“প্রোমিল্ক ট্যাবলেট” এবং “ক্যালফা পিডি প্লাস” গতকাল থেকে খাওয়ানোর কারণেই সম্ভবত পানির চাপ আসছে। আপনি দুধ বারার ঔষদ খাবান বন্ধ করুন তার পরে দেখা জাবে। “মেস্টিহিলার পাউডার” ১০০ গ্রাম করে ২/৩ দিন খাওয়ান। “এভেইলা ৪ পাউডার” ২০, গ্রাম করে ৪/৫ দিন খাওয়ান। “কিটোই-ভেট টেবলেট” ৩ টা খাওয়ান এক সাথে। কপূর আর সরিRead more
“প্রোমিল্ক ট্যাবলেট” এবং “ক্যালফা পিডি প্লাস” গতকাল থেকে খাওয়ানোর কারণেই সম্ভবত পানির চাপ আসছে।
আপনি দুধ বারার ঔষদ খাবান বন্ধ করুন তার পরে দেখা জাবে।
“মেস্টিহিলার পাউডার” ১০০ গ্রাম করে ২/৩ দিন খাওয়ান।
“এভেইলা ৪ পাউডার” ২০, গ্রাম করে ৪/৫ দিন খাওয়ান।
“কিটোই-ভেট টেবলেট” ৩ টা খাওয়ান এক সাথে।
কপূর আর সরিষার তেল মিশ করে ওলানে মালিশ করেন।
See less
ছাগলের শরীরের স্বাভাবি তাপমাত্রা ১০১.৩০ -১০৩.৫ ডিগ্রি ফারেনহাইট। কিছু কিছু কারণে ছাগলের শরীরের স্বাভাবিক তাপমাত্রায় পরিবর্তন দেখা যায়। যেমন: ১. দিনের প্রথমভাগে তাপমাত্রা কম হয়, আর শেষদিকে বেশি হয়। ২. গবাদিপশু ডাক আসলে বা গরম হলে এবং গর্ভকালের শেষদিকে তাপমাত্রা বেড়ে যায়। ৩. অত্যধিক পরিশ্রম করলে দেহেরRead more
ছাগলের শরীরের স্বাভাবি তাপমাত্রা ১০১.৩০ -১০৩.৫ ডিগ্রি ফারেনহাইট।
কিছু কিছু কারণে ছাগলের শরীরের স্বাভাবিক তাপমাত্রায় পরিবর্তন দেখা যায়। যেমন:
See less১. দিনের প্রথমভাগে তাপমাত্রা কম হয়, আর শেষদিকে বেশি হয়।
২. গবাদিপশু ডাক আসলে বা গরম হলে এবং গর্ভকালের শেষদিকে তাপমাত্রা বেড়ে
যায়।
৩. অত্যধিক পরিশ্রম করলে দেহের তাপমাত্রা বেড়ে যায়।
৪. খাদ্য গ্রহণের পরপরই তাপমাত্রা বাড়ে, আবার পানি খাওয়ালে তাপমাত্রা কমে।
৫. ক্ষুদ্রকার পশুর দেহের তাপমাত্রা বৃহদাকার প্রাণীর চেয়ে বেশি থাকে।
৬. গর্ভবতী ও অল্প বয়স্ক প্রাণীর তাপমাত্রা গর্ভহীন ও অধিক প্রাণী অপেক্ষা বেশি থাকে।