গরুর রোগ: গরু-মহিষের উকুনের সংক্রমণ (Lice Infestaion of Cattle and Buffalo ) চিকিৎসা/ঔষধপত্রঃ For a Cow (একটি গাভীর জন্য) Rx- Inj. Acimec 1%/Inj. A-Mectin/Inj. Ivertin/Inj. Vermic/Inj. Clomectin-C 10 ml × 1 vial ঔষধ প্রয়োগের নিয়ম: ১০০-১৫০ কেজি ওজনের প্রাণির জন্য ৫ মি.লি চামড়ার নিচে দিতে হবে।Read more
গরুর রোগ: গরু-মহিষের উকুনের সংক্রমণ (Lice Infestaion of Cattle and Buffalo ) চিকিৎসা/ঔষধপত্রঃ
For a Cow (একটি গাভীর জন্য)
Rx-
Inj. Acimec 1%/Inj. A-Mectin/Inj. Ivertin/Inj. Vermic/Inj. Clomectin-C 10 ml × 1 vial
ঔষধ প্রয়োগের নিয়ম: ১০০-১৫০ কেজি ওজনের প্রাণির জন্য ৫ মি.লি চামড়ার নিচে দিতে হবে।
অথবা,
Malathion/Parathion/Seven/Dimecron— 10ml/10gm
ঔষধ প্রয়োগের নিয়ম: যে কোন একটি কীটনাশক ঔষধ ১ গ্রাম বা ১ মি.লি/১.৫ লিটার পানির সঙ্গে মিশিয়ে সমস্ত শরীরে কাপড় দিয়ে লাগাতে হবে। শুধু চোখ, মুখ, নাক বাদে এবং ২ ঘণ্টা পরে পরিষ্কার পানি দ্বারা গোসল করাতে হবে। ৭ দিন পর পুনরায় একই নিয়মে ঔষধের যে কোন একটি ব্যবহার করতে হবে।
See less
ভালো ছাগলের মাংসের বৈশিষ্ট্যঃ মাংসের রঙ কালচে বা গাঢ় লাল হবে। চর্বি অত্যন্ত তাজা হবে যা ভেড়ার মাংসের ন্যায় আঁশের ভাঁজে ভাঁজে থাকবে না। বরং মাংসের উপরে একটা পাতলা আবরণের মতো থাকবে। চর্বি সাদা থেকে হলুদ বর্ণের হতে পারে। উৎকৃষ্ট মাংসের মধ্যে রক্তের শিরা-উপশিরাগুলো রক্তশূন্য থাকবে। মাংসের মধ্যে কোনোRead more
ভালো ছাগলের মাংসের বৈশিষ্ট্যঃ
- মাংসের রঙ কালচে বা গাঢ় লাল হবে।
- চর্বি অত্যন্ত তাজা হবে যা ভেড়ার মাংসের ন্যায় আঁশের ভাঁজে ভাঁজে থাকবে না। বরং মাংসের উপরে একটা পাতলা আবরণের মতো থাকবে। চর্বি সাদা থেকে হলুদ বর্ণের হতে পারে।
- উৎকৃষ্ট মাংসের মধ্যে রক্তের শিরা-উপশিরাগুলো রক্তশূন্য থাকবে।
- মাংসের মধ্যে কোনো ধরনের অস্বাভাবিক গন্ধ থাকবে না ।
- মাংস তাজা ও উজ্জ্বল হবে।
See less