গরুর রোগ: বাছুর গরুর কৃমি রোগ (Vorm Infestation of Calves) চিকিৎসা/ঔষধপত্রঃ For a Calf (একটি বাছুর গরুর জন্য) (1) Pow. Digitop/Pow. Nzyme/Pow. Zymovet/Pow. Stomavet/Pow. Divet 20gm/Pow. Zymogen vet 20 gm x 3 Pk. ঔষধ প্রয়োগের নিয়ম: যে কোন একটি ঔষধ রুচির জন্য ১/২ প্যাকেট ২৫০ মি.লি পানির সঙ্গেRead more
গরুর রোগ: বাছুর গরুর কৃমি রোগ (Vorm Infestation of Calves) চিকিৎসা/ঔষধপত্রঃ
For a Calf (একটি বাছুর গরুর জন্য)
(1) Pow. Digitop/Pow. Nzyme/Pow. Zymovet/Pow. Stomavet/Pow. Divet 20gm/Pow. Zymogen vet 20 gm x 3 Pk.
ঔষধ প্রয়োগের নিয়ম: যে কোন একটি ঔষধ রুচির জন্য ১/২ প্যাকেট ২৫০ মি.লি পানির সঙ্গে মিশিয়ে বোতল/বাঁশের চোঙ্গার মাধ্যমে দিনে ২ বার করে পর পর ৩ দিন খাওয়াইতে হবে।
(2) Pow. PC-Vet/Pipervet/Avipar/Ascarex/Piragine 100mg
ঔষধ প্রয়োগের নিয়ম: প্রতি কেজি দৈহিক ওজনের জন্য ২২০ মি.গ্রা. হিসেবে অথবা একটি ছোট বাছুর গরুকে ১-২ চা চামচ পাউডার চিটপাগুড়ের সঙ্গে মিশিয়ে জিহ্বায় লাগিয়ে দিতে হবে। এই ঔষধ বাছুর গরুর বয়স ১০ দিন থেকে ৬ মাস বয়স পর্যন্ত খাওয়াতে হবে।
Or,
Tab. Almex 600mg/Fenvet 400mg/Ralnex 600ml/Helmex 600mg/Levavet 600mg/Wormkill 600mg/Peraclear 250/Endokill 600mg
ঔষধ প্রয়োগের নিয়ম: যে কোন একটি ঔষধ প্রতি ৪০-৭৫ কেজির জন্য একটি কলার পাতায় মুড়িয়ে খালি পেটে খাওয়াতে হবে।
(3) Tab. Anorexon/Rumix Bolus/Roxyvet/Anora ( 60 )
ঔষধ প্রয়োগের নিয়ম: প্রতিটি বাছুর গরুকে প্রতিবার ১টি করে সকাল ও বিকাল মোট ২টি করে ১ মাস খাওয়াতে হবে।
See less
কাশ্মিরি ছাগলের লোমকে পশমিনা বলা হয়। পশমিনা মোটা ও রঙিন হতে পারে। এগুলো দেখতে উলের মতোই তবে আকারে লম্বা, গড়ে ২.৫ সে.মি. হয়ে থাকে। প্রতিটি ছাগল থেকে বছরে গড়ে ১০০-১২০ গ্রাম পশমিনা উৎপন্ন হয় উৎপাদন কম বলে দাম অনেক বেশি। পশমিনা সূক্ষ্মতা বা মিহিত্বের (fineness) জন্য বিখ্যাত।
কাশ্মিরি ছাগলের লোমকে পশমিনা বলা হয়। পশমিনা মোটা ও রঙিন হতে পারে। এগুলো দেখতে উলের মতোই তবে আকারে লম্বা, গড়ে ২.৫ সে.মি. হয়ে থাকে। প্রতিটি ছাগল থেকে বছরে গড়ে ১০০-১২০ গ্রাম পশমিনা উৎপন্ন হয় উৎপাদন কম বলে দাম অনেক বেশি। পশমিনা সূক্ষ্মতা বা মিহিত্বের (fineness) জন্য বিখ্যাত।
See less