ছাগলটির জ্বর কেন হয়েছে তা খুজে বের করুন! আপনি যদি এটা বুঝতে পারেন যে আপনার গরুরর কেন জ্বর হয়েছে ধরুন আপনার চিকিৎসা অর্ধেকটা এগিয়ে গেলেন। মনে রাখবেন, জ্বর একটা উপসর্গ বা লক্ষণ মাত্র। জ্বরের পাশা পাশি আর কোন কোন লক্ষণ রয়েছে সেগুলো দেখতে ও বুঝতে করতে হবে। অতপর সবগুলো বিষয় মিলিয়ে এটা বুঝতে হবে যে, এগুলোRead more
ছাগলটির জ্বর কেন হয়েছে তা খুজে বের করুন! আপনি যদি এটা বুঝতে পারেন যে আপনার গরুরর কেন জ্বর হয়েছে ধরুন আপনার চিকিৎসা অর্ধেকটা এগিয়ে গেলেন।
মনে রাখবেন, জ্বর একটা উপসর্গ বা লক্ষণ মাত্র। জ্বরের পাশা পাশি আর কোন কোন লক্ষণ রয়েছে সেগুলো দেখতে ও বুঝতে করতে হবে।
অতপর সবগুলো বিষয় মিলিয়ে এটা বুঝতে হবে যে, এগুলো কোন রোগকে বা কোন সমস্যাটিকে নির্দেশ করছে।
এবং তারপর আপনি জ্বরের এবং সেই রোগ/সমস্যাটির চিকিৎসা/সমাধান শুরু করে দিবেন…
অবশ্যই আপনার পশুর জ্বর ভালো হবে।
গরুর জ্বর এসেছে, আপনি জ্বরের চিকিৎসা করতে থাকলেন, এতে জ্বর ভালো হবে না, কারণ ও রোগ বা সমস্যিাটি যেমন ছিল তেমনই থেওকে যাবে।
আপনার ছাগলের জ্বর আসলে কেমন তা জানতে জ্বর পরিমাপ করুন। তাপমাত্রা নির্ণয়ের পরিবেশঃ
১. ছায়াতে বিশ্রামরত অবস্থায় শান্ত পরিবেশে তাপমাত্রা নেয়া উচিত।
২. প্রখর রৌদ্র বা বৃষ্টির মধ্যে থাকা অবস্থায় গবাদিপশুর তাপমাত্রা নেয়া উচিত নয়।
৩. দীর্ঘপথ হাটা বা দৌড়ানোর পর ক্লান্ত অবস্থায় তাপমাত্রা নির্ণয় করা সঠিক নয়।
৪. পশু উত্তেজিত অবস্থায় থাকলে স্বাভাবিক তাপমাত্রা নির্ণয় করা যায় না।
তাপমাত্রা দেখার নিয়মঃ
গবাদিপশুর মলদ্বারে থার্মোমিটার প্রবেশ করিয়ে কমপক্ষে এক মিনিটকাল রেখে বের করে
নিতে হয়। এরপর থার্মোমিটারে পারদের মাপ দেখে তাপমাত্রা নির্ণয় করা যায়। চিত্রে গবাদিপশুর দেহের স্বভাবিক তাপমাত্রা উল্লেখ করা হয়েছে।
আশা করি আপনার প্রশ্নে উত্তরটি দিতে পেরেছি।
See less
ছাগলের ডায়রিয়া হলে চিকিৎসার প্রথম ধাপ হলো কি জন্য ডায়রিয়া হলো তার কারণ খুঁজে বের করা। ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে শরীর থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়ে যায়। যত দ্রুত পানি স্বল্পতা পূরণ করা যাবে, ইন-শা-আল্লাহ তত দ্রুত ছাগল সুস্থ হয়ে উঠবে। যদি দুই মাস বয়সের নিচের বাচ্চা ছাগল হয় সেক্ষেত্রে মেট্রিল সিRead more
ছাগলের ডায়রিয়া হলে চিকিৎসার প্রথম ধাপ হলো কি জন্য ডায়রিয়া হলো তার কারণ খুঁজে বের করা। ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে শরীর থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়ে যায়। যত দ্রুত পানি স্বল্পতা পূরণ করা যাবে, ইন-শা-আল্লাহ তত দ্রুত ছাগল সুস্থ হয়ে উঠবে।
যদি দুই মাস বয়সের নিচের বাচ্চা ছাগল হয় সেক্ষেত্রে মেট্রিল সিরাপ সাথে ডিডিনীল পাউডার, যদি দুই মাস+ বয়স ছাগল হয় সেক্ষেত্রে বায়োগাড পাউডার এবং ট্যাবলেট সালফন সাথে ট্যাবলেট রেনামেট ভেট ও ভেট বা খাবার স্যালাইন অথবা ডাবের পানি খাওয়ান আর যদি প্রেগন্যান্ট ছাগি হয় সেক্ষেত্রে ট্যাবলেট ই সালফা অথবা সালফা 3 এবং ইনজেকশন সেলিডন দিতে পারেন পাশাপাশি ডাবের পানি বা স্যালাইন খাওয়ান, প্রতিটি মেডিসিন নির্দেশনা অনুযায়ী ব্যবহার করবেন, দুইতিন দিন সকল ধরনের দানাদার পূর্বের তুলনায় 60%+ কম করে দিবেন বাকীটা আল্লাহপাকের নেক ইচ্ছা।
See less