inbangla.net/qna Latest Questions
আমার নাম মোঃ আনিছুর রহমান , বাড়ি – কুড়িগ্রাম এর উলিপুর থানা, আমি ২৯ , আমি বেকার, আমি ছাগল এর খামার করার চেষ্টা করতেছি কিন্তু আমি বুজতেছিনা না আমি কিভাবে শুরু করবো ? ১.কটা ছাগল দিয়ে শুরু করবো? আর কটা মাদি ছাগল এর জন্য কটা পুরুষ ছাগল লাগবে ? ২. পুরুষ ছাগল টা কোন জাতের হতে হবে ? ২.কোন জাতের ছাগল দিয়ে শুরু করবো ? ৩.কটা ছাগল এর জন্য কতটুকু ঘাসের জমি লাগবে ? ৪.কোন কোন ঘাস চাষ করতে হবে? ৫. ছাগল এর সুষম বা দানাদার খাবার কি কি ? ৬. কিভাবে প্রতিদিন এর প্রতিটা ছাগল এর খাবার নির্ধারণ করবো ? ৭. কটা ছাগল এর জন্য কটু জমির জন্য কত টুকু ছাগল থাকার জন্য জায়গা লাগবে? আর ছাগলের থাকার জায়গা টা কেমন হতে হবে ? ৮.কোন কোন ঋতু তে কোন কোন রোগে ছাগল আক্রান্ত হতে পারে আর তার প্রতিকার কি কি ? ৯. কোন কোন ভিটামিন /মিনারেল/জিঙ্ক খাওয়ানো যায় ? ১০.কৃমির ডোজ কিভাবে দিতে হবে ? ১১. কোন জীবাণু নাশক দিয়ে ছাগল কে গোসল কড়াইতে হবে ? প্লিজ জানাবেন? অনুরোধে আনিছুর।
ছাগলের খুব জ্বর, সর্দি, কাশি, হাঁপানি হচ্ছে, কী ঔষধ দিলে রোগ নিরাময় হবে, একটু বলে দিন, ছাগলের বয়স-কয়েকটি বাচ্ছা ৬মাস, কয়েকটি বাচ্ছা ৫মাস।
আমার গরুটা,,সকাল বিকাল ১৮ লিটার দুধ দেই,,,১ ম বিয়ান,,,প্রায় ৬/৭ মাস হলো,,, দিনে রাতে সব সময় অনেক শব্দ করে গ্যাস ছাড়ে,,,আমি রুমেন ই,,জাইমোভেট,,নাভা,, গ্যাস এর সিরাপ খাবার সোডা এসব অনেক খাওয়াছি,, কাজহয়নি,,,এখন আমার করনীয় কি সবাই জানাবেন,,আমি ঘুব গরীব ঘরের মেয়ে,,, জানালে আমার পরিবারের অনেক উপকার হতো।
আনুমানিক রাত দশটায় গরুকে খৈল, ভুসি, ঘাস, পরিমানে একটু বেশি খাওয়ানো হয়। তার আগে সন্ধ্যা ছয়টায় ভাত খাওয়ানো হয় । তার পরদিন সকালে গরুর পাতলা পায়খানা হয় এবং সারা দিন তেমন কিছু খায় না। এখন গরুর শরীর দুর্বল হয়ে যাচ্ছে। বি.দ্র. গরুকে আজ সারাদিন কিছুটা স্যালাইন এবং ২ লিটার পানি খাওয়ানো হয়েছে আর তেমন কিছুই খেতে চাচ্ছে না। গরুর ওজন প্রায় 120 কেজি এবং কোরবানির পশু। এই অবস্থায় করণীয় কি?
বকনা গাভী ২০২১ সালের অক্টোবরের ৯ তারিখ বীজ দিছি,কিন্তু আজকে ৯ মাস ১৫দিন হলো,কিন্তু গাভী এখনো বাচ্চা প্রসব করে নাই…গাভী বাচ্চা প্রসবে সর্বোচ্চ কতদিন সময় নেয়??খুব টেনশন হচ্ছে 😥,অতি আদরের গাভী
মুরগির পক্স, ঠাণ্ডা এবং রানিখেত রোগের চিকিৎসা যদি বলে দিতেন তবে অনেক উপকৃত হতাম…।।
ছাগলের ও ভেড়ার ফিতাকৃমি (Tape Worm of Sheep) চিকিৎসা/ঔষধপত্রঃ For Sheep (ভেড়ার জন্য) Rx- Bol. Mensonil 1gm/Bol. Niclosam Plus 175 mg/Bol. Niclovet 75 mg ব্যবহারের নিয়ম: ১-০১৫ কেজি দৈহিক ওজনের জন্য একটি ট্যাবলেট।
ছাগলের ও ভেড়ার ফিতাকৃমি (Tape Worm of Sheep) চিকিৎসা/ঔষধপত্রঃ
For Sheep (ভেড়ার জন্য)
Rx-
Bol. Mensonil 1gm/Bol. Niclosam Plus 175 mg/Bol. Niclovet 75 mg
ব্যবহারের নিয়ম: ১-০১৫ কেজি দৈহিক ওজনের জন্য একটি ট্যাবলেট।
See less