খামার কি লাভজনক: হ্যাঁ সঠিক ভাবে করতে পারলে বা আপনার যোগ্যতা থাকলে এটি অবশ্যই অনেক লাভজনক। একই ভাবে যোগ্যতা না থাকলে পুরোই লস প্রজেক্ট হবে। খামার করে লস/ক্ষতিগ্রস্ত হওয়ার কারন কি কি: ১.গরুর জাত,খাদ্য,পুষ্টি সম্পর্কে নুন্যতম ধারণা না থাকা। ২.চিকিৎসা সম্পর্কে নিজের অজ্ঞতা। ৩.পর্যাপ্ত নিজস্ব কাচা ঘাসেরRead more
খামার কি লাভজনক:
হ্যাঁ সঠিক ভাবে করতে পারলে বা আপনার যোগ্যতা থাকলে এটি অবশ্যই অনেক লাভজনক। একই ভাবে যোগ্যতা না থাকলে পুরোই লস প্রজেক্ট হবে।
খামার করে লস/ক্ষতিগ্রস্ত হওয়ার কারন কি কি:
১.গরুর জাত,খাদ্য,পুষ্টি সম্পর্কে নুন্যতম ধারণা না থাকা।
২.চিকিৎসা সম্পর্কে নিজের অজ্ঞতা।
৩.পর্যাপ্ত নিজস্ব কাচা ঘাসের জমি না থাকা।।
৪.আপদকালীন সময়ে ব্যক আপ লিংকেজ না থাকা।
৫.বাজারজাত করণ ধারণা সম্পর্কে জ্ঞানের অভাব।
৬.খামার ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞানের অভাব।
৭.পর্যাপ্ত ঘাসের অভাব, দক্ষ রাখালের অভাব
৮.আমাদের দেশে আবহাওয়া HF ভালো না মেনেজমেন্ট খরচ বেশি।
৯.দানাদার খাবারের দাম কেজি প্রতি অনেক বেশি যার তুলনায় দুধ পাইকারি লিটার প্রতি অনেক কম।
১০.গাভিকে বারবার AI করালে কনসেপ করেনা।
১১.যেনতেন সিমেন দিলে বাচ্চার কোয়ালিটি খারাপ আসে করে লস হয়।
১২.সব রকমের টিকা না দেওয়াতে গরু মারা যায়।
১৩.ওষুধ পাতি + চিকিৎসা ব্যায়বহুল।
১৪.ঋন নিয়ে খামার করলে।
১৫. ধৈর্য, অধ্যবসায়, প্রতিভা ও দক্ষতার অভাব।
ইত্যাদি।
বাংলাদেশে প্রচলিত সেরা ৫ টি গরু হলোঃ হলস্টেইন ফ্রিজিয়ান, জার্সি, শাহীওয়াল, সিন্ধি, ব্রাহমা।
বাংলাদেশে প্রচলিত সেরা ৫ টি গরু হলোঃ
- হলস্টেইন ফ্রিজিয়ান,
- জার্সি,
- শাহীওয়াল,
- সিন্ধি,
- ব্রাহমা।
See less