২ ভাবে গরুর বয়স বোঝা যায়। ১) গরুটির দাঁত দেখে। ২) গরুর শিঁং দেখে। গরুটির দাঁত দেখে বয়স নির্ণয়ঃ গরুর বাচ্চা প্রসব হওয়ার সময় থেকে মুরু করে বাছুরের ১ সপ্তাহ বয়সে সামনের অস্থায়ী দাঁত গজায় এবং ৫-৬ মাসের মধ্যে অস্থায়ী দাঁত সবগুলো উঠে যায়। গবাদিপশুর যখন দুটি স্থায়ী দাঁত ওঠে তখন পশুটির বয়স হবে ১৯-২৪ মাস অর্Read more
২ ভাবে গরুর বয়স বোঝা যায়।
১) গরুটির দাঁত দেখে। ২) গরুর শিঁং দেখে।
গরুটির দাঁত দেখে বয়স নির্ণয়ঃ
গরুর বাচ্চা প্রসব হওয়ার সময় থেকে মুরু করে বাছুরের ১ সপ্তাহ বয়সে সামনের অস্থায়ী দাঁত গজায় এবং ৫-৬ মাসের মধ্যে অস্থায়ী দাঁত সবগুলো উঠে যায়। গবাদিপশুর যখন দুটি স্থায়ী দাঁত ওঠে তখন পশুটির বয়স হবে ১৯-২৪ মাস অর্থাৎ গরুর বয়স ২ বছর। এর পর প্রতি ৬ মাস অন্তর অন্তর এক জোড়া করে স্থায়ী দাঁত উঠে।
অস্থায়ী ও স্থায়ী দাঁতের মধ্যে পার্থক্য হলো দাঁতগুলো কিছুটা সরু, দুই দাঁতের মাঝে ফাঁকা থাকবে এবং স্থায়ী দাঁত মোটা হয়ে ওঠবে এবং দুই দাঁতের গোড়ায় কোন ফাঁকা থাকবে না।
গরুর শিঁং দেখে বয়স নির্ণয়ঃ
শিং এ গোলাকার রিং দেখে প্রতি রিংয়ের সংখ্যা এর সাথে ১ বছর যোগ করলে গরুর বয়স বোঝা যায়।
See less
গরুর রোগ: প্রাণির দুর্বলতা (Weakness or Debility of Animal) চিকিৎসা/ঔষধপত্রঃ For a Cross-bed Cow (একটি দো-আঁশলা গাভীর জন্য) Rx- (1) Capton-PD Oral Suspension 500, 1 litre (2) Gromin SE 500, 2 kg, 25 kg (3) Phoscal PD 500 ml, 1 litre, 5 litres (4) Interphos 250 ml, 500 ml, 1 litre (5) Capton-PD 500 mRead more
গরুর রোগ: প্রাণির দুর্বলতা (Weakness or Debility of Animal) চিকিৎসা/ঔষধপত্রঃ
For a Cross-bed Cow (একটি দো-আঁশলা গাভীর জন্য)
Rx-
(1) Capton-PD Oral Suspension 500, 1 litre
(2) Gromin SE 500, 2 kg, 25 kg
(3) Phoscal PD 500 ml, 1 litre, 5 litres
(4) Interphos 250 ml, 500 ml, 1 litre
(5) Capton-PD 500 ml, 1 litre
(6) Ayucal-D 500ml, 1 kg, 10 kg
(8) Vitamix 10 gm, 5 kg, 10 kg
(8) CP Vet IL
(9) Renacal-P IL/5L
(10) Calvit HP 250ml, 1 litre Contn.
(11) Capsola 1 litre container
(12) Sancal Vet Oral 1 litre container
ঔষধ প্রয়োগের নিয়ম: উপরের যে কোন একটি ক্যালসিয়াম সমৃদ্ধ ঔষধ প্রতিটি সংকর জাতের গাভীকে ২০-৩০ মি.লি বা গ্রাম অথবা ৪-৬ বা ২-৪ চা চামম নিয়মিত খাওয়ানো যায়। অথবা, মাসে ৭ দিন খাওয়ালে প্রাণির স্বাস্থ্য বৃদ্ধিসহ দুধ উৎপাদন ও প্রজনন ক্ষমতা অনেক গুণে বৃদ্ধি পায়।
অথবা,
(1) Vitaphos 30, 50ml, 100ml
(2) Inj. Hematopan-B₁2
(3) Inj. Catophos 30, 50, 100 ml
(4) Inj. Vitamin AD3E 50ml, 100 ml
(5) Inj. Politech 100ml
(6) Metafos 50ml
(8) Inj. Aminovit-Plus 5 ml, 10 ml
(8) Inj. Cofavit 500-100 ml
(9) Inj. Vita ADE 10 ml, 100 ml
(10) Inj. A-Sol Vet 100 ml
ঔষধ প্রয়োগের নিয়ম: উপরের যে কোন একটি ভিটামিন সমৃদ্ধ ঔষধ প্রতিটি সংকর জাতের গাভীকে ২০ মি.লি করে শিরায় বা মাংসপেশীতে ৩-৫ দিন পর পর মোট ৩টি ইঞ্জেকশন দিতে হবে। এতে গাভীর স্বাস্থ্য বৃদ্ধিসহ দুধ উৎপাদন ও প্রজনন ক্ষমতা অনেক গুণে বৃদ্ধি পায়।
See less