বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের গায়ের লোম ছোট, মসৃণ ও নরম। তাই চামড়া নরম, পুরু ও উন্নতমানের। চামড়ার তন্ত্র (fibre) অত্যন্ত ঘনভাবে সন্নিবেশিত থাকে এবং চামড়া অত্যন্ত স্থিতিস্থাপক (elastic) হয়। এই চামড়া যে কোনো আবহাওয়ায় বেশি দিন টিকে । আর্দ্র জলবায়ু এবং পানিতেও সহজে নষ্ট হয় না। এসব কারণে ব্লRead more
বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের গায়ের লোম ছোট, মসৃণ ও নরম। তাই চামড়া নরম, পুরু ও উন্নতমানের। চামড়ার তন্ত্র (fibre) অত্যন্ত ঘনভাবে সন্নিবেশিত থাকে এবং চামড়া অত্যন্ত স্থিতিস্থাপক (elastic) হয়। এই চামড়া যে কোনো আবহাওয়ায় বেশি দিন টিকে । আর্দ্র জলবায়ু এবং পানিতেও সহজে নষ্ট হয় না। এসব কারণে ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়ার চাহিদা বিশ্ববাজারে অত্যন্ত বেশি।
See less
ছাগলের শরীরের স্বাভাবি তাপমাত্রা ১০১.৩০ -১০৩.৫ ডিগ্রি ফারেনহাইট। কিছু কিছু কারণে ছাগলের শরীরের স্বাভাবিক তাপমাত্রায় পরিবর্তন দেখা যায়। যেমন: ১. দিনের প্রথমভাগে তাপমাত্রা কম হয়, আর শেষদিকে বেশি হয়। ২. গবাদিপশু ডাক আসলে বা গরম হলে এবং গর্ভকালের শেষদিকে তাপমাত্রা বেড়ে যায়। ৩. অত্যধিক পরিশ্রম করলে দেহেরRead more
ছাগলের শরীরের স্বাভাবি তাপমাত্রা ১০১.৩০ -১০৩.৫ ডিগ্রি ফারেনহাইট।
কিছু কিছু কারণে ছাগলের শরীরের স্বাভাবিক তাপমাত্রায় পরিবর্তন দেখা যায়। যেমন:
See less১. দিনের প্রথমভাগে তাপমাত্রা কম হয়, আর শেষদিকে বেশি হয়।
২. গবাদিপশু ডাক আসলে বা গরম হলে এবং গর্ভকালের শেষদিকে তাপমাত্রা বেড়ে
যায়।
৩. অত্যধিক পরিশ্রম করলে দেহের তাপমাত্রা বেড়ে যায়।
৪. খাদ্য গ্রহণের পরপরই তাপমাত্রা বাড়ে, আবার পানি খাওয়ালে তাপমাত্রা কমে।
৫. ক্ষুদ্রকার পশুর দেহের তাপমাত্রা বৃহদাকার প্রাণীর চেয়ে বেশি থাকে।
৬. গর্ভবতী ও অল্প বয়স্ক প্রাণীর তাপমাত্রা গর্ভহীন ও অধিক প্রাণী অপেক্ষা বেশি থাকে।