
অথবা,
Malathion/Parathion/Seven/Dimecron— 10ml/10gm
ঔষধ প্রয়োগের নিয়ম: যে কোন একটি কীটনাশক ঔষধ ১ গ্রাম বা ১ মি.লি/১.৫ লিটার পানির সঙ্গে মিশিয়ে সমস্ত শরীরে কাপড় দিয়ে লাগাতে হবে। শুধু চোখ, মুখ, নাক বাদে এবং ২ ঘণ্টা পরে পরিষ্কার পানি দ্বারা গোসল করাতে হবে। ৭ দিন পর পুনরায় একই নিয়মে ঔষধের যে কোন একটি ব্যবহার করতে হবে।
See lessছাগি হিটে আসলে পাঠা দেখাতে হয় এটাই নিয়ম।কিন্তু অনেক নতুন ছাগল পালন কারি আছেন যাদের ঘর একটাই আবার এক দুই টা খাশি আছে। খাশি থাকার দরুন আপনার ছাগি হিটে আসলে আপনি বুঝতে পারবেন বা খাশি আপনাকে বুঝতে সাহায্য করবে। তেমনি খাশি আপনার বিজ দেয়া ছাগলের বিজ ফেলে দিতেও সাহায্য করবে। কারণ, সকালে ছাগি হিটে আসছে আপনিRead more
ছাগি হিটে আসলে পাঠা দেখাতে হয় এটাই নিয়ম।কিন্তু অনেক নতুন ছাগল পালন কারি আছেন যাদের ঘর একটাই আবার এক দুই টা খাশি আছে।
খাশি থাকার দরুন আপনার ছাগি হিটে আসলে আপনি বুঝতে পারবেন বা খাশি আপনাকে বুঝতে সাহায্য করবে। তেমনি খাশি আপনার বিজ দেয়া ছাগলের বিজ ফেলে দিতেও সাহায্য করবে।
কারণ, সকালে ছাগি হিটে আসছে আপনি বিকালে পাঠা দেখালেন কিন্তু আপনার তো ঘড় একটাই আলাদা রাখার ঘড় নেই আপনি কি করবেন। রাতে সব ছাগল যখন একই ঘরে রাখবেন ছাগি তখন ও ঠাণ্ডা হয়নি অর্থাৎ খাশি ছাগিকে আবার ও তারাবে বা পিঠে উঠবে। এতে ছাগি আরো গরম হবে এতে বিজ ফেলে দেয়ার প্রবনতা বেশি বাড়বে বা ফেলে দিবে।
আপনি যদি আজ সকালে গরম হওয়া ছাগল কাল সকালে পাঠা দেখান তাহলে ছাগি বাড়িতে আনার পর ছাগিকে বাইরে বা অন্যগুলা বাইরে থাকলে ছাগিকে ঘরে সারা দিন রাখতে পারবেন। অবশ্য দুই তিন ঘন্টা দাড় করিয়ে রাখলে ভাল হয়।
এতে আপনার ছাগিকে দেয়া বিজ থেকে যাবে দ্বিতিয় বার পাঠার কাছে নেয়ার দরকার হবেনা। ছাগিকে ২৪ ঘন্টা পর বিজ দেয়ার সুবিধা হল ছাগির ডাক শেষের দিকে থাকলে বিজ ধরে ভাল।
বেশি গরম অবস্থায় পাঠা দেখালে বিজ দিলে অতিরিক্ত গরম হওয়ার দরুন বিজ ফেলে দিবে মিউকাস পরতে থাকবে।
বিজ দিলে হিসাব করে দিন যাদের পাঠা আছে তাদের এ সমস্যা হবেনা সকাল বিকাল বিজ দিতে পারবেন।
-AH Goat farm
See lessগরুর জ্বর হলে তা বোঋার উপায় হলো- ১. গরুর কান ঠান্ডা হয়ে থাকবে। ২. গরু খাবার খাবে না। ৩. গরুর কাঁপুনি হবে। ৪. গবাদিপশুর মলদ্বারে থার্মোমিটার প্রবেশ করিয়ে কমপক্ষে এক মিনিটকাল রেখে বের করে নিতে হয়। এরপর থার্মোমিটারে পারদের মাপ দেখে তাপমাত্রা নির্ণয় করা যায়। 100.4 থেকে 102.8 থাকলে স্বাভাবিক, এর বেশি তRead more
১. গরুর কান ঠান্ডা হয়ে থাকবে।
২. গরু খাবার খাবে না।
৩. গরুর কাঁপুনি হবে।
৪. গবাদিপশুর মলদ্বারে থার্মোমিটার প্রবেশ করিয়ে কমপক্ষে এক মিনিটকাল রেখে বের করে
নিতে হয়। এরপর থার্মোমিটারে পারদের মাপ দেখে তাপমাত্রা নির্ণয় করা যায়। 100.4 থেকে 102.8 থাকলে স্বাভাবিক, এর বেশি তাপমাত্রা থাকলে বুঝবেন গরুর জ্বর এসেছে।
বি:দ্র:তাপমাত্রা পরিমাপের সময়-
১. ছায়াতে বিশ্রামরত অবস্থায় শান্ত পরিবেশে তাপমাত্রা নেয়া উচিত।
২. প্রখর রৌদ্র বা বৃষ্টির মধ্যে থাকা অবস্থায় গবাদিপশুর তাপমাত্রা নেয়া উচিত নয়।
৩. দীর্ঘপথ হাটা বা দৌড়ানোর পর ক্লান্ত অবস্থায় তাপমাত্রা নির্ণয় করা সঠিক নয়।
৪. পশু উত্তেজিত অবস্থায় থাকলে স্বাভাবিক তাপমাত্রা নির্ণয় করা যায় না।
আশ করি বুঝতে পেরেছেন।
See lessলিভার টনিক: একমি কম্পানির – হেপাফিট। জিংক: এস কে এফ কম্পানির – জিংক কেয়ার।
লিভার টনিক: একমি কম্পানির – হেপাফিট।
জিংক: এস কে এফ কম্পানির – জিংক কেয়ার।
গরুর শাল দুধের উপকারিতাঃ নিচে গরুর শাল দুধের ৯টি উপকারিতা দেওয়া হলো- শালদুধের রঙ হলুদ এবং এই দুধ আঠালো (Viscous) হয়। গরম করলে কলস্ট্রাম জমাট বেধে যায়। স্বাভাবিক দুধের তুলনায় শালদুধে ৩-৫ গুণ বেশি আমিষ থাকে। এই আমিষের অধিকাংশই গ্লোবিউলিন (Globulin) নামক আমিষ যা রোগপ্রতিরোধী অ্যান্টিবডিসমৃদ্ধ (AntibRead more
নিচে গরুর শাল দুধের ৯টি উপকারিতা দেওয়া হলো-
গরুর রোগ: প্রাণির দুর্বলতা (Weakness or Debility of Animal) চিকিৎসা/ঔষধপত্রঃ For a Cross-bed Cow (একটি দো-আঁশলা গাভীর জন্য) Rx- (1) Capton-PD Oral Suspension 500, 1 litre (2) Gromin SE 500, 2 kg, 25 kg (3) Phoscal PD 500 ml, 1 litre, 5 litres (4) Interphos 250 ml, 500 ml, 1 litre (5) Capton-PD 500 mRead more
গরুর রোগ: প্রাণির দুর্বলতা (Weakness or Debility of Animal) চিকিৎসা/ঔষধপত্রঃ
For a Cross-bed Cow (একটি দো-আঁশলা গাভীর জন্য)
Rx-
(1) Capton-PD Oral Suspension 500, 1 litre
(2) Gromin SE 500, 2 kg, 25 kg
(3) Phoscal PD 500 ml, 1 litre, 5 litres
(4) Interphos 250 ml, 500 ml, 1 litre
(5) Capton-PD 500 ml, 1 litre
(6) Ayucal-D 500ml, 1 kg, 10 kg
(8) Vitamix 10 gm, 5 kg, 10 kg
(8) CP Vet IL
(9) Renacal-P IL/5L
(10) Calvit HP 250ml, 1 litre Contn.
(11) Capsola 1 litre container
(12) Sancal Vet Oral 1 litre container
ঔষধ প্রয়োগের নিয়ম: উপরের যে কোন একটি ক্যালসিয়াম সমৃদ্ধ ঔষধ প্রতিটি সংকর জাতের গাভীকে ২০-৩০ মি.লি বা গ্রাম অথবা ৪-৬ বা ২-৪ চা চামম নিয়মিত খাওয়ানো যায়। অথবা, মাসে ৭ দিন খাওয়ালে প্রাণির স্বাস্থ্য বৃদ্ধিসহ দুধ উৎপাদন ও প্রজনন ক্ষমতা অনেক গুণে বৃদ্ধি পায়।
অথবা,
(1) Vitaphos 30, 50ml, 100ml
(2) Inj. Hematopan-B₁2
(3) Inj. Catophos 30, 50, 100 ml
(4) Inj. Vitamin AD3E 50ml, 100 ml
(5) Inj. Politech 100ml
(6) Metafos 50ml
(8) Inj. Aminovit-Plus 5 ml, 10 ml
(8) Inj. Cofavit 500-100 ml
(9) Inj. Vita ADE 10 ml, 100 ml
(10) Inj. A-Sol Vet 100 ml
ঔষধ প্রয়োগের নিয়ম: উপরের যে কোন একটি ভিটামিন সমৃদ্ধ ঔষধ প্রতিটি সংকর জাতের গাভীকে ২০ মি.লি করে শিরায় বা মাংসপেশীতে ৩-৫ দিন পর পর মোট ৩টি ইঞ্জেকশন দিতে হবে। এতে গাভীর স্বাস্থ্য বৃদ্ধিসহ দুধ উৎপাদন ও প্রজনন ক্ষমতা অনেক গুণে বৃদ্ধি পায়।
See less