গরুর রোগ: এঁড়ে/বলদ গরুর ধাতুরোগ (Balanoposthitis of Bull/Bullock) চিকিৎসা/ঔষধপত্রঃ For a Bull (একটি এঁড়ে গরুর জন্য) Rx- (1) Inj. Ampicillin 1gm/Inj. Amcox (2)5 gm x 4 vials ঔষধ প্রয়োগের নিয়ম: ১ ভায়াল ঔষধ ১০ মি.লি বিশুদ্ধ পানির সঙ্গে মিশিয়ে মাংসপেশীতে পর পর ৪ দিন দিতে হবে। অথবা, Inj. Combipen VeRead more
গরুর রোগ: এঁড়ে/বলদ গরুর ধাতুরোগ (Balanoposthitis of Bull/Bullock) চিকিৎসা/ঔষধপত্রঃ
For a Bull (একটি এঁড়ে গরুর জন্য)
Rx-
(1) Inj. Ampicillin 1gm/Inj. Amcox (2)5 gm x 4 vials
ঔষধ প্রয়োগের নিয়ম: ১ ভায়াল ঔষধ ১০ মি.লি বিশুদ্ধ পানির সঙ্গে মিশিয়ে মাংসপেশীতে পর পর ৪ দিন দিতে হবে।
অথবা,
Inj. Combipen Vet 40 lac/Inj. Penbacllin 40 lac/Pronapen 40 lac/Bipen Vet 40 lac × 3 vials
ঔষধ প্রয়োগের নিয়ম: প্রতিদিন ১০ মি.লি মাংসপেশীতে প্রয়োগ করতে হবে মোট ৩ দিন।
(2) Potassium Permanganate (ppm) 0.01 solution 2000 ml
ঔষধ প্রয়োগের নিয়ম: লিঙ্গ গহ্বর উক্ত দ্রবণ দ্বারা ডুসক্যানের মাধ্যমে ধুয়ে দিতে হবে পর পর ৪ দিন।
See less
বাচ্চা ছাগল ব্যবস্থাপনাঃ ১→ সাধারণত দু'সপ্তাহ বয়স থেকেই বাচ্চারা কাঁচা ঘাস বা লতাপাতা খেতে আরম্ভ করে। তাই এদের নাগালের মধ্যে কিছু কিছু কচি ঘাস, লতাপাতা এবং দানাদার খাদ্য রাখতে হয়। এতে এরা আস্তে আস্তে কঠিন খাদ্য খেতে অভ্যস্ত হয়। এসময় বাচ্চাদের জন্য প্রচুর উন্মুক্ত আলো-বাতাসের ব্যবস্থা করা প্রয়োজRead more
বাচ্চা ছাগল ব্যবস্থাপনাঃ
১→ সাধারণত দু’সপ্তাহ বয়স থেকেই বাচ্চারা কাঁচা ঘাস বা লতাপাতা খেতে আরম্ভ করে। তাই এদের নাগালের মধ্যে কিছু কিছু কচি ঘাস, লতাপাতা এবং দানাদার খাদ্য রাখতে হয়। এতে এরা আস্তে আস্তে কঠিন খাদ্য খেতে অভ্যস্ত হয়। এসময় বাচ্চাদের জন্য প্রচুর উন্মুক্ত আলো-বাতাসের ব্যবস্থা করা প্রয়োজন।.
২→ গ্রীষ্মকালে দিনের বেলা গাছের নিচে পরিমাণমতো জায়গায় বেড়া দিয়ে বাচ্চা পালন করা যায়। এতে এরা একদিকে পর্যাপ্ত ছায়া পেতে পারে। অন্যদিকে, দৌড়াদৌড়ি এবং ব্যয়াম করারও প্রচুর সুযোগ পায় যা তাদের স্বাস্থ্যরক্ষার জন্য অত্যন্ত দরকারী।
৩→ প্রতিটি বাচ্চা ছাগলকে জন্মের প্রথম সপ্তাহে দৈনিক ৩০০-৩২৫ মি.লি. দুধ ৩-৪ বারে পান করাতে হবে। ধীরে ধীরে দুধের পরিমাণ বৃদ্ধি করে ৬-৭ সপ্তাহে তা ৭৫০-৮৫০ মি.লি.-এ উন্নীত করতে হবে।
৪→ দুধের বিকল্প খাদ্য ৩ সপ্তাহ বয়সের পর খেতে দেয়া যেতে পারে। ৩ সপ্তাহ থেকে ৩ মাস বয়স পর্যন্ত বাচ্চাকে দিনে দুবেলা দুধ বা দুধের বিকল্প খাদ্য সরবরাহ করতে হবে। ১০-১১ সপ্তাহে দৈনিক দুধ সরবরাহের পরিমাণ ২০০-১০০ মি.লি. নামিয়ে আনতে হবে। এসময় দৈনিক ৩০০-৩৫০ গ্রাম দানাদার খাদ্য ও প্রচুর কচি ঘাস, লতাপাতা সরবরাহ করতে হবে।
৫→ ৩-৪ মাস বয়সে দুধ পান করানো পুরোপুরি বন্ধ করে দিতে হবে। কারণ, এসময় বাচ্চা বড় হয়ে যায় এবং কঠিন খাদ্যদ্রব্য খাওয়ার জন্য এদের পাকস্থলী পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়।
৬→ প্রজননের কাজে ব্যবহারের উদ্দেশ্য না থাকলে ২-৩ মাস বয়সেই পুরুষ বাচ্চাগুলোকে খাসি করে দিতে হবে। কারণ, এটা প্রমাণিত সত্য যে, খাসি করলে মাংসের গুণাগুণ বৃদ্ধি পায়। অন্যথায় এদেরকে স্ত্রী বাচ্চার (doe kid) কাছ থেকে আলাদা করে পালন করতে হবে।
৭→ শরৎ ও হেমন্ত কালে ছাগলের মৃত্যুহার অত্যধিক বেশি থাকে। এসময় কৃমির আক্রমণ দেখা দিতে পারে। তাছাড়া নিউমোনিয়া (Pneumonia) এবং এন্টারোটক্সিমিয়া (Enterotoxaemia) ব্যাপক হারে দেখা দিতে পারে। তাই এসময় সতর্কতা অবলম্বন করা উচিত। বাচ্চার বয়স দু’সপ্তাহ হলে প্রথম বার এবং দু’মাস পূর্ণ হলে দ্বিতীয় বার নির্ধারিত মাত্রায় কৃমির ওষুধ সেবন করাতে হবে।