ছাগলের যে সকল অসুখ হয় তা হলোঃ সর্দি, কাশি, জ্বর, গলাফুলা, নিউমোনিয়া। টিটেনাস, বাদলা, তড়কা, পিপিআর। ডাইরিয়া, পেট ফাঁপা/ফুঁলা, বদহজম। এফএমডি, কৃমি। চোখ দিয়ে পানি পড়া, নাক দিয়ে পানি পড়া। দাউদ, উঁকুন, ফোসকা। বসন্ত, জলাতঙ্ক। কন্টাজিয়াস একথাইমা। এন্টেরোটক্সিমিয়া। পিকা ডিজিজ। অকাল গর্ভপাত। নাইট্রেট এবং নাইRead more
ছাগলের যে সকল অসুখ হয় তা হলোঃ
সর্দি, কাশি, জ্বর, গলাফুলা, নিউমোনিয়া।
টিটেনাস, বাদলা, তড়কা, পিপিআর।
ডাইরিয়া, পেট ফাঁপা/ফুঁলা, বদহজম।
এফএমডি, কৃমি।
চোখ দিয়ে পানি পড়া, নাক দিয়ে পানি পড়া।
দাউদ, উঁকুন, ফোসকা।
বসন্ত, জলাতঙ্ক।
কন্টাজিয়াস একথাইমা।
এন্টেরোটক্সিমিয়া।
পিকা ডিজিজ।
অকাল গর্ভপাত।
নাইট্রেট এবং নাইট্রাইট বিষক্রিয়া।
রিকেট ও অস্থিকোমলতা, শিং ভাঙা।
বাচ্চা পড়ে যাওয়া, প্রসবে জটিলতা, ডাকে না আসা।
আরও অনেক। চলবে…
আমাদের দেশে ছাগল ছোট বড় প্রায় ৫০ এরও অধিক রোগে আক্রান্ত হয়ে থাকে প্রতিটি রোগের মূল কারণ সুষম খাদ্যের অভাব, কৃমি আক্রান্ত ও বাসস্থান, আবহাওয়া, অব্যবস্থাপনা, পরিচর্যার ঘাতটি।
তাই সুষম খাদ্যের জোগান দেয়া কৃমি মুক্ত রাখা আবহাওয়া মানানসই বাসস্থান দেয়া। সাধারণত ভালো স্বাস্থ্য সম্পন্ন ছাগল গুলির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয়ে থাকে। ছাগলের খাদ্যে যথাযথ পুষ্টি নিশ্চিত করতে পারলেই তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই ভালো হবে।
See less
একটি দেশী বকনা দুই থেকে আড়াই বছর বয়সে প্রথম প্রজননের উপযুক্ত হয়। সংকর (ক্রস) জাতের বকনা দেড় থেকে দুই বৎস বয়সে প্রজননের জন্য প্রথম উপযুক্ত হয়।
একটি দেশী বকনা দুই থেকে আড়াই বছর বয়সে প্রথম প্রজননের উপযুক্ত হয়। সংকর (ক্রস) জাতের বকনা দেড় থেকে দুই বৎস বয়সে প্রজননের জন্য প্রথম উপযুক্ত হয়।
See less