Home/ইঞ্জিঃ (ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স)/Page 3
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people’s questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people’s questions & connect with other people.
আপনার পাসওয়ার্ড ভুলেগেছেন? তাহলে আপনার ইমেইল এড্রেসটি লিখুন।প্রথমত, একটি কনফার্মেশন লিঙ্ক সহ ইমেইল যাবে উক্ত লিঙ্কে ক্লিক করে কনফার্ম করতে হবে।দ্বিতীয়ত, আরও একটা মেইল যাবে, যেখানে আপনার নতুন পাসওয়ার্ড উল্লেখ করা থাকবে, সেই পাসওয়ার্ড ব্যবহার করে আপনি লগিন করতে পারবেন।(বিঃদ্রঃ আপনার ইনবক্সে মেইল না পৌঁছালে স্প্যাম ফোল্ডার চেক করুন)
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
বয়লার কী?
নিরাপত্তার ব্যবস্থা সহ যে আবদ্ধ পাত্রের ভেতর পানি রেখে তাতে তাপ প্রয়োগ করে স্টিম উৎপাদন করা হয় তাকে বয়লার বলা হয়। বয়লার সাধারনত ২ ধরনের হয়ে থাকে। যথা- ১. ফায়ার টিউব বয়লার এবং ২. ওয়াটার টিউব বয়লার ফায়ার টিউব বয়লার গঠনপ্রানালী জটিল এবং ব্যয়বহুল , খুব কম গতিতে স্টিম উৎপাদন এছাড়া এটা বিস্ফRead more
নিরাপত্তার ব্যবস্থা সহ যে আবদ্ধ পাত্রের ভেতর পানি রেখে তাতে তাপ প্রয়োগ করে স্টিম উৎপাদন করা হয় তাকে বয়লার বলা হয়।
বয়লার সাধারনত ২ ধরনের হয়ে থাকে। যথা-
১. ফায়ার টিউব বয়লার এবং
২. ওয়াটার টিউব বয়লার
ফায়ার টিউব বয়লার গঠনপ্রানালী জটিল এবং ব্যয়বহুল , খুব কম গতিতে স্টিম উৎপাদন এছাড়া এটা বিস্ফরন হলে ক্ষয়ক্ষতির পরিমান বেশি তাই বাংলাদেশে ওয়াটার টিউব বয়লার ব্যবহার করা হয় । ওয়াটার টিউব বয়লারের আগুন বাহিয়ে থাকে এবং পানি টিউব এর ভিতর থাকে আর ফায়ার টিউব বয়লারে আগুন টিউব এর ভিতর এবং পানি টিউব এর বাহিরে থাকে।
See lessফেজ, নিউট্রাল ও আর্থ তারের স্টান্ডার্ড কালার কি?
ইলেকট্রিক্যালের যে কোন ধরনের কাজের সময়, আপনি আপনার ইচ্ছামত যেকোন রং এর কালারকে ফেজ বা নিউট্রাল বা আর্থ তার হিসাবে ব্যবহার করতে পারবেন। কিন্তু সকলের বোঝার সুবিধার্থে একটি নিয়ম অবশ্যই অনুসরণ করতে হবে। কারন, ইঞ্জিনিয়ার তো নিজের সুবিধার্থে কাজ করবে না। সবাই যেন বুঝতে পারে, সেটা মাথায় রেখেই কাজ করবে। আমরRead more
ইলেকট্রিক্যালের যে কোন ধরনের কাজের সময়, আপনি আপনার ইচ্ছামত যেকোন রং এর কালারকে ফেজ বা নিউট্রাল বা আর্থ তার হিসাবে ব্যবহার করতে পারবেন। কিন্তু সকলের বোঝার সুবিধার্থে একটি নিয়ম অবশ্যই অনুসরণ করতে হবে। কারন, ইঞ্জিনিয়ার তো নিজের সুবিধার্থে কাজ করবে না। সবাই যেন বুঝতে পারে, সেটা মাথায় রেখেই কাজ করবে। আমরা সাধারনত কাজ করার সময় লাল এবং কালো তার ফেজ এবং নিউট্রাল তার হিসাবে ব্যবহার করে থাকি।
বর্তমানে আন্তর্জাতিক নিয়মে ফেজ বা লাইভ তার কে বাদামি রং, নিউট্রাল তারকে হালকা নীল রং এবং আর্থ তারকে সবুজ বা হলুদ এর অন্তরিত স্ট্রিপ করা হয়।
See lessফিউজের কাট অফ কারেন্ট কি?
শর্ট সার্কিট কারেন্ট সরবোচ্চ যে মানে পৌছার পূর্বে ফিউজ তার গলে যায়, তাকে ঐ ফিউজের কাট অফ কারেন্ট বলে।
শর্ট সার্কিট কারেন্ট সরবোচ্চ যে মানে পৌছার পূর্বে ফিউজ তার গলে যায়, তাকে ঐ ফিউজের কাট অফ কারেন্ট বলে।
See lessপ্রাইমারি ট্রান্সমিশন কি?
উৎপাদন কেন্দ্রের প্রেরণ প্রান্ত থেকে রিসিভিং প্রান্ত পর্যন্ত দীর্ঘ অতি উচ্চ ভোল্টেজ লাইনকে প্রাইমারি ট্রান্সমিশন (লাইন) বলা হয়। প্রাইমারি ট্রান্সমিশন ভোল্টেজ 110KV, 132KV, 230KV, 400KV পর্যন্ত বা আরও বেশি হতে পারে।
উৎপাদন কেন্দ্রের প্রেরণ প্রান্ত থেকে রিসিভিং প্রান্ত পর্যন্ত দীর্ঘ অতি উচ্চ ভোল্টেজ লাইনকে প্রাইমারি ট্রান্সমিশন (লাইন) বলা হয়। প্রাইমারি ট্রান্সমিশন ভোল্টেজ 110KV, 132KV, 230KV, 400KV পর্যন্ত বা আরও বেশি হতে পারে।
See lessপাওয়ার সিস্টেমে SAS কী?
SAS এর পূর্ণ রুপ হলো Substation Automation System। এটা মূলত স্বয়ংক্রিয় ভাবে পাওয়ার সিস্টেমে নিয়ন্ত্রন, পর্যবেক্ষণ এবং তথ্য সংরক্ষনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। সাধারনত SAS, Intelligent Electronic Devices (IED) এর মাধ্যমে স্বয়ংক্রিয় ভাবে পাওয়ার সিস্টেমে নিয়ন্ত্রন, পর্যবেক্ষণ এবং তথ্য সংরক্ষনের কাজ করRead more
SAS এর পূর্ণ রুপ হলো Substation Automation System। এটা মূলত স্বয়ংক্রিয় ভাবে পাওয়ার সিস্টেমে নিয়ন্ত্রন, পর্যবেক্ষণ এবং তথ্য সংরক্ষনের জন্য ব্যবহার করা হয়ে থাকে।
সাধারনত SAS, Intelligent Electronic Devices (IED) এর মাধ্যমে স্বয়ংক্রিয় ভাবে পাওয়ার সিস্টেমে নিয়ন্ত্রন, পর্যবেক্ষণ এবং তথ্য সংরক্ষনের কাজ করে থাকে।
SAS এর মাধ্যমে পুরো সাবষ্টেশনকে একটি কম্পিউটারের মাঝে আনা হয়। আপনি কম্পিউটার থেকে সার্কিট ব্রেকার, আইসোলেটর , ট্রান্সফরমার সবকিছু নিয়ন্ত্রন করা হয়ে থাকে। আপনার ক্লিক করে যেকোন ডিভাইসকে অন অফ করতে পারছেন। এছাড়া আপনার কম্পিউটারের মনিটরে যন্ত্রপাতির বর্তমান অবস্থা পর্যবেক্ষন করতে পারবেন। রিলে ফল্ট, প্রটেকশন ফল্ট, ওভারকারেন্ট ফল্ট সহ যে কোন টাইপের ফল্ট মনিটরে আপনি সহজেই দেখতে পারবেন। কোন প্যানেলে এই ফল্ট দেখা দিয়েছে, সেটাও আপনি দেখতে পারবেন।
এছাড়া কোন লাইনে বা ট্রান্সফরমারে বা কোন ফিডারে কত ভোল্টেজ, কারেন্ট, ফ্রিকুয়েন্সি সহ আরও অনেক তথ্য মনিটরেই দেখতে পারবেন। এছাড়া নির্দিষ্ট সময়ে যদি আমরা কোন ডাটাকে সেভ করতে চাই, সেটাও করা সম্ভব। অটোমেটিক ভাবে এটি ডাটা সংরক্ষন করে থাকে। এছাড়া যদি আমাদের কয়েক বছর আগেরও ডাটা প্রয়োজন হয়, তবু ও আবার কোন নির্দিষ্ট সময়ের, কার্ভের মাধ্যমে তা কয়েক মিনিটেই বের করে দেওয়া সম্ভব।
এছাড়া এটির সাহায্যে কেন্দ্রীয় ভাবে মনিটরিং ও করা সম্ভব। যেমন: আমাদের বাংলাদেশে লোড মনিটরিং করে এনএলডিসি। চাইলে এনএলডিসি ঢাকায় বসে যে কোন ধরনের অপারেশন করতে পারবে তাদের নিজেদের প্রয়োজন মত। এটি একই সাথে কমিউনিকেশনেও কাজ করে।
See lessপাওয়ার ত্রিভুজ বা power triangle কি?
পাওয়ার ত্রিভুজ: গড়, আপাত এবং সক্রিয় পাওয়ারের সাথে সংযুক্ত সমীকরণগুলো একটি সমকোণী ত্রিভুজের সাহায্যে জ্যামিতিক ভাবে প্রকাশ করা যায়, এই ত্রিভুজকে পাওয়ার ত্রিভুজ বলে।
পাওয়ার ত্রিভুজ: গড়, আপাত এবং সক্রিয় পাওয়ারের সাথে সংযুক্ত সমীকরণগুলো একটি সমকোণী ত্রিভুজের সাহায্যে জ্যামিতিক ভাবে প্রকাশ করা যায়, এই ত্রিভুজকে পাওয়ার ত্রিভুজ বলে।
See lessনিউট্রাল লাইনে শক করে না কেন?
আমরা এটা জানি যে বৈদ্যুতিক শকের মাত্রা নির্ভর করে বৈদ্যুতিক চাপ তথাঃ ভোল্টেজের উপর। তাহলে যেহেতু নিউট্রাল লাইনের ভোল্টেজ শূন্য এবং নিউট্রাল কে বেশিরভাগ ক্ষেত্রে আর্থের সাথে গ্রাউন্ডিং করা হয়ে থাকে, তাই এতে কোন বৈদ্যুতিক চাপ না থাকায় আমাদের শক লাগে না। তবে হ্যা, এই কাজটি কখনো করতে যাবেন না কারন সিস্টRead more
আমরা এটা জানি যে বৈদ্যুতিক শকের মাত্রা নির্ভর করে বৈদ্যুতিক চাপ তথাঃ ভোল্টেজের উপর। তাহলে যেহেতু নিউট্রাল লাইনের ভোল্টেজ শূন্য এবং নিউট্রাল কে বেশিরভাগ ক্ষেত্রে আর্থের সাথে গ্রাউন্ডিং করা হয়ে থাকে, তাই এতে কোন বৈদ্যুতিক চাপ না থাকায় আমাদের শক লাগে না।
তবে হ্যা, এই কাজটি কখনো করতে যাবেন না কারন সিস্টেমে অনেক সময় ত্রুটি থাকার কারনে লাইনের ফল্ট কারেন্ট এর ভিতর দিয়ে কিছু লিকেজ ভোল্টেজ প্রবাহিত হতে পারে।
See lessনিউট্রাল এবং আর্থিং কী?
নিউট্রাল: নিউট্রালের মধ্যে শুধু কারেন্ট থাকে। আর নিউট্রাল যদি না থাকে তাহলে সার্কিট ক্লোজ হবে না। আর ক্লোজ না হলে কারেন্ট ও প্রবাহিত হবে না। কারেন্ট নিউট্রালের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং তা সিস্টেম কে সচল রাখে। নিউট্রাল কারেন্টের জন্য অপেক্ষাকৃত ছোট পথ প্রদান করে থাকে। আর্থিং: অনাকাঙ্খিত বিদ্যুৎ থেকেRead more
নিউট্রাল: নিউট্রালের মধ্যে শুধু কারেন্ট থাকে। আর নিউট্রাল যদি না থাকে তাহলে সার্কিট ক্লোজ হবে না। আর ক্লোজ না হলে কারেন্ট ও প্রবাহিত হবে না। কারেন্ট নিউট্রালের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং তা সিস্টেম কে সচল রাখে। নিউট্রাল কারেন্টের জন্য অপেক্ষাকৃত ছোট পথ প্রদান করে থাকে।
আর্থিং: অনাকাঙ্খিত বিদ্যুৎ থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি, সরাঞ্জাম ও মানুষ কে রক্ষা করার জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতির মেটাল বা বাহিরাবরণ থেকে কারেন্টকে কোন পরিবাহী দ্বারা মাটিতে প্রেরণ করার ব্যবস্থা কে আর্থিং বলে।
See lessডেল্টা এবং স্টার সিস্টেমের তুলনামূলক সুবিধা এবং অসুবিধাগুলো কী?
ডেল্টা সংযোগের সুবিধা: অধিক পাওয়ার এবং অধিক কারেন্ট সম্পন্ন লোডের পরিচালনার ক্ষেত্রে র্ডেটা সংযোগ ব্যবহার করা হয়। ডেল্টায় সংযুক্ত মোটর অধিক পাওয়ার গ্রহণ করে অধিক টর্ক উৎপন্ন করে চলতে পারে। একই লোডে স্টারের পরিবর্তে ডেল্টায় যুক্ত করলে কম পাওয়ার গ্রহণ করে। পাওয়ার ফ্যাক্টর উন্নয়নের জন্য ডেল্টায় সংযুক্তRead more
ডেল্টা সংযোগের সুবিধা:
ব্যবহার করা হয়।
ডেল্টা সংযোগের অসুবিধা:
স্টার সংযোগের সুবিধা:
স্টার সংযোগের অসুবিধা:
- অধিক পাওয়ার এবং কারেন্ট সম্পন্ন লোড পরিচালনার জন্য স্টার সংযোগ ব্যবহার যায় না।
- কম কারেন্ট পাওয়া যায়।
See lessডিস্ট্রিবিউটর ও ফিডার এর মাঝে পার্থক্য কি?
জেনারেটিং স্টেশনের সহিত সংযোগ সাধনকারী মোটা পরিবাহীকে ফিডার বলে, যার কোন ট্যাঁপিং থাকেনা। পক্ষান্তরে গ্রাহকের সার্ভিস মেইনের সহিত সংযোগ সাধনকারী ট্যাঁপিং যুক্ত পরিবাহীকে ডিস্ট্রিবিউটর বলে, যার সমস্ত দৈর্ঘ্য বরাবর কারেন্টের মান বিভিন্ন হয়।
জেনারেটিং স্টেশনের সহিত সংযোগ সাধনকারী মোটা পরিবাহীকে ফিডার বলে, যার কোন ট্যাঁপিং থাকেনা। পক্ষান্তরে গ্রাহকের সার্ভিস মেইনের সহিত সংযোগ সাধনকারী ট্যাঁপিং যুক্ত পরিবাহীকে ডিস্ট্রিবিউটর বলে, যার সমস্ত দৈর্ঘ্য বরাবর কারেন্টের মান বিভিন্ন হয়।
See less