Home/ইঞ্জিঃ (ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স)/Page 2
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people’s questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people’s questions & connect with other people.
আপনার পাসওয়ার্ড ভুলেগেছেন? তাহলে আপনার ইমেইল এড্রেসটি লিখুন।প্রথমত, একটি কনফার্মেশন লিঙ্ক সহ ইমেইল যাবে উক্ত লিঙ্কে ক্লিক করে কনফার্ম করতে হবে।দ্বিতীয়ত, আরও একটা মেইল যাবে, যেখানে আপনার নতুন পাসওয়ার্ড উল্লেখ করা থাকবে, সেই পাসওয়ার্ড ব্যবহার করে আপনি লগিন করতে পারবেন।(বিঃদ্রঃ আপনার ইনবক্সে মেইল না পৌঁছালে স্প্যাম ফোল্ডার চেক করুন)
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
সার্কিট ব্রেকারের রেটিং কি? রেটিং গুলো কি কি?
যে স্পেসিফিকেশন হতে সার্কিট ব্রেকারের গুণগত, মানগত, কার্জগত বিভিন্ন দিক জানা তাকে সার্কিট ব্রেকারের রেটিং বলে। সার্কিট ব্রেকারের রেটিংগুলো তিন ধরনের হয়ে থাকে। যথা- ১) ব্রেকিং ক্যাপাসিটি ২) মেকিং ক্যাপাসিটি ৩) শর্ট টাইম ক্যাপাসিটি
যে স্পেসিফিকেশন হতে সার্কিট ব্রেকারের গুণগত, মানগত, কার্জগত বিভিন্ন দিক জানা তাকে সার্কিট ব্রেকারের রেটিং বলে।
সার্কিট ব্রেকারের রেটিংগুলো তিন ধরনের হয়ে থাকে। যথা-
১) ব্রেকিং ক্যাপাসিটি
২) মেকিং ক্যাপাসিটি
৩) শর্ট টাইম ক্যাপাসিটি
See lessসার্কিট ব্রেকারের টেস্টসমূহ কী কী? বা সার্কিট ব্রেকার এর কী কী টেস্ট করা হয়?
যখন কোন সার্কিট ব্রেকার নির্দিষ্ট স্পেসিফিকেশন অনুযায়ী ডিজাইন এবং নির্মাণ করা হয় তখন এর কার্য সম্পাদনের বিভিন্ন বিষয়াদি যাচাই বা প্রমাণ করার জন্য টেস্টিং প্রয়োজন হয়। সার্কিট ব্রেকারের টেস্টসমূহ কী কী? বা সার্কিট ব্রেকার এর কী কী টেস্ট করা হয়? তা সংক্ষেপে সম্পর্কে সংক্ষেপে তুলে ধরা হলো। (১) টাইপ টেসRead more
যখন কোন সার্কিট ব্রেকার নির্দিষ্ট স্পেসিফিকেশন অনুযায়ী ডিজাইন এবং নির্মাণ করা হয় তখন এর কার্য সম্পাদনের বিভিন্ন বিষয়াদি যাচাই বা প্রমাণ করার জন্য টেস্টিং প্রয়োজন হয়।
সার্কিট ব্রেকারের টেস্টসমূহ কী কী? বা সার্কিট ব্রেকার এর কী কী টেস্ট করা হয়? তা সংক্ষেপে সম্পর্কে সংক্ষেপে তুলে ধরা হলো।
(১) টাইপ টেস্ট (Type test)
কোনো সার্কিট ব্রেকারের ডিজাইন চূড়ান্ত করার পর একটি বা প্রথম কয়েকটি ব্রেকারের রেটিং নিশ্চিত হওয়ার জন্য এবং ঐ নির্দিষ্ট ডিজাইনের বৈশিষ্ঠ্যসমূহ যাচাই করাকে টাইপ টেস্ট বলে। কোনো কম্পানি কর্তৃক প্রস্তুতকৃত সকল সার্কিট ব্রেকারে এ টেস্ট করা হয় না।
বিভিন্ন ধরনের টাইপ টেস্ট নিম্নরূপ-
১. মেকানিক্যাল টেস্ট
২. তাপমাত্রা বৃদ্ধি টেস্ট, মিলি ভোল্ট ড্রাপ টেস্ট
৩. হাই ভোল্টেজ টেস্ট
৪. শর্ট সার্কিট টেস্ট
৫. মেকিং ক্যাপাসিটি টেস্ট
৬. ব্রেকিং ক্যাপাসিটি টেস্ট
৭. শর্ট টাইম টেস্ট
৮. অপারেটিং সিকোয়েন্স টেস্ট
(২) রুটিন টেস্ট (Routine test)
প্রস্তুতকারক একাই স্পেসিফিকেশন বিশিষ্ট সকল সার্কিট ব্রেকার ডিসপ্যাচ (বিলি বা প্রেরণ) এর পূর্বে যে টেস্ট করা হয় তাকে রুটিন টেস্ট বলে।
রুটিন টেস্টের আওতাভুক্ত টেস্ট সমূহ হলো-
১. অপারেশন টেস্ট
২. মিলি ভোল্ট ড্রপ টেস্ট
৩. পাওয়ার ফ্রিকোয়েন্সি ভোল্টেজ টেস্ট প্রস্তুতকারক অঙ্গনে
৪. পাওয়ার ফ্রিকোয়েন্সি ভোল্টেজ টেস্ট স্থাপন স্থলে।
(৩) ডেভেলপমেন্ট টেস্ট (Development Test)
এক্ষেত্রে প্রস্তুতকারক, গবেষক ও বিজ্ঞানী প্রভৃতি স্তরের লোকজন সার্কিট ব্রেকারের সম্পূর্ণ অংশ বা বিশেষ, ম্যাটেরিয়াল ইত্যাদি পরীক্ষা-নিরীক্ষা করে সার্কিট ব্রেকারের উপযোগিতা যাচাই করা হয়।
(৪) বিশ্বস্ততা টেস্ট (Reliability Test)
এই টেস্টে সার্কিট ব্রেকারের বিশ্বস্ততা যাচাই করা হয়। বিভিন্ন প্রতিকুল অবস্থা যেমন- ভূকম্পন, পারিপ্বার্শিক তাপমাত্রা, ধুলা-বালি, আদ্রতা, পুনঃপুন অপারেশন ইত্যাদি ক্ষেত্রে সঠিক ভাবে এবং বিশ্বস্ততা সহকারে কাজ করতে সক্ষম হয় কিনা তা দেখা হয়। বিশেষ করে ল্যাবরেটরিতে এ টেস্ট সম্পাদন করা হয়।
(৫) কমিশনিং টেস্ট (Commissioning Test)
সার্কিট ব্রেকার স্থাপন করার পর এ টেস্ট করা হয়। এ টেস্টে সার্কিট ব্রেকার সঠিক নিয়মে সংযোজন হয়েছে কিনা এবং অপারেশনের জন্য প্রস্তুত আছে কিনা তা দেখা হয়ে থাকে।
নিম্নলিখিত টেস্টগুলো কমিশনিং টেস্টের অন্তর্ভূক্ত। যথা-
১. মেকানিক্যাল অপারেশন টেস্ট
২. কন্টাক্টসমূহের চলাচল টেস্ট
৩. ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট
৪. প্রি কমিশনিং চেক
৫. ম্যানুয়াল অপারেটিং সিগনাল দিয়ে উত্তেজিত করে একে কার্যক্রম চেক করা হয়।
৬. রিলে উত্তেজিত করে ব্রেকারের কার্যক্রম চেক করা।
(৬) শর্ট সার্কিট টেস্ট সমূহ
শর্ট সার্কিট টেস্টিং স্টেশনে সার্কিট ব্রেকারের রেটিং যাচাই করার জন্য এ টেস্ট গুলো সম্পাদন করা হয়ে থাকে। যেমন-
১. ফিল্ড টাইপ টেস্টিং স্টেশন
See less২. ল্যাবরেটরি টাইপ টেস্টিং
সার্কিট কাকে বলে? আদর্শ সার্কিট এর উপাদান কয়টি ও কি কি?
কারেন্ট চলাচলের একটি সম্পুর্ন পথকে সার্কিট বলে। আদর্শ সার্কিট এর ৫ টি উপাদান বিদ্যমান। যথা- ১. উৎস: জেনারেটর,ব্যাটারি ২. রক্ষণযন্ত্র: ফিউজ,কাট আউট ৩. নিয়ন্ত্রন যন্ত্র: সুইচ ৪. লোড: বাতি,পাখা ৫. পরিবাহি: তার
কারেন্ট চলাচলের একটি সম্পুর্ন পথকে সার্কিট বলে।
আদর্শ সার্কিট এর ৫ টি উপাদান বিদ্যমান। যথা-
১. উৎস: জেনারেটর,ব্যাটারি
See less২. রক্ষণযন্ত্র: ফিউজ,কাট আউট
৩. নিয়ন্ত্রন যন্ত্র: সুইচ
৪. লোড: বাতি,পাখা
৫. পরিবাহি: তার
রোধের সূত্র কয়টি ও কি কি?
রোধের সূত্র তিনটি যথা- ১.দৈর্ঘ্যের সূত্র (R সমানুপাতিক L) ২. ক্ষেত্রফলের সূত্র ৩. উপাদানের সূত্র।
রোধের সূত্র তিনটি যথা-
১.দৈর্ঘ্যের সূত্র (R সমানুপাতিক L)
২. ক্ষেত্রফলের সূত্র
৩. উপাদানের সূত্র।
See lessরিভার্স পাওয়ার কি?
রিভার্স পাওয়ার রিলে হলো একটি দিকনির্দেশক প্রতিরক্ষামূলক রিলে যা জেনারেটরকে মোটরিং এফেক্ট থেকে (বিপরীত দিকে যাওয়া) প্রতিরোধ/রক্ষা করে। এটি ব্যবহার করা হয় যেখানে জেনারেটর অন্যান্য ইউটিলিটি বা জেনারেটরের সাথে সমান্তরালে চলে। ধরুন- কয়েকটি জেনারেটর প্যারালেলে চলছে। হঠাৎ একটি জেনারেটর এর ইঞ্জিনে ত্রুটিRead more
রিভার্স পাওয়ার রিলে হলো একটি দিকনির্দেশক প্রতিরক্ষামূলক রিলে যা জেনারেটরকে মোটরিং এফেক্ট থেকে (বিপরীত দিকে যাওয়া) প্রতিরোধ/রক্ষা করে। এটি ব্যবহার করা হয় যেখানে জেনারেটর অন্যান্য ইউটিলিটি বা জেনারেটরের সাথে সমান্তরালে চলে।
ধরুন- কয়েকটি জেনারেটর প্যারালেলে চলছে। হঠাৎ একটি জেনারেটর এর ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়ে ইঞ্জিন ট্রিপ করেছে, কিন্তু সে জেনারেটরের এর ACB ট্রিপ করেনি। তখন এ অবস্থায় সেটি বাসবার থেকে পাওয়ার গ্রহন করে জেনারেটরটি মোটর হিসাবে ঘুরতে থাকবে। কোনভাবেই সে ইঞ্জিন আপনি বন্ধ করতে পারবেন না (ফুয়েল লাইন অফ করে, এমন কি ইঞ্জিনের মেইন ডিসি সাপ্লাই অফ করেও ইঞ্জিন বন্ধ করতে পারবেন না)। কারণ এটি জেনারেটর এর শক্তিতে ঘুরছে, তাঁর মানে জেনারেটরটি এখন মোটর আর ইঞ্জিন তাঁর লোড। এ অবস্থায় ACB ট্রিপ করালেই এই ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। বর্তমানে সকল কন্ট্রোল প্যানেলেই এই ব্যবস্থা থাকে, সেখানে সেট পয়েন্ট থাকে, সেই সেটিং পয়েন্ট অতিক্রম করলেই ACB ট্রিপ হয়ে যাবে। এটি সাধারণত 10% করা হয়, মানে একটি 1000kW এর জেনারেটর এর জন্য 100kW রিভার্স পাওয়ার হলেই সেই ACB স্বয়ংক্রিয় ভাবে ট্রিপ হয়ে বড় ধরনের বিপদ হতে রক্ষা করবে। এটার জন্য রিলে/পিএলসি ও একটি কন্ট্রোল সিস্টেম থাকে।
See lessমিনিয়েচার সার্কিট ব্রেকার কাকে বলে?
মিনিয়েচার শব্দের আভিধানিক অর্থ হল ক্ষুদ্রাকার। যে সার্কিট ব্রেকার অল্প কারেন্টে কাজ করে এবং আকারের দিক দিয়েও ছোট এই ধরনের সার্কিট ব্রেকারগুলোকে মিনিয়েচার সার্কিট ব্রেকার কাকে বলে। মিনিয়েচার সার্কিট ব্রেকারকে সংক্ষেপে MCB বলা হয়।
মিনিয়েচার শব্দের আভিধানিক অর্থ হল ক্ষুদ্রাকার।
যে সার্কিট ব্রেকার অল্প কারেন্টে কাজ করে এবং আকারের দিক দিয়েও ছোট এই ধরনের সার্কিট ব্রেকারগুলোকে মিনিয়েচার সার্কিট ব্রেকার কাকে বলে।
মিনিয়েচার সার্কিট ব্রেকারকে সংক্ষেপে MCB বলা হয়।
See lessভ্যাকুয়াম সার্কিট ব্রেকারের সুবিধা ও অসুবিধা গুলো কী কী?
অন্যান্য সার্কিট ব্রেকারের মতো ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারের ও কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। এগুলো হলো- [caption id="" align="alignnone" width="300"] চিত্র- ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার[/caption] ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারের সুবিধা: ১. এটি দৃঢ়, বিশ্বস্ত এবং দীর্ঘস্থায়ী। ২. আগুন লাগার ভয় নেই। ৩. অপারেশনেরRead more
অন্যান্য সার্কিট ব্রেকারের মতো ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারের ও কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। এগুলো হলো-
চিত্র- ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার
ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারের সুবিধা:
১. এটি দৃঢ়, বিশ্বস্ত এবং দীর্ঘস্থায়ী।
২. আগুন লাগার ভয় নেই।
৩. অপারেশনের সময় এবং পরে গ্যাস উৎপন্ন হয় না।
৪. যেকোন ত্রুটিপূর্ণ কারেন্টে এটি অপারেট করে।
৫. মেরামত খরচ কম এবং এটি অপারেশন সহজ।
৬. লাইটনিং সার্জে ও ভাল কাজ করে।
৭. আর্ক কম হয়।
৮. নিয়ন্ত্রণ মেকানিজমের জন্য কম পাওয়ার লাগে।
৯. নীরব অপারেশন।
১০. ডাই ইলেক্ট্রিক এবং কন্টাক্ট রেজিস্ট্যান্স স্থির থাকে।
ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারের অসুবিধা:
১. ভ্যাকুয়ামের মাধ্যমে অগ্নি নির্বাপণ ব্যয়বহুল।
See less২. ভ্যাকুয়াম কোন কারণে ফেল করলে মেরামত করা কঠিন।
৩. কিছুদিন ব্যবহার করার ফলে কন্টাক্টদ্বয়ের মাথা ক্ষয় হয়ে যাওয়ার কারণে সমমান হলে ডাই-ইলেক্ট্রিক স্ট্রেংথ কমে যায়।
৪. ৩৬ KV এর উপরে এটি ব্যবহার সুবিধাজনক নয়।
বৈদ্যুতিক সার্কিট কি? বৈদ্যুতিক সার্কিট কত প্রকার এবং কি কি?
বিদ্যুৎ এর উৎস, পরিবাহী, নিয়ন্ত্রন যন্ত্র, ব্যবহারযন্ত্র, রক্ষণযন্ত্র সমন্বয়ে এমন একটি পথ যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে তাকে সার্কিট বা বর্তনী বলে। সার্কিটের উপাদান সমুহের সংযোগের ভিত্তিতে সার্কিট তিন প্রকার। যথা- (i) সিরিজ সার্কিট (Series Ckt) (ii) প্যারালাল সার্কিট (Parallel Ckt) (iii) মRead more
বিদ্যুৎ এর উৎস, পরিবাহী, নিয়ন্ত্রন যন্ত্র, ব্যবহারযন্ত্র, রক্ষণযন্ত্র সমন্বয়ে এমন একটি পথ যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে তাকে সার্কিট বা বর্তনী বলে।
সার্কিটের উপাদান সমুহের সংযোগের ভিত্তিতে সার্কিট তিন প্রকার। যথা-
(i) সিরিজ সার্কিট (Series Ckt)
See less(ii) প্যারালাল সার্কিট (Parallel Ckt)
(iii) মিশ্র সার্কিট (Mixed Ckt)
বৈদ্যুতিক সার্কিটে কি কি প্রয়োজনীয় উপাদান থাকা আবশ্যক?
বৈদ্যুতিক সার্কিটে নিচের পাঁচটি প্রয়োজনীয় উপাদান আবশ্যক। যথা- উৎস (Source); যেমন- ব্যাটারী অথবা জেনারেটর। পরিবাহী (Conductor); যেমন- তামা অথবা এলুমিনিয়াম তার। নিয়ন্ত্রণ যন্ত্র (Controlling device); যেমন- সুইচ। ব্যবহার যন্ত্র (Consuming device); যেমন- বাতি, পাখা। রক্ষন যন্ত্র (Productive device); যেমRead more
বৈদ্যুতিক সার্কিটে নিচের পাঁচটি প্রয়োজনীয় উপাদান আবশ্যক। যথা-
- উৎস (Source); যেমন- ব্যাটারী অথবা জেনারেটর।
- পরিবাহী (Conductor); যেমন- তামা অথবা এলুমিনিয়াম তার।
- নিয়ন্ত্রণ যন্ত্র (Controlling device); যেমন- সুইচ।
- ব্যবহার যন্ত্র (Consuming device); যেমন- বাতি, পাখা।
- রক্ষন যন্ত্র (Productive device); যেমন- ফিউজ, ব্লেকার।
See lessবাসা বাড়িতে আর্থিং করার প্রয়োজনীয়তা কী?
কোন প্রকার ত্রুটি হলে বা লিকেজ কারেন্টকে নিরাপদে প্রেরণ করার জন্য যাতে যন্ত্রপাতির ত্রুটিপুর্ন সার্কিট কে বিচ্ছিন্ন করতে পারে। ভোল্টেজ সিস্টেমের যেকোন অংশে মাটির তুলনায় যেন নির্দিষ্ট থাকে তার ব্যবস্থা করা। ত্রুটি বা সিস্টেমে সমস্যার কারনে যন্ত্রপাতির ভোল্টেজ যেন মাটির তুলনায় বিপদজনক পর্যায় না যায় তাRead more
কোন প্রকার ত্রুটি হলে বা লিকেজ কারেন্টকে নিরাপদে প্রেরণ করার জন্য যাতে যন্ত্রপাতির ত্রুটিপুর্ন সার্কিট কে বিচ্ছিন্ন করতে পারে। ভোল্টেজ সিস্টেমের যেকোন অংশে মাটির তুলনায় যেন নির্দিষ্ট থাকে তার ব্যবস্থা করা। ত্রুটি বা সিস্টেমে সমস্যার কারনে যন্ত্রপাতির ভোল্টেজ যেন মাটির তুলনায় বিপদজনক পর্যায় না যায় তা নিশ্চিত করা।আর্থিং কে অনেকেই গ্রাউন্ডিং বলে থাকে। কোন কারনে লাইনে লিকেজ কারেন্ট হলে আর্থিং সেই লিকেজ কারেন্ট কে কোন প্রকার বিপদ না ঘটিয়ে তারের মাধ্যমে সহজে মাটিতে চলে যেতে সাহায্য করে।
See less