Home/লিরিক্স (গান)
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people’s questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people’s questions & connect with other people.
আপনার পাসওয়ার্ড ভুলেগেছেন? তাহলে আপনার ইমেইল এড্রেসটি লিখুন।প্রথমত, একটি কনফার্মেশন লিঙ্ক সহ ইমেইল যাবে উক্ত লিঙ্কে ক্লিক করে কনফার্ম করতে হবে।দ্বিতীয়ত, আরও একটা মেইল যাবে, যেখানে আপনার নতুন পাসওয়ার্ড উল্লেখ করা থাকবে, সেই পাসওয়ার্ড ব্যবহার করে আপনি লগিন করতে পারবেন।(বিঃদ্রঃ আপনার ইনবক্সে মেইল না পৌঁছালে স্প্যাম ফোল্ডার চেক করুন)
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে, উক্ত গানটির লিরিক্স পেতে পারি?
নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে, উক্ত গানটির লিরিক্স নিম্নরূপ- নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে?।। স্বপ্নে রাব ছায়া তেপান্তর সবুজে সাজায়ে কে? স্মৃতীর বাস ছিল দেশান্তর, স্বদেশে ফেরায়ে কে? হারানো দু’কূলে, সঠিকে বা ভুলে, দু’হাত বাড়ায় কে? নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে?।। সে বাঁশির সুরে কি বিষ, না নাRead more
নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে, উক্ত গানটির লিরিক্স নিম্নরূপ-
নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে?।।
See lessস্বপ্নে রাব ছায়া তেপান্তর সবুজে সাজায়ে কে?
স্মৃতীর বাস ছিল দেশান্তর, স্বদেশে ফেরায়ে কে?
হারানো দু’কূলে, সঠিকে বা ভুলে, দু’হাত বাড়ায় কে?
নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে?।।
সে বাঁশির সুরে কি বিষ, না না কেউ জানে না।
অবিরাম ডেকে যায়, না না মন মানে না।
লোক লাজ ভাসে আজ কোন উজানে জানে কে।।
স্বপ্নে রাব ছায়া তেপান্তর সবুজে সাজায় কে?
স্মৃতীর বাস ছিল দেশান্তর, স্বদেশে ফেরায়ে কে?
হারানো দু’কূলে, সঠিকে বা ভুলে, দু’হাত বাড়ায় কে?
নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে?।।
আকাশে হাজার তারা দিশেহারা ইমনে
ইমন কি করে জানি, না এ মনের সব জানে
সাত সুরের তেপান্তরে, ডাকে যে আমায় কে।।
স্বপ্নে রাব ছায়া তেপান্তর সবুজে সাজায়ে কে?
স্মৃতীর বাস ছিল দেশান্তর, স্বদেশে ফেরায়ে কে?
হারানো দু’কূলে, সঠিকে বা ভুলে, দু’হাত বাড়ায় কে?
নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে?।।
চোখেরি জলে লেখা কতো যে কবিতা। গানটির লিরিক্স কী?
চোখেরি জলে লেখা কতো যে কবিতা, গানটির লিরিক্স নিম্নরূপ- চোখেরি জলে লেখা কতো যে কবিতা। ঝরে পড়ে প্রতিদিনি তোমারি নামে। যেদিনি চোখের জল শুকিয়ে যাবে। মনে রেখো সেদিন আমার মরন হবে। ভুলে যদি যাও তুমি এই আমাকে। পারবে না ভুলে যেতে স্মৃতি গুলোকে। সব কিছু এখানেই জানি পড়ে রবে। ধুকে ধুকে জীবনটাকে পাড়ি দিতে হবRead more
চোখেরি জলে লেখা কতো যে কবিতা, গানটির লিরিক্স নিম্নরূপ-
চোখেরি জলে লেখা কতো যে কবিতা।
See lessঝরে পড়ে প্রতিদিনি তোমারি নামে।
যেদিনি চোখের জল শুকিয়ে যাবে।
মনে রেখো সেদিন আমার মরন হবে।
ভুলে যদি যাও তুমি এই আমাকে।
পারবে না ভুলে যেতে স্মৃতি গুলোকে।
সব কিছু এখানেই জানি পড়ে রবে।
ধুকে ধুকে জীবনটাকে পাড়ি দিতে হবে।
চোখেরি জলে…..
কষ্টরা জমা হয়ে কাঁদে দিন-রাত্রি।
নীরব রাতের সাথে আমি একা যাত্রী।
আঁধার এখন আমার বড় ভাল লাগে।
মনে হয় কে যেনো পিছু থেকে ডাকে।
চোখেরি জলে…..
এনেছি আমার শত জনমের প্রেম, ছায়ছবির এই গানটির লিরিক্স কী?
এনেছি আমার শত জনমের প্রেম, ছায়ছবির এই গানটির লিরিক্স নিম্নরূপ- এনেছি আমার শত জনমের প্রেম আঁখি জলে গাঁথা মালা ;ওগো সুদূরিকা, আজ ও কি হবে না শেষ তোমারে চাওয়ার পালা।। এনেছি আমার শত জনমের প্রেম আঁখি জলে গাঁথা মালা। স্বপনে আমার সাথীহারা রাতে, স্বপনে আমার সাথীহারা রাতে, পেয়েছি তোমায় পলকে হারাতে তোমারেRead more
এনেছি আমার শত জনমের প্রেম, ছায়ছবির এই গানটির লিরিক্স নিম্নরূপ-
এনেছি আমার শত জনমের প্রেম
See lessআঁখি জলে গাঁথা মালা ;ওগো সুদূরিকা,
আজ ও কি হবে না শেষ তোমারে চাওয়ার পালা।।
এনেছি আমার শত জনমের প্রেম
আঁখি জলে গাঁথা মালা।
স্বপনে আমার সাথীহারা রাতে,
স্বপনে আমার সাথীহারা রাতে,
পেয়েছি তোমায় পলকে হারাতে
তোমারে খুঁজিতে যে দীপ জ্বেলেছি হায়
বিফলে সে দীপ জ্বালা।।
তোমারে চাওয়ার ও পালা।
এনেছি আমার শত জনমের প্রেম
আঁখি জলে গাঁথা মালা ;ওগো সুদূরিকা,
আজ ও কি হবে না শেষ তোমারে চাওয়ার পালা।।
মনে মনে তবু স্বপন বাসর গড়ি,
এনেছি হৃদয় মিলনের গানে ভরি।
মনে মনে তবু স্বপন বাসর গড়ি,
এনেছি হৃদয় মিলনের গানে ভরি।
দূরে আছ তুমি তবু দূরে নহ,
স্মরণ সুধায় ভরেছ বিরহ
প্রেম যেন তব সুদূর গগন হতে,
চাঁদের জোছনা ঢালা।।
তোমারে চাওয়ার ও পালা।
এনেছি আমার শত জনমের প্রেম
আঁখি জলে গাঁথা মালা ;ওগো সুদূরিকা,
আজ ও কি হবে না শেষ তোমারে চাওয়ার পালা।।
এতো কষ্ট মেনে নেয়া যায় না। গানটির লিরিক্স কী?
এতো কষ্ট মেনে নেয়া যায় না, গানটির লিরিক্স নিম্নরূপ- এতো কষ্ট মেনে নেয়া যায় না। মেনে নেয়া যায় না। আমি যতোটা না ভুল করেছি। তারো অনেক বেশি কেঁদেছি। তবু করোনি ক্ষমা, তুমি করোনি ক্ষমা। নিষ্ঠুর প্রিয়তমা। সুখ নেই জীবনে আমার, আছে শুধু দীর্ঘশ্বাস। তুমি নেই তাই হৃদয়ে দুঃখ করে বসবাস। আমি এতোটা কি দোষ কRead more
এতো কষ্ট মেনে নেয়া যায় না, গানটির লিরিক্স নিম্নরূপ-
এতো কষ্ট মেনে নেয়া যায় না।
See lessমেনে নেয়া যায় না।
আমি যতোটা না ভুল করেছি।
তারো অনেক বেশি কেঁদেছি।
তবু করোনি ক্ষমা, তুমি করোনি ক্ষমা। নিষ্ঠুর প্রিয়তমা।
সুখ নেই জীবনে আমার, আছে শুধু দীর্ঘশ্বাস।
তুমি নেই তাই হৃদয়ে দুঃখ করে বসবাস।
আমি এতোটা কি দোষ করেছি।
তোমার যতোটা আঘাত সয়েছি।
তবু করোনি ক্ষমা…..।
প্রেমহীন বুকটা আমার করে শুধু হাহাকার।
একাকী এই পৃথিবী যন্ত্রণারি কারাগার।
তোমার কি এমন ক্ষতি করেছি।
নিজে যে ক্ষতি মেনে নিয়েছি।
তবু করোনি ক্ষমা…..।
আষাঢ় শ্রাবন মানে না তো মন, গানের লিরিক্স কী বলেন?
আষাঢ় শ্রাবন মানে না তো মন, গানের লিরিক্সটি নিম্নরূপ- আষাঢ় শ্রাবন মানে না তো মন, ঝর ঝর ঝর ঝর ঝরেছে, তয়ামকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আষাঢ় শ্রাবন মানে না তো মন। আষাঢ় শ্রাবন মানে না তো মন, ঝর ঝর ঝর ঝর ঝরেছে, তয়ামকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আষাঢ় শ্রাবন মানে না তো মন। আলোর তরীটRead more
আষাঢ় শ্রাবন মানে না তো মন, গানের লিরিক্সটি নিম্নরূপ-
আষাঢ় শ্রাবন মানে না তো মন,
See lessঝর ঝর ঝর ঝর ঝরেছে,
তয়ামকে আমার মনে পড়েছে,
তোমাকে আমার মনে পড়েছে।
আষাঢ় শ্রাবন মানে না তো মন।
আষাঢ় শ্রাবন মানে না তো মন,
ঝর ঝর ঝর ঝর ঝরেছে,
তয়ামকে আমার মনে পড়েছে,
তোমাকে আমার মনে পড়েছে।
আষাঢ় শ্রাবন মানে না তো মন।
আলোর তরীটি বেয়ে দিন চলে যায়,
আধারের মন জ্বলে তারায় তারায়।
আলোর তরীটি বেয়ে দিন চলে যায়,
আধারের মন জ্বলে তারায় তারায়।
আমার এ মন কেন শুধু আকুলায়,
বরষন যেন কোথা হয়েছে।
তোমাকে আমার মনে পড়েছে।
তোমাকে আমার মনে পড়েছে।
আষাঢ় শ্রাবন মানে না তো মন,
ঝর ঝর ঝর ঝর ঝরেছে,
তয়ামকে আমার মনে পড়েছে,
দিও না কখন ও কিছু দিও না আমায়,
সবকিছু পাওয়া হবে পেলে গো তোমায়।
দিও না কখন ও কিছু দিও না আমায়,
সবকিছু পাওয়া হবে পেলে গো তোমায়।
চোখের জলেতে বেয়ে সুখ এলো তাই,
আজ মন মোহনাতে মিশেছে,
তোমাকে আমার মনে পড়েছে,
তোমাকে আমার মনে পড়েছে।
আষাঢ় শ্রাবন মানে না তো মন,
ঝর ঝর ঝর ঝর ঝরেছে,
তয়ামকে আমার মনে পড়েছে,
তোমাকে আমার মনে পড়েছে।
আষাঢ় শ্রাবন মানে না তো মন।
আকাশের হাতে আছে একরাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ। জনপ্রিয় এই গানটির লিরিক্স বলবেন কী?
আকাশের হাতে আছে একরাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ। জনপ্রিয় এই গানটির লিরিক্স হলো- আকাশের হাতে আছে একরাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ। রাত্রির গাঁয়ে জ্বলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে একরাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ। রাত্রির গাঁয়ে জ্বলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আমার এ দুহাত সুধRead more
আকাশের হাতে আছে একরাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ। জনপ্রিয় এই গানটির লিরিক্স হলো-
আকাশের হাতে আছে একরাশ নীল,
See lessবাতাসের আছে কিছু গন্ধ।
রাত্রির গাঁয়ে জ্বলে জোনাকি,
তটিনীর বুকে মৃদু ছন্দ।
আকাশের হাতে আছে একরাশ নীল,
বাতাসের আছে কিছু গন্ধ।
রাত্রির গাঁয়ে জ্বলে জোনাকি,
তটিনীর বুকে মৃদু ছন্দ।
আমার এ দুহাত সুধ রিক্ত,
আমার এ দুচোখ জ্বলে শীক্ত।
আমার এ দুহাত সুধ রিক্ত,
আমার এ দুচোখ জ্বলে শীক্ত।
বুক ভরা নীরবতা নিয়ে অকারণ,
বুক ভরা নীরবতা নিয়ে অকারণ,
আমার এ দুয়ার হল বন্দ।
আকাশের হাতে আছে একরাশ নীল,
বাতাসের আছে কিছু গন্ধ।
রাত্রির গাঁয়ে জ্বলে জোনাকি,
তটিনীর বুকে মৃদু ছন্দ।
ভেবে তো পাইনি আমি কি হোল আমার,
লজ্জায় প্রহরী কেন খোলে নাকো দার।
ভেবে তো পাইনি আমি কি হোল আমার,
লজ্জায় প্রহরী কেন খোলে নাকো দার।
বুজি না কেমন করে বলবো,
খেয়ালী কতোই ভেসে চলবো।
বুজি না কেমন করে বলবো,
খেয়ালী কতোই ভেসে চলবো।
বলি বলি করে তবু বলা হল না।
বলি বলি করে তবু বলা হল না।
যানিনা কীসে এতো দন্দ।
আকাশের হাতে আছে একরাশ নীল,
বাতাসের আছে কিছু গন্ধ।
রাত্রির গাঁয়ে জ্বলে জোনাকি,
তটিনীর বুকে মৃদু ছন্দ।