চোখেরি জলে লেখা কতো যে কবিতা, গানটির লিরিক্স নিম্নরূপ- চোখেরি জলে লেখা কতো যে কবিতা। ঝরে পড়ে প্রতিদিনি তোমারি নামে। যেদিনি চোখের জল শুকিয়ে যাবে। মনে রেখো সেদিন আমার মরন হবে। ভুলে যদি যাও তুমি এই আমাকে। পারবে না ভুলে যেতে স্মৃতি গুলোকে। সব কিছু এখানেই জানি পড়ে রবে। ধুকে ধুকে জীবনটাকে পাড়ি দিতে হবRead more
চোখেরি জলে লেখা কতো যে কবিতা, গানটির লিরিক্স নিম্নরূপ-
চোখেরি জলে লেখা কতো যে কবিতা।
ঝরে পড়ে প্রতিদিনি তোমারি নামে।
যেদিনি চোখের জল শুকিয়ে যাবে।
মনে রেখো সেদিন আমার মরন হবে।
ভুলে যদি যাও তুমি এই আমাকে।
পারবে না ভুলে যেতে স্মৃতি গুলোকে।
সব কিছু এখানেই জানি পড়ে রবে।
ধুকে ধুকে জীবনটাকে পাড়ি দিতে হবে।
চোখেরি জলে…..
কষ্টরা জমা হয়ে কাঁদে দিন-রাত্রি।
নীরব রাতের সাথে আমি একা যাত্রী।
আঁধার এখন আমার বড় ভাল লাগে।
মনে হয় কে যেনো পিছু থেকে ডাকে।
চোখেরি জলে…..
নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে, উক্ত গানটির লিরিক্স নিম্নরূপ- নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে?।। স্বপ্নে রাব ছায়া তেপান্তর সবুজে সাজায়ে কে? স্মৃতীর বাস ছিল দেশান্তর, স্বদেশে ফেরায়ে কে? হারানো দু’কূলে, সঠিকে বা ভুলে, দু’হাত বাড়ায় কে? নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে?।। সে বাঁশির সুরে কি বিষ, না নাRead more
নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে, উক্ত গানটির লিরিক্স নিম্নরূপ-
নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে?।।
See lessস্বপ্নে রাব ছায়া তেপান্তর সবুজে সাজায়ে কে?
স্মৃতীর বাস ছিল দেশান্তর, স্বদেশে ফেরায়ে কে?
হারানো দু’কূলে, সঠিকে বা ভুলে, দু’হাত বাড়ায় কে?
নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে?।।
সে বাঁশির সুরে কি বিষ, না না কেউ জানে না।
অবিরাম ডেকে যায়, না না মন মানে না।
লোক লাজ ভাসে আজ কোন উজানে জানে কে।।
স্বপ্নে রাব ছায়া তেপান্তর সবুজে সাজায় কে?
স্মৃতীর বাস ছিল দেশান্তর, স্বদেশে ফেরায়ে কে?
হারানো দু’কূলে, সঠিকে বা ভুলে, দু’হাত বাড়ায় কে?
নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে?।।
আকাশে হাজার তারা দিশেহারা ইমনে
ইমন কি করে জানি, না এ মনের সব জানে
সাত সুরের তেপান্তরে, ডাকে যে আমায় কে।।
স্বপ্নে রাব ছায়া তেপান্তর সবুজে সাজায়ে কে?
স্মৃতীর বাস ছিল দেশান্তর, স্বদেশে ফেরায়ে কে?
হারানো দু’কূলে, সঠিকে বা ভুলে, দু’হাত বাড়ায় কে?
নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে?।।