নিম্ন লিখিত কারণে ওযু ভঙ্গ হয়- শরীরের কোন অংশ থেকে রক্ত বা পুঁজ বের হয়ে গড়িয়ে পড়লে। যে কোন অবস্থায় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে। প্রস্রাব বা পায়খানা করলে। মুখ ভরে বমি হলে। পায়খানা প্রস্রাবের পথ দিয়ে কোন কিছু বের হলে। জ্ঞান হারালে। পাগল বা মাতাল হলে। নামাযের মধ্যে উচ্চস্বরে হাসলে। গুহ্যদ্বার দিযRead more
নিম্ন লিখিত কারণে ওযু ভঙ্গ হয়-
- শরীরের কোন অংশ থেকে রক্ত বা পুঁজ বের হয়ে গড়িয়ে পড়লে।
- যে কোন অবস্থায় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে।
- প্রস্রাব বা পায়খানা করলে।
- মুখ ভরে বমি হলে।
- পায়খানা প্রস্রাবের পথ দিয়ে কোন কিছু বের হলে।
- জ্ঞান হারালে।
- পাগল বা মাতাল হলে।
- নামাযের মধ্যে উচ্চস্বরে হাসলে।
- গুহ্যদ্বার দিয়ে কৃমি বের হলে ।
- স্বামী-স্ত্রীর গোপন অঙ্গ একত্রে মিলিত হলে।
আমরা জনি ওযুর ফরয ৪টি। মানুষের জীবনকে সুন্দর করে গড়ে তােলার জন্য মহান আল্লাহ তায়ালা তার বান্দাদেরকে হৃদয়ের পবিত্রতা অর্জনের পাশা-পাশি বাহ্যিক পবিত্রতার প্রথম ধাপ হিসেবে ওযূর বিধানাবলী বর্ণনা করেন । মহান আল্লাহ পবিত্র কুরঅঅনে বলেন, “হে মুমিনগণ, যখন তোমরা সালাতে দন্ডায়মান হতে চাও, তখন তোমাদের মুখ ওRead more
আমরা জনি ওযুর ফরয ৪টি।
মানুষের জীবনকে সুন্দর করে গড়ে তােলার জন্য মহান আল্লাহ তায়ালা তার বান্দাদেরকে হৃদয়ের পবিত্রতা অর্জনের পাশা-পাশি বাহ্যিক পবিত্রতার প্রথম ধাপ হিসেবে ওযূর বিধানাবলী বর্ণনা করেন ।
মহান আল্লাহ পবিত্র কুরঅঅনে বলেন, “হে মুমিনগণ, যখন তোমরা সালাতে দন্ডায়মান হতে চাও, তখন তোমাদের মুখ ও কনুই পর্যন্ত হাত ধৌত কর, মাথা মাসেহ কর এবং টাখনু পর্যন্ত পা (ধৌত কর)। আর যদি তোমরা অপবিত্র থাক, তবে ভালোভাবে পবিত্র হও।…” [আল-মায়িদাহ ৫:৬]
নামায যেহেতু শ্রেষ্ঠ ইবাদাত, সেহেতু আল্লাহ তায়ালা বান্দাহকে উত্তম । রূপে পবিত্রতা লাভ করার নিয়মাবলী বর্ণনা করে দিয়েছেন ।
আলােচ্য আয়াতের আলােকে ওযুর ৪ টি ফরয নিম্নে দেয়া হলাে-
- সম্পূর্ণ মুখ-মণ্ডল ভালভাবে ধৌত করা। অর্থাৎ ললাটের উপরিভাগের চুল গজানাের স্থান হতে থুতনীর নীচ পর্যন্ত এবং এক কানের লতি হতে অন্য কানের লতি পর্যন্ত ভালভাবে ধৌত করা।
- কনুইসহ দু’হাত ভালভাবে ধৌত করা।
- মাথার চার ভাগের এক ভাগ, মাসেহ করা।
- দু’পায়ের ছােট গিরাসহ ধৌত করা।
See less