আকাশের হাতে আছে একরাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ। জনপ্রিয় এই গানটির লিরিক্স হলো- আকাশের হাতে আছে একরাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ। রাত্রির গাঁয়ে জ্বলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে একরাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ। রাত্রির গাঁয়ে জ্বলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আমার এ দুহাত সুধRead more
আকাশের হাতে আছে একরাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ। জনপ্রিয় এই গানটির লিরিক্স হলো-
আকাশের হাতে আছে একরাশ নীল,
বাতাসের আছে কিছু গন্ধ।
রাত্রির গাঁয়ে জ্বলে জোনাকি,
তটিনীর বুকে মৃদু ছন্দ।
আকাশের হাতে আছে একরাশ নীল,
বাতাসের আছে কিছু গন্ধ।
রাত্রির গাঁয়ে জ্বলে জোনাকি,
তটিনীর বুকে মৃদু ছন্দ।
আমার এ দুহাত সুধ রিক্ত,
আমার এ দুচোখ জ্বলে শীক্ত।
আমার এ দুহাত সুধ রিক্ত,
আমার এ দুচোখ জ্বলে শীক্ত।
বুক ভরা নীরবতা নিয়ে অকারণ,
বুক ভরা নীরবতা নিয়ে অকারণ,
আমার এ দুয়ার হল বন্দ।
আকাশের হাতে আছে একরাশ নীল,
বাতাসের আছে কিছু গন্ধ।
রাত্রির গাঁয়ে জ্বলে জোনাকি,
তটিনীর বুকে মৃদু ছন্দ।
ভেবে তো পাইনি আমি কি হোল আমার,
লজ্জায় প্রহরী কেন খোলে নাকো দার।
ভেবে তো পাইনি আমি কি হোল আমার,
লজ্জায় প্রহরী কেন খোলে নাকো দার।
বুজি না কেমন করে বলবো,
খেয়ালী কতোই ভেসে চলবো।
বুজি না কেমন করে বলবো,
খেয়ালী কতোই ভেসে চলবো।
বলি বলি করে তবু বলা হল না।
বলি বলি করে তবু বলা হল না।
যানিনা কীসে এতো দন্দ।
আকাশের হাতে আছে একরাশ নীল,
বাতাসের আছে কিছু গন্ধ।
রাত্রির গাঁয়ে জ্বলে জোনাকি,
তটিনীর বুকে মৃদু ছন্দ।
নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে, উক্ত গানটির লিরিক্স নিম্নরূপ- নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে?।। স্বপ্নে রাব ছায়া তেপান্তর সবুজে সাজায়ে কে? স্মৃতীর বাস ছিল দেশান্তর, স্বদেশে ফেরায়ে কে? হারানো দু’কূলে, সঠিকে বা ভুলে, দু’হাত বাড়ায় কে? নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে?।। সে বাঁশির সুরে কি বিষ, না নাRead more
নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে, উক্ত গানটির লিরিক্স নিম্নরূপ-
নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে?।।
See lessস্বপ্নে রাব ছায়া তেপান্তর সবুজে সাজায়ে কে?
স্মৃতীর বাস ছিল দেশান্তর, স্বদেশে ফেরায়ে কে?
হারানো দু’কূলে, সঠিকে বা ভুলে, দু’হাত বাড়ায় কে?
নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে?।।
সে বাঁশির সুরে কি বিষ, না না কেউ জানে না।
অবিরাম ডেকে যায়, না না মন মানে না।
লোক লাজ ভাসে আজ কোন উজানে জানে কে।।
স্বপ্নে রাব ছায়া তেপান্তর সবুজে সাজায় কে?
স্মৃতীর বাস ছিল দেশান্তর, স্বদেশে ফেরায়ে কে?
হারানো দু’কূলে, সঠিকে বা ভুলে, দু’হাত বাড়ায় কে?
নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে?।।
আকাশে হাজার তারা দিশেহারা ইমনে
ইমন কি করে জানি, না এ মনের সব জানে
সাত সুরের তেপান্তরে, ডাকে যে আমায় কে।।
স্বপ্নে রাব ছায়া তেপান্তর সবুজে সাজায়ে কে?
স্মৃতীর বাস ছিল দেশান্তর, স্বদেশে ফেরায়ে কে?
হারানো দু’কূলে, সঠিকে বা ভুলে, দু’হাত বাড়ায় কে?
নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে?।।